Advertisement
২৬ এপ্রিল ২০২৪
দ্বিতীয় ম্যাচেও হারলেন কোহলীরা।

দ্বিতীয় ম্যাচেও হারলেন কোহলীরা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২২:৪৭
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২২:২৬ key status

৮ উইকেটে জিতল নিউজিল্যান্ড

পাকিস্তানের পর ফের হার। নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে কার্যত ছিটকেই গেল ভারত।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২২:১৬ key status

আউট মিচেল

অর্ধশতরানের এক রান দূরে থেমে গেলেন মিচেল। বুমরার বলে রাহুলের হাতে ক্যাচ দিলেন তিনি। 

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

Advertisement
timer শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২২:১২ key status

নিউজিল্যান্ড ১২ ওভারে ৯৪-১

জিততে গেলে ৪৮ বলে ১৭ রান দরকার নিউজিল্যান্ডের।

timer শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২২:০৯ key status

বল করছেন হার্দিক

খেলার শেষ পর্যায়ে এসে বল করতে দেওয়া হল হার্দিককে।

timer শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২২:০২ key status

নিউজিল্যান্ড ১০ ওভারে ৮৩-১

শার্দূলের এক ওভারে ১৪ রান নিলেন মিচেল। তিনি ৪৬ রানে ক্রিজে। সঙ্গে উইলিয়ামসন (১৩)।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২১:৫৬ key status

নিউজিল্যান্ড ৯ ওভারে ৬৯-১

জেতার জন্য ৬৬ বলে ৪২ দরকার কোহলীদের।

Advertisement
timer শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২১:৪৮ key status

নিউজিল্যান্ড ৭ ওভারে ৫৫-১

জিততে গেলে ৭৮ বলে ৫৫ চাই কিউয়িদের।

timer শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২১:৪৩ key status

প্রথম ওভারেই জাডেজা দিলেন ১৪

রান এমনিই কম। জাডেজার প্রথম ওভার থেকে ১৪ তুলে নিল নিউজিল্যান্ড। ৬ ওভারে তাদের রান ৪৪-১।

timer শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২১:৩৯ key status

নিউজিল্যান্ড ৫ ওভারে ৩০-১

গাপ্টিল ফেরার পর কিছুটা ধরে খেলছে নিউজিল্যান্ড। ক্রিজে উইলিয়ামসন (২) এবং মিচেল (৫)।

timer শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২১:৩৩ key status

আউট গাপ্টিল

বুমরা ফিরিয়ে দিলেন গাপ্টিলকে। ক্যাচ নিলেন শার্দূল।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২১:২৯ key status

শুরু থেকেই চালিয়ে খেলছে নিউজিল্যান্ড

৩ ওভারে ১৮ তুলল নিউজিল্যান্ড। ক্রিজে গাপ্টিল (১৬) এবং মিচেল (১)।

timer শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২১:০৮ key status

নির্ধারিত ওভারে ১১০-৭ তুলল ভারত

জাডেজার শেষ মুহূর্তে কিছুটা চালিয়ে খেলায় ১০০-র গন্ডি পেরোল ভারত।  

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২১:০১ key status

আউট শার্দূল

উইকেটে এসেই ফিরলেন শার্দূল। ৩ বলে ০ করলেন তিনি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২০:৫৮ key status

হার্দিক আউট

২৪ বলে ২৩ রান করে ফিরে গেলেন হার্দিক। ষষ্ঠ উইকেট হারাল ভারত।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২০:৫২ key status

ভারত ১৭ ওভারে ৮৬-৫

প্রায় ১২ ওভার পরে ভারতের ইনিংসে চার হল। মারলেন হার্দিক (২১)। ক্রিজে তাঁর সঙ্গী জাডেজা (৪)।

timer শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২০:৪৫ key status

ভারত ১৫ ওভারে ৭৩-৫

ক্রিজে রয়েছেন পান্ডিয়া এবং জাডেজা। বড় রান ওঠার স্বপ্ন ক্রমশ শেষ হচ্ছে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২০:৪০ key status

পন্থের স্টাম্প ছিটকে দিলেন মিলনে

মিলনের বলে স্টাম্প উড়ে গেল পন্থের। ১৯ বলে ১২ করে ফিরলেন তিনি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২০:৩৪ key status

দুর্দান্ত ফিল্ডিং নিশামের

হার্দিকের নিশ্চিত ছয় বাঁচালেন জিমি নিশাম। মাত্র ১ রান হল। এদিকে মাইকেল ভন ভারতকে কটাক্ষ করে টুইট করেছেন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২০:৩২ key status

ভারত ১৩ ওভারে ৬২-৪

ক্রিজে রয়েছেন পন্থ (৯) এবং হার্দিক (৮)।

timer শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২০:২০ key status

কোহলী আউট

বড় ধাক্কা খেল ভারত। ১৭ বলে ৯ রান করে ফিরে গেলেন কোহলী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE