সোমবারই ভারতীয় দলের কোচ হিসাবে শেষ দিন রবি শাস্ত্রীর। শেষ টুর্নামেন্টে ব্যর্থ হয়েছে দল। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বিরাট কোহলীদের। বিদায়বেলায় দলের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন শাস্ত্রী। জানালেন কিছু একটা ছিল না, যে কারণে জেতার চেষ্টাই করেননি কোহলীরা।
ম্যাচ শুরুর আগে ভারতীয় দলের কোচ হিসাবে তাঁর অভিজ্ঞতার কথা বলেন শাস্ত্রী। সেই সঙ্গে দলের হবু কোচ রাহুল দ্রাবিড়কে নিয়েও মুখ খোলেন শাস্ত্রী।
বিশ্বকাপে একটা কিছুর অভাব ছিল: শাস্ত্রী জানান, ছ’মাস ধরে জৈবদুর্গে থাকতে থাকতে তিনি মানসিক ভাবে ক্লান্ত। কিন্তু ক্রিকেটাররা মানসিক ও শারীরিক দু’ভাবেই ক্লান্ত। তিনি বলেন, ‘‘বড় ম্যাচের আগে মানসিক ভাবে তৈরি থাকতে হয়। সেটা আমরা ছিলাম না। কোনও অজুহাত দিতে চাই না। আমরা হারতে ভয় পাই না। কিন্তু এখানে একটা কিছুর অভাব ছিল। তাই আমরা জেতার চেষ্টাই করিনি।’’