Advertisement
০৫ মে ২০২৪
জল-বিতর্কে মুখ খুললেন ধোনি

আইপিএল সরানোটা সমাধান নয়

মহারাষ্ট্রে আইপিএল আয়োজন করা নিয়ে জলঘোলার মাঝেই বোমা ফাটালেন মহেন্দ্র সিংহ ধোনি। মহারাষ্ট্র থেকে আইপিএল ম্যাচ সরতে পারে কি না সে প্রসঙ্গে বলতে গিয়ে ভারত অধিনায়ক এ দিন বলে দিলেন, ‘‘মহারাষ্ট্র থেকে আইপিএল সরানোটা কোনও সমাধান নয়। এ ব্যাপারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন।’’

মুকেশ অম্বানীর পুত্র অনন্তের সঙ্গে ছবি টুইট ধোনির।

মুকেশ অম্বানীর পুত্র অনন্তের সঙ্গে ছবি টুইট ধোনির।

নিজস্ব প্রতিবেদন,
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ০৪:০৫
Share: Save:

মহারাষ্ট্রে আইপিএল আয়োজন করা নিয়ে জলঘোলার মাঝেই বোমা ফাটালেন মহেন্দ্র সিংহ ধোনি। মহারাষ্ট্র থেকে আইপিএল ম্যাচ সরতে পারে কি না সে প্রসঙ্গে বলতে গিয়ে ভারত অধিনায়ক এ দিন বলে দিলেন, ‘‘মহারাষ্ট্র থেকে আইপিএল সরানোটা কোনও সমাধান নয়। এ ব্যাপারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন।’’

মহারাষ্ট্রের সাম্প্রতিক খরা পরিস্থিতিতে তীব্র জলকষ্টের সময় মুম্বই, পুণে ও নাগপুরে পিচ সংরক্ষণের জন্য ৬৬ লক্ষ লিটার জল ব্যবহার করা হচ্ছে। যা নিয়ে এই বিতর্ক। জল গড়িয়েছে আদালত অবধি। মঙ্গলবার এই মামলার শুনানি মুম্বই হাইকোর্টে।

আইপিএল-৯-এ মুম্বই, পুণে, নাগপুর মিলিয়ে ২০ টি ম্যাচ হওয়ার কথা। আদালতের নির্দেশ পাওয়ার পর যার একটি শনিবারই হয়ে গিয়েছে ওয়াংখেড়েতে। যে ম্যাচে নতুন টিম রাইজিং পুণে সুপার জায়ান্টসের হয়ে আইপিএলের প্রথম ম্যাচ জিতেছেন ধোনি। তার পরে রবিবার সকালে সাংবাদিক সম্মেলনে তাঁকে মহারাষ্ট্রের সাম্প্রতিক খরা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ধোনি বলেন, ‘‘দেখবেন, এই প্রশ্নগুলো শুনতে খুব ভাল লাগে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হল, দীর্ঘমেয়াদী সমাধানের ব্যবস্থা করা।’’

‘‘অনন্ত, শুভ জন্মদিন। তুমি নিজেকে সেরা উপহারটা নিজেই দিয়েছ। ১০০ কিলোর উপর ওজন ঝরিয়ে। শৃঙ্খলা এবং দৃঢ়তার পরিচয়।’’

পুণের ক্যাপ্টেন সঙ্গে এটাও বলে দেন, ‘‘আইপিএলের পাঁচ, ছয়, সাত নম্বর ম্যাচ হবে কি না তা জানা নেই। কিন্তু এতে অবস্থার কোনও পরিবর্তন হবে কি? যে জায়গাগুলোতে তীব্র জলকষ্ট চলছে সেখানে জল পৌঁছে দেওয়া যাবে সে ব্যাপারে কেউ কোনও নিশ্চয়তা দিতে পারবে?’’

ধোনি আরও বলেন, ‘‘টিভিতে দেখছি বিভিন্ন জলাধারে আর মাত্র এক-দু’শতাংশ জল পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী সমাধানের দিকেই হাঁটা উচিত। ম্যাচ হওয়া বা না হওয়ার প্রসঙ্গ সেখানে গুরুত্ব পায় না।’’

এ ছাড়াও ভারত অধিনায়ক এ দিন অশ্বিন নিয়েও প্রশ্নের উত্তর দিয়েছেন। গত শুক্রবারই আইপিএল ম্যাচের প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে বিশ্বকাপ সেমিফাইনালে ডিউ ফ্যাক্টর, মাত্র দু’ওভার বল করা, নো বল নিয়ে প্রশ্ন উঠলে মিডিয়ার উপর রেগে গিয়েছিলেন এই ভারতীয় স্পিনার। শনিবারও দেখা গিয়েছে অশ্বিনকে শেষের দিকে মাত্র এক ওভার ব্যবহার করেন ধোনি। এ দিন সে প্রসঙ্গ তোলা হলে পুণে অধিনায়ক বলেন, ‘‘অশ্বিন আমার বোলিংয়ের সেই অস্ত্র যে আমাকে বহুবার কঠিন পরিস্থিতিতে উদ্ধার করেছে। সেটা কখনও প্রথম ছয় ওভারে, কখনও বা স্লগ ওভারে। ও সেই বোলার যে বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনও মুহূর্তে।’’

ভারত অধিনায়ক পরে শনিবার অশ্বিনকে মাত্র এক ওভার বল করানো প্রসঙ্গে বলেন, ‘‘অশ্বিন যে কোনও সময়েই ভেল্কি দেখাতে পারে। কিন্তু শনিবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স আমাদের সিমারদের খেলতে গিয়ে পাঁচ ওভারের মধ্যেই ৩০ রানে চার উইকেট খুইয়ে বসেছিল। নতুন লেগ স্পিন প্রতিভা মুরুগনের (অশ্বিন) আত্মবিশ্বাস বাড়াতে এটাই ছিল সেরা সময়। তাই ওকে দিয়ে বল করিয়ে গিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ipl 2016 mahendra singh dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE