Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Ranji Trophy 2024

ছয় বছর পর রঞ্জি খেলতে নেমে অর্ধশতরান হাতছাড়া শ্রেয়সের, হতাশ করলেন রাহানে

কয়েক দিন পরেই শুরু হবে ইংল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। দলে জায়গা নিশ্চিত করার জন্য ক্রিকেটারেরা নেমে পড়েছেন রঞ্জি ট্রফিতে। শ্রেয়স রান পেলেও হতাশ করলেন রাহানে।

Picture of Shreyas Iyer

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৪ ২০:১১
Share: Save:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে রান পাননি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের আগে রঞ্জি ট্রফিতে নেমে পড়েছেন শ্রেয়স আসার। তিনি যাঁর জায়গায় ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন, সেই অজিঙ্ক রাহানের নেতৃত্বেই মুম্বইয়ের হয়ে খেলছেন কেকেআর অধিনায়ক।

ভারতীয় টেস্ট দলে ফেরার আশা এখনও ছাড়েননি রাহানে। ব্যাট হাতে লড়াই করছেন। জায়গা নিশ্চিত করার জন্য লড়াই করছেন শ্রেয়সও। তবে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে নজর কাড়তে পারলেন না কেউই। চোটের জন্য বিহারের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি রাহানে। দ্বিতীয় ম্যাচেও রান পেলেন না। তিন নম্বরে ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হলেন রাহানে। বড় রান পেলেন না শ্রেয়সও। তবে তিনি আগ্রাসী ব্যাটিং করলেন। কেকেআর অধিনায়কের ব্যাট থেকে এল ৪৮ বলে ৪৮ রানের ইনিংস। সাতটি চার মারলেন শ্রেয়স। উল্লেখ্য, ২০১৮ সালের পর এ দিন প্রথম মুম্বইয়ের হয়ে রঞ্জি ম্যাচ খেললেন শ্রেয়স। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ রান ওপেনার ভূপেন লালওয়ানির ৬১। এ ছাড়া অন্য ওপেনার জয় বিস্তা ৩৯, সুবেদ পারকর ৪১ রান করেন। প্রথম দিনের শেষে মুম্বইয়ের রান ৬ উইকেটে ২৮১। টস জিতে রাহানের দলকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে ছিলেন অন্ধ্রপ্রদেশের নতুন অধিনায়ক রিকি ভুঁই।

অন্য দিকে, প্রথম দিন রঞ্চির দু’টি ম্যাচের খেলা হতেই পারল না। তীব্র কুয়াশার জন্য জম্মু-কাশ্মীর এবং দিল্লির ম্যাচে সারা দিনে খেলা হল ১ ওভার। শুক্রবার সারা দিন ঘন কুয়াশায় ঢাকা ছিল জম্মু। দুপুরের দিকে খেলা শুরুর চেষ্টা হলেও কুয়াশায় বল প্রায় দেখাই যাচ্ছিল না। তাই খেলা থামিয়ে দেন আম্পায়ারেরা। আগরতলায় বৃষ্টির জন্য এক বলও খেলা হল ত্রিপুরা-তামিলনাড়ু ম্যাচে। সারা দিন সাজঘরেই কাটাতে হল ঋদ্ধিমান সাহা, সাই কিশোরদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE