Advertisement
১৭ মে ২০২৪
বরদলৈ ট্রফি

তিন বিদেশি নিয়েই নামছে ইস্টবেঙ্গল

কলকাতা লিগে সাতে সাত করার এক সপ্তাহের মধ্যেই ফের ট্রফি অভিযানে নামছে ইস্টবেঙ্গল। তবে তা কলকাতায় নয় গুয়াহাটিতে। বৃহস্পতিবার বরদলৈ ট্রফির সেই ম্যাচে লাল-হলুদের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ বাংলাদেশের বঙ্গবীর অগ্রগামী ক্লাব।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫৭
Share: Save:

কলকাতা লিগে সাতে সাত করার এক সপ্তাহের মধ্যেই ফের ট্রফি অভিযানে নামছে ইস্টবেঙ্গল। তবে তা কলকাতায় নয় গুয়াহাটিতে। বৃহস্পতিবার বরদলৈ ট্রফির সেই ম্যাচে লাল-হলুদের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ বাংলাদেশের বঙ্গবীর অগ্রগামী ক্লাব।

বরদলৈ ট্রফিতে ট্র্যাক রেকর্ড যথেষ্টই উজ্জ্বল লাল-হলুদের। এই ট্রফিতে পাঁচ বারের চ্যাম্পিয়ন ডু ডংয়ের ক্লাব। বুধবার টিম নিয়ে ঘণ্টা দেড়েক অনুশীলন করান কোচ রঞ্জন চৌধুরী। ফোনে গুয়াহাটিতে যোগাযোগ করা হলে লাল-হলুদ কোচ বললেন, ‘‘বাংলাদেশের দলটি আন্তর্জাতিক টুর্নামেন্ট বলে বেশ তৈরি হয়েই এসেছে। তবে আমাদের ছেলেরাও তৈরি।’’ কলকাতা লিগ শেষ হওয়ার পর চোট রয়েছে বলে গুয়াহাটির এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার ব্যাপারে মৃদু অনীহা ছিল লাল-হলুদের কোরিয়ান ফুটবলার ডু ডংয়ের। কিন্তু এ দিন ইস্টবেঙ্গল কোচ বললেন, ‘‘অনুশীলনে ডংকে অনেক চনমনে লাগল। ক্যালাম ও ডংকে নিয়ে অনুশীলনের পর টিম মিটিং হয়েছে। প্রথম ম্যাচ থেকে তিন বিদেশি নিয়েই মাঠে নামব আমরা।’’

এই টুর্নামেন্টে টিমের আইএসএলে না খেলা ফুটবলারদের সঙ্গে অ্যাকাডেমির ন’জন ফুটবলারকে নিয়ে গিয়েছেন কোচ রঞ্জন। তাঁদের ক’য়েক জনকে বাংলাদেশের টিমের বিরুদ্ধে প্রথম একাদশে রাখবেন বলে ইঙ্গিত দিয়েছেন লাল-হলুদ কোচ।

বৃহস্পতিবার

বরদলৈ ট্রফি: ইস্টবেঙ্গল-বঙ্গবীর অগ্রগামী বাংলাদেশ (গুয়াহাটি, ৭-০০)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

East Bengal Bordoloi trophy Team Squad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE