Advertisement
০৫ মে ২০২৪

ফরাসিদের সঙ্গে নকআউটে সুইসরা

দু’দলই আগে নক-আউট পর্বে চলে গিয়েছিল। তাই হয়তো রবিবার রাতে সুইৎজারল্যান্ড-ফ্রান্স ম্যাচে জয়ের জন্য কোনও পক্ষই মরণপণ ঝাঁপাল না। নিট ফল, ইউরো ২০১৬ গ্রুপ ‘এ’-র ম্যাচে ফ্রান্স-সুইৎজারল্যান্ড ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হল। ম্যাচের ফল ০-০। ম্যাচের দু’অর্ধে পোগবা এবং পায়েটের শট পোস্টে লেগে ফিরে আসা ছাড়া সে ভাবে বলার মতো নব্বই মিনিটে কোনও মুভ ছিল না দিদিয়ের দেঁশ-র টিমের কাছে।

শেষ আপডেট: ২০ জুন ২০১৬ ০৯:২৫
Share: Save:

দু’দলই আগে নক-আউট পর্বে চলে গিয়েছিল। তাই হয়তো রবিবার রাতে সুইৎজারল্যান্ড-ফ্রান্স ম্যাচে জয়ের জন্য কোনও পক্ষই মরণপণ ঝাঁপাল না। নিট ফল, ইউরো ২০১৬ গ্রুপ ‘এ’-র ম্যাচে ফ্রান্স-সুইৎজারল্যান্ড ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হল। ম্যাচের ফল ০-০। ম্যাচের দু’অর্ধে পোগবা এবং পায়েটের শট পোস্টে লেগে ফিরে আসা ছাড়া সে ভাবে বলার মতো নব্বই মিনিটে কোনও মুভ ছিল না দিদিয়ের দেঁশ-র টিমের কাছে।
গ্রুপের অন্য ম্যাচে লিয়ঁতে রোমানিয়াকে ১-০ হারাল আলবেনিয়া। প্রথমার্ধের একদম অন্তিম লগ্নে আলবেনিয়ার হয়ে জয়ের গোলটি করে যান সাদিকু। এ দিন ম্যাচের শুরু থেকেই রোমানিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের রাশ নিজেদের কাছেই রেখে দিয়েছিলেন আলেবিনায়নরা। নক-আউটে যেতে গেলে এই ম্যাচ জিততেই হত রোমানিয়াকে। উল্টে ম্যাচ হেরে গ্রুপ থেকেই বিদায় নিল তারা। একই সঙ্গে ম্যাচ জিতলেও গ্রুপেই থেমে যেতে হল আলবেনিয়াকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

France Switzerland draw goalless Euro 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE