Advertisement
E-Paper

ভারতের গতির ঝড়ে ডুপ্লেসি-ও চমকে গিয়েছেন

কোহালিদের জন্য আরও অনেক ভয়ের তথ্য রয়েছে ডারবানে। এখানে কখনও ওয়ান ডে জেতেনি কোনও ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকায় কখনও ত্রিদেশীয় বা চতুর্দেশীয় টুর্নামেন্ট জেতার নজির নেই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৪৯
ফ্যাফ ডুপ্লেসি

ফ্যাফ ডুপ্লেসি

দক্ষিণ আফ্রিকা সফরে বরাবর ভারতীয় দলের রেকর্ড খারাপ হতে পারে। কিন্তু ছয় ম্যাচের ওয়ান ডে সিরিজে এ বার বিরাট বাহিনীকে হারানো সহজ হবে না বলেই মনে করছেন ফ্যাফ ডুপ্লেসি।

দক্ষিণ আফ্রিকায় এখনও পর্যন্ত ২৭টি ওয়ান ডে খেলে ভারত জিতেছে মাত্র পাঁচটি। সেটাই সব নয়। কোহালিদের জন্য আরও অনেক ভয়ের তথ্য রয়েছে ডারবানে। এখানে কখনও ওয়ান ডে জেতেনি কোনও ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকায় কখনও ত্রিদেশীয় বা চতুর্দেশীয় টুর্নামেন্ট জেতার নজির নেই।

ডুপ্লেসি যদিও পুরনো এ সব রেকর্ডকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলছেন, ‘‘পুরনো এই সব তথ্য থেকে একটাই কথা পরিষ্কার হয় যে, এ দেশের কঠিন পরিবেশের সঙ্গে বিদেশি দল মানিয়ে নিতে পারেনি। কিন্তু আমি আগেও বলেছি এই ভারতীয় দলে এমন অনেক নাম রয়েছে, যারা পুরনো সেই রেকর্ডকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে।’’ এখানেই না থেমে ডুপ্লেসি যোগ করেন, ‘‘ওরা একটা দক্ষ দল। টেস্ট সিরিজে সেটা ওরা প্রমাণ করেছে। আমি তাই ওয়ান ডে সিরিজেও একই রকম প্রতিদ্বন্দ্বিতা আশা করছি। আমাদের দিকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে ওরা।’’

টেস্ট সিরিজ সেঞ্চুরিয়নেই ২-০ জিতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ওয়ান্ডারার্সের বিপজ্জনক পিচে টেস্ট জিতে কোহালির দল ২-১ করে। সব চেয়ে উজ্জ্বল দিক হচ্ছে, ভারতীয় বোলাররা তিনটি টেস্টে ৬০টি উইকেট নেন, যা বিদেশের মাঠে কখনও দেখা যায়নি। এ বারে পেসারদের সঙ্গে দুই তরুণ ‘রিস্ট স্পিনার’-ও রয়েছে। লেগস্পিনার যুজবেন্দ্র চহাল এবং বাঁ হাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মনে করছেন, ভারতীয় বোলিং ওয়ান ডে সিরিজেও ফয়সালা করে দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ হতে পারে। ডুপ্লেসি বলছেন, ‘‘দু’জনেই খুব ভাল স্পিনার। আমি ওদের দু’জনের বিরুদ্ধেই আইপিএলে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছি। সব চেয়ে বড় ব্যাপার হচ্ছে, ওরা উইকেট তুলতে পারে এবং একদিনের ক্রিকেটে মাঝের দিকে এসে স্পিনাররা যদি উইকেট তুলতে পারে, তা হলে প্রতিপক্ষের উপর চাপ তৈরি হয়।’’

ডুপ্লেসি স্বীকার করে নিয়েছেন, টেস্ট সিরিজে ভারতীয় পেসারদের সাফল্য তাঁদের চমকে দিয়েছে। ‘‘টেস্টে পরিবেশ, পরিস্থিতি বোলারদের সহায়ক ছিল। তবু ভারতীয় পেসারদের ধারাবাহিকতা দেখে আমি চমকে গিয়েছি। ওরা খুবই ধারাবাহিক ছিল। চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছে, ওদের পেস বিভাগ খুবই শক্তিশালী হয়ে উঠেছে।’’ এর পরেই ডুপ্লেসি প্রশংসা করেন যশপ্রীত বুমরা-র। বলেন, ‘‘বুমরা ওয়ান ডে-তেই বেশি খেলত। টেস্টে ওর নির্বাচনটা চমক ছিল। কিন্তু বুমরা ধারাবাহিক ভাবে ভাল বল করে গিয়েছে। একেবারেই আলগা বল দেয়নি। এটাই প্রমাণ করে যে, টেস্টে ও থাকতেই এসেছে।’’

এ বি ডিভিলিয়ার্স চোটের জন্য না থাকায় তাঁর উপরে বাড়তি দায়িত্ব থাকবে ইনিংসকে গড়ার। ডুপ্লেসি অবশ্য বলছেন, ডেভিড মিলার এবং ডুমিনি-র দিকেও তাকিয়ে রয়েছে দল। ওয়ান ডে বা টি-টোয়েন্টিতে ঝোড়ো ব্যাটিংয়ের জন্য ‘কিলার মিলার’ ক্রিকেট দুনিয়ায় বেশ প্রসিদ্ধ। ডুমিনি-ও টেস্ট দলে না থাকলেও তাঁর দেশের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন। এর সঙ্গে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলে সফল অলরাউন্ডার ক্রিস মরিস রয়েছেন। তিনি টেস্ট সিরিজে সুযোগ পাননি। ডুপ্লেসি বলে দিচ্ছেন, ‘‘মরিসের ফেরাটা আমাদের সাহায্য করবে। সাদা বলের জন্য দারুণ ক্রিকেটার ও। এ বি-র জায়গা নেবে এইডেন মার্করাম।’’ ডুমিনি এবং মার্করাম-কে দিয়ে ষষ্ঠ বোলারের কাজও করানো হতে পারে।

সেই সঙ্গে ওয়ান ডে সিরিজে থাকছেন ইমরান তাহির। ভারতীয় দলের চহালের মতোই যিনি লেগস্পিনার এবং আইপিএলের সৌজন্যে ভারতীয় ব্যাটসম্যানদের বল করার অভিজ্ঞতাও রয়েছে। ডুপ্লেসি বলে দিচ্ছেন, ‘‘তাহিরের সাফল্য ওয়ান ডে ক্রিকেটে আমাদের ভাল ফল করার সবচেয়ে বড় কারণ।’’

Feels Du Plessis ODI South Africa ফ্যাফ ডুপ্লেসি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy