Advertisement
০২ মে ২০২৪
বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্ব // পর্তুগাল ৩ : লাতভিয়া ০

রোনাল্ডোর জোড়া গোলে জয় পর্তুগালের

ফিফা র‌্যাঙ্কিংয়ে পর্তুগাল আট নম্বরে। লাতভিয়া ১২২। কিন্তু এই ম্যাচটার গুরুত্বটা হঠাৎ করেই বেড়ে গিয়েছিল লিওনেল মেসি-র জন্য! শুক্রবারই মেলবোর্ন মহারণে ব্রাজিল হারায় আর্জেন্তিনাকে। গোল না পেলেও দলের জয়ের মূল কারিগর ছিলেন মেসি-ই।

ম্যাচের শেষে খুদে সমর্থকের সেলফির আবদার মেটাচ্ছেন পর্তুগিজ মহাতারকা রোনাল্ডো। ছবি: এএফপি

ম্যাচের শেষে খুদে সমর্থকের সেলফির আবদার মেটাচ্ছেন পর্তুগিজ মহাতারকা রোনাল্ডো। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জুন ২০১৭ ০৪:৩৪
Share: Save:

অপ্রতিরোধ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

সপ্তাহখানেক আগে য়ুভেন্তাসের বিরুদ্ধে জোড়া করে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন সি আর সেভেন। শুক্রবার রাতে ফের লাতভিয়া-র বিরুদ্ধে জোড়া গোল করে পর্তুগালের বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করলেন।

ফিফা র‌্যাঙ্কিংয়ে পর্তুগাল আট নম্বরে। লাতভিয়া ১২২। কিন্তু এই ম্যাচটার গুরুত্বটা হঠাৎ করেই বেড়ে গিয়েছিল লিওনেল মেসি-র জন্য! শুক্রবারই মেলবোর্ন মহারণে ব্রাজিল হারায় আর্জেন্তিনাকে। গোল না পেলেও দলের জয়ের মূল কারিগর ছিলেন মেসি-ই। লাতভিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগেই সেই খবর পেয়ে গিয়েছিলেন সি আর সেভেন।

পর্তুগালের আক্রমণাত্মক ফুটবলের সামনে ম্যাচের শুরু থেকেই চাপে ছিল লাতভিয়া। ১৪ মিনিটে আন্দ্রে সিলভার শট বাঁচিয়ে দেন লাতভিয়া গোলরক্ষক আন্দ্রেজ ভানিস। ২৩ মিনিটে একই ভাবে তিনি বাঁচান রোনাল্ডোর শট। গতির বিরুদ্ধে ৩২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লাতভিয়া। কিন্তু জেভজেনিস কাজাকোস সহজ পর্তুগাল গোলরক্ষক লুইস প্যাত্রিসিও-কে একা পেয়েও গোল করতে ব্যর্থ। ৩৬ মিনিটে ফের সি আর সেভেনের শট আটকে দেন ভানিস। রোনাল্ডো গোল পেলেন ৪১ মিনিটে। জোসে ফন্তের সেন্টারে মাথা ছুঁইয়ে গোল করেন তিনি। রোনাল্ডোর দ্বিতীয় গোল ৬৩ মিনিটে। রিকার্দো কোয়ারেসমা-র ক্রসে মাথা ছুঁইয়ে। চার মিনিটের মধ্যে পর্তুগালের হয়ে তৃতীয় গোল করেন মিগুয়েল সিলভা।

দুরন্ত জয়ের পরেও অবশ্য ‘বি’ গ্রুপের শীর্ষ যাওয়ার স্বপ্ন অধরা থেকে গেল ইউরো কাপ চ্যাম্পিয়নদের। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে সুইৎজারল্যান্ড। পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানেই থাকল পর্তুগাল।

জোড়া গোল করে পর্তুগালকে জেতানোর দিনেই রোনাল্ডোকে নেওয়ার জন্য ঝাঁপাল চিনের একটি ক্লাব। সি আর সেভেন-কে ১২০ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৯৭ কোটি) প্রস্তাব দিয়েছে তারা। ট্রান্সফার ফি হিসেবে রিয়াল মাদ্রিদকে আলাদা ভাবে ২০০ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১৬৫ কোটি) দিতেও রাজি চিনের ক্লাবটি। এখানেই শেষ নয়। গত জানুয়ারিতেও রোনাল্ডোকে বিরাট অঙ্কের প্রস্তাব দিয়েছিল চিনের একটি ক্লাব। কিন্তু সেই সময় তাঁর এজেন্ট জানিয়েছিলেন, অর্থই সব নয়। কিন্তু ছবিটা বদলে গিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরে রোনাল্ডোর মন্তব্যে। রিয়ালের সঙ্গে ২০২১ পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও তিনি জানিয়েছেন, চুক্তি থাকা সত্ত্বেও ক্লাব ছাড়া সম্ভব। লাতভিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে রোনাল্ডো বলেছিলেন, ‘‘কোনও কিছুই অসম্ভব নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE