Advertisement
০৪ মে ২০২৪

৫০ লাখ জরিমানা এফসি গোয়ার

এফসি গোয়াকে ৫০ লাখ টাকা জরিমানা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। গত বছর ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বয়কট করেছিল এফসি গোয়া। যেটা খেলার নীতির বিরুদ্ধে। এতে অপমান করা হয় ফুটবলকেই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৬ ২০:৪০
Share: Save:

এফসি গোয়াকে ৫০ লাখ টাকা জরিমানা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। গত বছর ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বয়কট করেছিল এফসি গোয়া। যেটা খেলার নীতির বিরুদ্ধে। এতে অপমান করা হয় ফুটবলকেই। যার ফলে শাস্তি পেতে হল জিকোর দলকে। আইএসএল-এর ফাইনালে ২০ ডিসেম্বর চেন্নাইয়ান এফসির কাছে ৩-২ গোলে হেরে গিয়েছিল এফসি গোয়া। তার পরই তারা অভিযোগ করে এই ম্যাচটি ফিক্স করা হয়েছে। ফুটবল হাউসে শৃঙ্খলারক্ষা কমিটির মিটিংয়ের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ৫০ লাখ টাকার জরিমানা এফসি গোয়াকে ১০ দিনের মধ্যে দিতে হবে।

সেই ম্যাচে শেষ তিন মিনিটে দুটো গোল হজম করেছিল এফসি গোয়া। তিনটি ধারায় শাস্তি পেতে হল গোয়াকে। ধারা ৫৩ তে টিমকে ভুল পথে পরিচালিত করা, ধারা ৫৮ খারাপ ব্যবহার ও ধারা ৬৯ রেফারিকে হুমকি দেওয়া। দলের পাশাপাশি একলাখ টাকা জরিমানা করা হল এফসি গোয়ার ইকুইপমেন্ট ম্যানেজার রাজেশ মালগিকেও। নির্বাসিত করা হল চার ম্যাচের জন্যও। তিনিই পুরো ব্যাপারটির নেতৃত্ব দিয়েছিলেন। গতকালই সঞ্জয় সেনকে নির্বাসিত ও জরিমানা করেছে ফেডারেশন। এবার কঠিন সিদ্ধান্ত নিল এফসি গোয়ার বিরুদ্ধেও।

আরও খবর

৮ ম্যাচ নির্বাসিত মোহনবাগান কোচ সঞ্জয় সেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

FC Goa Chennaiyan fc AIFF ISL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE