Advertisement
E-Paper

মহাকাল মন্দিরের শিলান্যাস মমতার। মেদিনীপুরে অভিষেক। নিপা সংক্রমণ। কবে থেকে কমবে শীত। আর কী কী

নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাসে মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি, বাংলাদেশ ক্রিকেটে বিতর্ক , অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, মেয়েদের আইপিএল, শীত থাকবে রাজ্য।

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ০৮:০১
গ্রাফিক আনন্দবাজার ডট কম।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

দিঘার জগন্নাথ মন্দিরের পর নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরবঙ্গের মাটিগাড়া-নকশালবাড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। এই সফরে মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন। আগামিকাল জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের উপস্থিতিতে সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে পশ্চিম মেদিনীপুরে। মেদিনীপুর কলেজিয়েট মাঠে হবে ‘রণসংকল্প সভা’। মেদিনীপুর, ঘাটাল সাংগঠনিক জেলার কর্মী-সমর্থকেরা জমায়েতে থাকবেন। অভিষেক কী বার্তা দেন, সে দিকে নজর থাকবে।

বাংলাদেশ ক্রিকেটে বিতর্ক এখনও চলছে। ক্রিকেটারদের সংগঠনের চাপে নতিস্বীকার করে অর্থ কমিটির সদস্য নাজমুল ইসলামকে সব দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের বয়কটে বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোনও ম্যাচ হয়নি। বাংলাদেশ বোর্ডের এই সিদ্ধান্তের পর আজ থেকে কি আবার শুরু হবে ক্রিকেট? সে দিকেই তাকিয়ে সকলে। রয়েছে সেই সংক্রান্ত সব খবর।

নিপায় আক্রান্ত দুই নার্সের মধ্যে এক জনের অবস্থার উন্নতি হয়েছে। অপর জনের জ্ঞান ফিরেছে। রাজ্যে নতুন করে নিপায় কেউ আক্রান্ত হননি বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। কোন ব্যক্তির সম্পর্শে এসে ওই দুই নার্স নিপা ভাইরাস সংক্রমিত হলেন, তা জানতে ‘কন্ট্যাক্ট ট্রেসিং’ শুরু করা হয়েছে ইতিমধ্যেই। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় দিন রয়েছে চার বড় দলের খেলা। আজ খেলতে নামছে পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের খেলা ইংল্যান্ডের বিরুদ্ধে। জ়িম্বাবোয়ের হারারের মাঠে হবে সেই ম্যাচ। অস্ট্রেলিয়া খেলতে নামছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে নামিবিয়ায়। আজ তৃতীয় ম্যাচে মুখোমুখি আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। তিনটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় বেলা ১টা থেকে। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

মেয়েদের আইপিএলে এখনও পর্যন্ত অপরাজিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দু’টি ম্যাচ খেলে দু’টিই জিতেছেন স্মৃতি মন্ধানারা। অন্য দিকে গুজরাত জায়ান্টস তিনটি ম্যাচ খেলে দু’টি জিতেছে। দু’দলেরই পয়েন্ট ৪। তবে নেট রানরেটে এগিয়ে বেঙ্গালুরু। আজ নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি দু’দল। মন্ধানারা জিতলে অপরাজিত থাকবেন। তাঁদের বিজয়রথ থামানোর লক্ষ্যে নামবে গুজরাত। সন্ধ্যা ৭:৩০ মিনিটে শুরু খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আগামী কয়েক দিন একই রকম শীত থাকবে রাজ্যে। রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে তার পরে ধীরে ধীরে কমতে পারে শীত। তবে সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে। আগামী কয়েক দিন পার্বত্য দার্জিলিং বাদে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই তাপমাত্রা ৮-১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ৭-১০ ডিগ্রির মধ্যে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ১২-১৩ ডিগ্রির মধ্যে থাকতে পারে রাতের তাপমাত্রা।

গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে গণবিক্ষোভ চলছে। এরই মধ্যে বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেন, বিক্ষোভকারীদের আর মৃত্যুদণ্ড দেবে না ইরান। তাঁদের গুলি করেও মারবে না। খুব গুরুত্বপূর্ণ সূত্র মারফত নাকি তিনি এমনটাই খবর পেয়েছেন। আমেরিকায় বসবাসকারী ইরানের নির্বাসিত যুবরাজ রেজ়া পাহলভির দেশশাসন করার মতো পর্যান্ত জনসমর্থন রয়েছে কি না, তা নিয়েও সংশয়ী ট্রাম্প। পশ্চিম এশিয়ার এই দেশের পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

Mamata Banerjee Abhishek Banerjee Iran Weather WPL 2026 U19 Cricket World Cup Nipah virus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy