Advertisement
০৫ মে ২০২৪
Sport News

রায়ডুর সেঞ্চুরিতে জয় সিএসকের

চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও ম্যাচের পরে রায়ডুর প্রশংসা করে বলেন, ‘‘সানরাইজার্সের বিরুদ্ধে ১৮০ রানের লক্ষ্য বেশ শক্ত ছিল। কিন্তু রায়ডু ও ওয়াটসন সেই কঠিন কাজটাই সহজ করে দিয়েছে।

নায়ক: হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে চেন্নাইকে জেতালেন রায়ডু।  ছবি: পিটিআই

নায়ক: হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে চেন্নাইকে জেতালেন রায়ডু।  ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মে ২০১৮ ০৫:২৯
Share: Save:

নেপথ্যে অম্বাতি রায়ডুর ৬২ বলে অপরাজিত ১০০ রানের দুরন্ত ব্যাটিং। সঙ্গে শেন ওয়াটসনের ৩৫ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস। আর এই যুগলবন্দিতেই রবিবার সানরাইজার্স হায়দরাবাদকে আট উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস। তাও আবার ছয় বল বাকি থাকতেই।

এ দিন জয়ের ফলে ১২ ম্যাচের পরে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রইল চেন্নাই। তাদের নেট রান রেটও ভাল থাকায় (০.৩৮৩) প্লে-অফে চলে গেল ধোনির দল। প্রতিপক্ষ সানরাইজার্সও ইতিমধ্যে প্লে-অফে চলে গিয়েছে। অন্য দিকে হারলেও ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আইপিএলের শীর্ষেই রইল তারাই। দিন কয়েক আগেই ভারতীয় দলে ফিরেছেন রায়ডু। তার পরে রবিবার এই শতরানের ইনিংস খেলে দলকে জিতিয়ে তিনি স্বীকার করে নিলেন, ওয়াটসনের সঙ্গে ওপেন করতে নেমে আত্মবিশ্বাস বেড়েছে তাঁর। রায়ডু বলছেন, ‘‘ভারতীয় দলে ফিরতে পেরে দারুণ লাগছে। আশা করি জাতীয় দলের হয়েও ভাল ক্রিকেট খেলতে পারব।’’

চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও ম্যাচের পরে রায়ডুর প্রশংসা করে বলেন, ‘‘সানরাইজার্সের বিরুদ্ধে ১৮০ রানের লক্ষ্য বেশ শক্ত ছিল। কিন্তু রায়ডু ও ওয়াটসন সেই কঠিন কাজটাই সহজ করে দিয়েছে। রায়ডু একজন দুর্দান্ত ব্যাটসম্যান। স্পিন ও পেস— দু’টোই ভাল খেলে। আইপিএল শুরুর আগে ওর সঙ্গে কথা বলেছিলাম। ওকে ওপেন করতে পাঠানোর সিদ্ধান্তটা আমারই নেওয়া।’’ পুণের মাঠে টস জিতে বিপক্ষ সানরাইজার্সকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ধোনি। কিন্তু শুরুতেই আলেক্স হেলস (২) ফিরে গেলেও শার্দূল ঠাকুর, শেন ওয়াটনসনদের বোলিংকে পাল্টা আক্রমণ শুরু করেন শিখর ধওয়ন (৪৯ বলে ৭৯ রান) এবং হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন (৩৯ বলে ৫১)। কিন্তু ১৬ ওভারের শেষ ও ১৭ ওভারের শুরুতে পর পর দুই বলে এই দুই ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গেলে রান ওঠার গতি কিছুটা ধাক্কা খায় হায়দরাবাদের। নির্ধারিত ২০ ওভারে তাদের ইনিংস শেষ হয় ১৭৯-৪।

জবাবে ভুবনেশ্বর কুমারদের আঁটসাঁট বোলিংয়ের বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করেন রায়ডু ও ওয়াটসন। আইপিএলের সেরা বোলিং আক্রমণের বিরুদ্ধে রবিবার ১০০ রান করার পথে রায়ডুর ৭০ রানই এসেছে চার-ছক্কা মেরে (সাতটি চার, সাতটি ছয়)। এ বারের আইপিএলে সানরাইজার্স বোলিংয়ের বিরুদ্ধে ক্রিস গেল এবং ঋষভ পন্থ শতরান পেয়েছিলেন। এ বার পেলেন রায়ডু।

স্কোরকার্ড

সানরাইজার্স হায়দরাবাদ ১৭৯-৪ (২০)

চেন্নাই সুপার কিংস ১৮০-২ (১৯)

সানরাইজার্স হায়দরাবাদ রান বল

ধওয়ন ক হরভজন বো ব্র্যাভো ৭৯ - ৪৯

আলেক্স হেলস ক রায়না বো দীপক ২ - ৯

উইলিয়ামসন ক ব্র্যাভো বো শার্দূল ৫১ - ৩৯

মণীশ পাণ্ডে ক উইলি বো শার্দূল ৫ - ৬

দীপক হুডা ন. আ. ২১ - ১১

শাকিব-আল-হাসান ন. আ. ৮ - ৬

অতিরিক্ত ১৩

মোট ১৭৯-৪ (২০)

পতন: ১-১৮ (হেলস, ৩.৩), ২-১৪১ (ধওয়ন, ১৫.৬), ৩-১৪১ (উইলিয়ামসন, ১৬.১), ৪-১৬০ (মণীশ, ১৮.৩)।

বোলিং: দীপক চাহার ৪-০-১৬-১, শার্দূল ঠাকুর ৪-০-৩২-২, ডেভিড উইলি ২-০-২৪-০, হরভজন সিংহ ২-০-২৬-০, শেন ওয়াটসন ২-০-১৫-০, ডোয়েন ব্র্যাভো ৪-০-৩৯-১, রবীন্দ্র জাডেজা ২-০-২৪-০।

চেন্নাই সুপার কিংস রান বল

ওয়াটসন রান আউট উইলিয়ামসন ৫৭ - ৩৫

অম্বাতি রায়ডু ন. আ. ১০০ - ৬২

রায়না ক উইলিয়ামসন বো সন্দীপ ২ - ৩

মহেন্দ্র সিংহ ধোনি ন. আ. ২০ - ১৪

অতিরিক্ত ১

মোট ১৮০-২ (১৯)

পতন: ১-১৩৪ (ওয়াটসন, ১৩.৩), ২-১৩৭ (রায়না, ১৪.১)।

বোলিং: সন্দীপ শর্মা ৪-০-৩৬-১, ভুবনেশ্বর কুমার ৪-০-৩৮-০, রশিদ খান ৪-০-২৫-০, শাকিব-আল-হাসান ৪-০-৪১-০, সিদ্ধার্থ কল ৩-০-৪০-০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket IPL 11 IPL 2018 Ambati Rayudu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE