Advertisement
০৩ মে ২০২৪
Sports News

প্রিমিয়র লিগে জিতল ইউনাইটেড-লিভারপুল, হার চেলসির

প্রিমিয়র লিগে শনিবারের রাতটা কারও ছিল আনন্দের কারও হতাশার। অনেক সমস্যা কাটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ে ফেরাটা যেমন ছিল উচ্ছ্বাসের। ঠিক তেমনই চেলসির হার ছিল হতাশার। চেলসিকে ০-২ গোলে হারিয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড।

র‌্যাশফোর্ডকে আটকাতে ব্যস্ত চেলসির ডিফেন্ডাররা। ছবি: রয়টার্স।

র‌্যাশফোর্ডকে আটকাতে ব্যস্ত চেলসির ডিফেন্ডাররা। ছবি: রয়টার্স।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭ ২৩:১৩
Share: Save:

প্রিমিয়র লিগে শনিবারের রাতটা কারও ছিল আনন্দের কারও হতাশার। অনেক সমস্যা কাটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ে ফেরাটা যেমন ছিল উচ্ছ্বাসের। ঠিক তেমনই চেলসির হার ছিল হতাশার। চেলসিকে ০-২ গোলে হারিয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যেই গোল করে ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন মার্কাস র‌্যাশফোর্ড। হেরেরার পাস থেকে ডেভিড লুইকে কাটিয়ে মার্কাসের মাপা ফিনিশে শুরুতেই এগিয়ে গিয়ে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিয়েছিল রেড ডেভিলসরা।

আরও খবর: গুলি করে খুন পানামা জাতীয় দলের ফুটবলারকে

প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করার পর দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে যান পোগবা, ফেলানিরা। প্রথম গোলের পিছনে ভূমিকা রেখে গিয়েছিলেন হেরেরা। দ্বিতীয় গোলটি লেখা হল তাঁরই নামে। এ বার ঠিক হল উল্টোটাই। হেরেরার গোলের ফ্রিকিকটি নিয়েছিলেন র‌্যাশফোর্ডই। তার পর শেষ কাজটি করে যান হেরেরা। এখানেই শেষ হয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড বনাম চেলসির ম্যাচ। এই হার চেলসির চ্যাম্পিয়ন হওয়ার রাস্তায় একটা বড় ধাক্কা।

লিভারপুল-ওয়েস্ট ব্রমউইচ ম্যাচের একটি দৃশ্য।

অন্যম্যাচে ওয়েস্ট ব্রমউইচকে হারিয়ে দিল লিভারপুল। ১-০ গোলে জয়ের ম্যাচে গোলটি করলেন রবার্তো ফিমিনো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রবার্তোর পা থেকে আসা গোলেই লেখা হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি হাফ চান্স তৈরি করলেও আর গোল এল না। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল লিভারপুল। হেরে গেলেও শীর্ষ স্থান বজায় রাখল চেলসি। ৩২ ম্যাচে চেলসির পয়েন্ট ৭৫। দ্বিতীয় স্থানে রয়েছে ৩২ ম্যাচ খেলে ৭১ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম হটস্পার। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে পাঁচ নম্বরে। ঠিক তার সামনে ৩২ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

manchester United Liverpool Chelsea Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE