আগামী সেপ্টেম্বরের শেষ দিকে হতে পারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাচন। এমনই জানিয়েছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকমণ্ডলীর সদস্য প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি।
ঠিক কবে নির্বাচন হবে, তা বলেননি কুরেশি। বলেছেন, ‘‘নির্বাচন প্রক্রিয়া শেষ হতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। সেপ্টেম্বরের শেষে একটা নতুন নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করবে।’’
নির্বাচনের আগেই এআইএফএফ-এর প্রস্তাবিত নতুন সংবিধান কার্যকর করা হবে। যা তৈরি করা হয়েছে জাতীয় ক্রীড়া নীতি অনুসারে। ১৫ জুলাইয়ের মধ্যে প্রস্তাবিত নতুন সংবিধান শীর্ষ আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কুরেশি। তা নিয়ে বলেছেন, ‘‘আশা করি, ২১ জুলাইয়ের মধ্যে আমরা নতুন সংবিধানের অনুমোদন পেয়ে যাব। সেটা পেলেই আমরা দ্রুত নির্বাচনের কাজ শুরু করে দেব। এবং যত দ্রুত সম্ভব সেই প্রক্রিয়া শেষ করব। তার পরেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। আমরা দীর্ঘ দিন ধরে এই পদে থাকতে চাই না।’’ সুপ্রিম কোর্ট নিযুক্ত তিন সদস্যের কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এআর ডাভে এবং ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গঙ্গোপাধ্যায়।