Advertisement
১৭ মে ২০২৪
T20 World Cup 2024

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা, বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া দুই ক্রিকেটার দলে

২ জুন থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়ে হবে সেই প্রতিযোগিতা। সোমবার নিউ জ়িল্যান্ড দল ঘোষণা করেছিল। এ বারের বিশ্বকাপে তারাই প্রথম দল ঘোষণা করে। দ্বিতীয় দেশ হিসাবে দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা।

T20 World Cup

টি-টোয়েন্টি বিশ্বকাপ। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৬:১২
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা। সেই দলে রয়েছেন কুইন্টন ডি’কক এবং এনরিখ নোখিয়ে। এই দুই ক্রিকেটারকেই বার্ষিক চুক্তি থেকে বাদ দিয়েছে দক্ষিণ আফ্রিকা বোর্ড। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হল তাঁদের।

২ জুন থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়ে হবে সেই প্রতিযোগিতা। সোমবার নিউ জ়িল্যান্ড দল ঘোষণা করেছিল। এ বারের বিশ্বকাপে তারাই প্রথম দল ঘোষণা করে। দ্বিতীয় দেশ হিসাবে দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। সেই দলের অধিনায়ক এডেন মার্করাম। সেই সঙ্গে টেস্ট এবং এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ডি’কককে টি-টোয়েন্টি দলে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ২০২৩ সালের পর থেকে নোখিয়েও দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পাচ্ছিলেন না। তাঁর চোট ছিল। সেই পেসারকে দলে ফেরাল দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে ভাল খেলে বিশ্বকাপের দলে সুযোগ পেলেন রায়ান রিকেলটন এবং ওটনিল বার্টম্যান। তাঁরা এখনও দেশের হয়ে খেলেননি। সোজা বিশ্বকাপের দলে জায়গা করে নিলেন। তরুণ ক্রিকেটারদের সঙ্গে রেজা হেন্ড্রিক্স, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলারের মতো অভিজ্ঞরাও রয়েছেন।

বোলিং আক্রমণ সামলানোর জন্য থাকছেন কাগিসো রাবাডা, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েৎজ়ি, কেশব মহারাজ, তাবরেজ শামসি এবং বর্ন ফোর্টউইন।

দক্ষিণ আফ্রিকার ১৫ জন দল: এডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি’কক, রেজা হেন্ড্রিক্স, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, এনরিখ নোখিয়ে, রায়ান রিকেলটন, ওটনিল বার্টম্যান, কাগিসো রাবাডা, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েৎজ়ি, কেশব মহারাজ, তাবরেজ শামসি, বর্ন ফোর্টউইন, ট্রিস্টিয়ান স্টাবস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

T20 World Cup 2024 South Africa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE