Advertisement
০১ মে ২০২৪

রোনাল্ডো অনুশীলনে ফিরতেই জুভেন্তাস আবার আত্মবিশ্বাসী

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বুধবার রাতে মুখোমুখি ইউরোপের দুই ঐতিহ্যবাহী ক্লাব। ইটালির জুভেন্তাস বনাম নেদারল্যান্ডসের আয়াখ্স আমস্টারডাম।

মহড়া: তুরিনে অনুশীলনে রোনাল্ডো। এএফপি

মহড়া: তুরিনে অনুশীলনে রোনাল্ডো। এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৯ ০২:৫২
Share: Save:

যত সমীহ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরেই!

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বুধবার রাতে মুখোমুখি ইউরোপের দুই ঐতিহ্যবাহী ক্লাব। ইটালির জুভেন্তাস বনাম নেদারল্যান্ডসের আয়াখ্স আমস্টারডাম।

ইয়োহান ক্রুয়েফ এরিনায় বুধবার রাতের যে ম্যাচ ঘিরে ডাচ ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। এই আগ্রহ যতটা না তাঁদের দেশের দলের জন্য, তার চেয়েও বেশি বিপক্ষ জুভেন্তাসের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে। প্রয়াত কিংবদন্তি ক্রুয়েফের পুত্র ইয়র্দি ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে বলে দিয়েছেন, ‘‘ফুটবলে ক’জনই বা অমর থাকতে পারে? আমার বাবার মতোই ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরকাল থাকবে রোনাল্ডো।’’

প্রি-কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শেষ আটে উঠে এসেছে আয়াখ্স। ফলে রোনাল্ডোর জুভেন্তাসের বিরুদ্ধে নামার আগে চনমনে মেজাজেই রয়েছেন দালে ব্লিন্দ, ফ্রেঙ্কি দি ইয়ং-রা।

যাঁকে নিয়ে আয়াখ্স সমর্থকদের ভয় মিশ্রিত শ্রদ্ধা, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে মঙ্গলবার সকালেই মাঠে নেমে পড়লেন। আর তাতেই যেন চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচ জেতার জন্য জেগে উঠেছে মাসিমিলিয়ানো আলেগ্রির জুভেন্তাস। সেরি আ-তে আগামী শনিবার ম্যাচ রয়েছে রোনাল্ডোদের। যে ম্যাচ ড্র করলেই ইংল্যান্ড ও স্পেনের পরে ইটালিতে এসেও লিগ খেতাব হাতে উঠবে রোনাল্ডোর। কিন্তু সি আর সেভেন-সহ গোটা জুভেন্তাস শিবির ঘরোয়া লিগ জয়ের চিন্তা মাথা থেকে সরিয়ে পাখির চোখ করছেন বুধবারের আয়াখ্স ম্যাচকেই। এ দিন জুভেন্তাসের অনুশীলনে বেশ খোশমেজাজেই সতীর্থদের সঙ্গে দেখা গিয়েছে রোনাল্ডোকে। তবে প্রচারমাধ্যমকে এড়িয়ে যান তিনি।

অনুশীলন শেষে প্রথম দলকে নিয়ে বেশ কয়েক দফা বৈঠক করেন জুভেন্তাস ম্যানেজার আলেগ্রি। রোনাল্ডোকে নিয়ে বেশ কিছু বিশেষ অনুশীলনও করান তিনি। তার পরে ঝলমলে হাসি মুখে বলে যান, ‘‘রোনাল্ডো সব সময়েই তৈরি থাকে। সেরি আ-তে এসি মিলানের বিরুদ্ধেই খেলতে চেয়েছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে তরতাজা ক্রিশ্চিয়ানোকে পাওয়ার জন্যই ওই ম্যাচে ওকে খেলাইনি। রোনাল্ডোকে অনুশীলনে পেয়ে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছে।’’ ডিফেন্ডার জোয়াও ক্যানসেলো বলছেন, ‘‘আয়াখ্স তারুণ্যে ভরপুর, শক্তিশালী প্রতিপক্ষ। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ওদের ম্যাচটা দেখেছি। দলটায় ভাল প্রতিভা রয়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। তবে ওরাও রোনাল্ডোকে নিয়ে চিন্তায় থাকবে।’’ সঙ্গে যোগ করেন, ‘‘আমরা ম্যাচ প্রতি পরিকল্পনা সাজাই। আপাতত লক্ষ্য আয়াখ্সকে হারিয়ে ফেরা। তার পরে সেরি আ নিয়ে ভাবার অনেক সময় পাওয়া যাবে।’’

আয়াখ্‌সের বিরুদ্ধে শেষ দশ ম্যাচ অপরাজিত জুভেন্তাস। চোটের কারণে জর্জে কিয়েল্লিনি সোমবার অনুশীলন করেননি। কিন্তু মঙ্গলবার দলের সঙ্গে প্রস্তুতি পর্বে ছিলেন। বোঝাই যাচ্ছে, আয়াখ্‌সের বিরুদ্ধে অ্যালেক্স সান্দ্রো, কিয়েল্লিনি, বোনুচ্চি ও ক্যানসেলোকে নিয়েই রক্ষণ সাজাচ্ছে আলেগ্রি। মাঝমাঠে ব্লেইস মাতুইদি, রদ্রিগো বেন্তাঙ্কুর ও পিয়ানিচ। আক্রমণে রোনাল্ডোর সঙ্গী মারিয়ো মানজ়ুকিচ ও ফেদেরিকো বার্নারদেস্কি।

তবে ঘরের মাঠে আয়াখ্সও লড়াইয়ের জন্য তৈরি। ডাচ ফুটবলের নয়া তারকা ফ্রেঙ্কি দি ইয়ং হুঙ্কার ছেড়েছেন, ‘‘আমরা বিপক্ষকে দেখিয়ে দেব, ওদের সমান শক্তি ও দক্ষতা রয়েছে আমাদেরও।’’ মাঝমাঠে ইয়ংয়ের খেলার বৈচিত্রের জন্য ইতিমধ্যেই নেদারল্যান্ডসে তাঁকে আগামী দিনের তারকা বলা হচ্ছে। আয়াখ্স ম্যানেজার ইয়েরিক তেন হ্যাগ বলছেন, ‘‘আমাদের শক্তি মাঝমাঠ। ছেলেরা বল ধরে যেমন খেলতে পারে, বল কাড়তেও পারে। এই কারণেই বায়ার্ন মিউনিখ ও রিয়ালকে টপকে আসা গিয়েছে। জুভেন্তাস কঠিন প্রতিপক্ষ। নানা রকম রণনীতি প্রয়োগ করে ম্যাচ জেতার জন্য। তবে ওদেরও হারানো যায়।’’

আজ চ্যাম্পিয়ন্স লিগে: আয়াখ্স বনাম জুভেন্তাস (রাত ১২.৩০)। সরাসরি সনি টেন ওয়ান চ্যানেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cristiano Ronaldo Portuguese footballer Juventus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE