সেরা পাঁচ ক্যামিও ইনিংসের মধ্যে প্রথমেই উল্লেখ করতে হবে ২০১৬ সালের টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কথা। কলকাতার ইডেন গার্ডেন্স-এ প্রথমে ব্যাট করে ইংল্যান্ড করেছিল ১৫৫ রান। কিন্তু, দুই বল বাকি থাকতেই সেই রান টপকে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। সেই জয়ের অন্যতম নায়ক ছিলেন কার্লোস ব্রেথওয়েট। করেছিলেন দশ বলে ৩৪ রান। যা অন্যতম সেরা মারকাটারি ইনিংস হিসেবে বিশ্ব ক্রিকেটে পরিচিত।