Advertisement
০২ মে ২০২৪

গটজের জোড়া গোলের দাপটে ইউরোর আরও কাছে জার্মানি

ওয়ারসয় হারের চুটিয়ে বদলা নিল জার্মানি। গত অক্টোবরে পোল্যান্ডের রাজধানীতে পোল্যান্ডের কাছে ০-২ অপ্রত্যাশিত ভাবে হেরে গিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। আর শুক্রবার রাতে ইউরোর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে পোল্যান্ডকে ৩-১ উড়িয়ে দিল তারা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৫ ০২:৪৯
Share: Save:

ওয়ারসয় হারের চুটিয়ে বদলা নিল জার্মানি। গত অক্টোবরে পোল্যান্ডের রাজধানীতে পোল্যান্ডের কাছে ০-২ অপ্রত্যাশিত ভাবে হেরে গিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। আর শুক্রবার রাতে ইউরোর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে পোল্যান্ডকে ৩-১ উড়িয়ে দিল তারা। এই জয়ের ফলে গ্রুপ ‘ডি’-র শীর্ষে চলে গেল জার্মানি। কোনও অঘটন না ঘটলে ফ্রান্সে অনুষ্ঠেয় ইউরো ২০১৬-এ থাকছে বিশ্বজয়ীরা।

ইউরো ’১৬ কোয়ালিফাইয়ার পর্বে সাত ম্যাচ পরে এই প্রথম হারের মুখ দেখল পোল্যান্ড। তবে ১৪ পয়েন্ট নিয়ে তারা গ্রুপে দু’নম্বর। একে থাকা জার্মানির চেয়ে দু’পয়েন্ট পিছিয়ে। ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আয়ারল্যান্ড। যারা শুক্রবার ৩-১ হারাল ফ্যারো আইল্যান্ডকে। সোমবার গ্লাসগোয় জার্মানির পরের প্রতিপক্ষ স্কটল্যান্ড, যারা জর্জিয়ার কাছে ০-১ হেরেছে।

‘‘আমাদের একমাত্র লক্ষ্য ছিল ম্যাচটা জেতা। সব মিলিয়ে প্লেয়ারদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। প্রথম ৩৫ মিনিটে আমরা দারুণ খেলেছি। ওরা যে ক’টা সুযোগ পেয়েছিল, সেগুলো আমাদের ভুলে। ওদের নিজস্ব কৃতিত্বে নয়,’’ ম্যাচ শেষে বলেছেন বিশ্বজয়ী জার্মান কোচ লো। মজার ব্যাপার হল, ম্যাচের চারটে গোলই এসেছে বায়ার্ন মিউনিখ প্লেয়ারদের সৌজন্যে। ম্যাচ শুরুর মিনিট পনেরোর মধ্যেই টিমকে এগিয়ে দেন টমাস মুলার। তার কয়েক মিনিট পরে ২-০ করেন মারিও গটজে। ডাইভ করে হেডে গোল করে বিরতির আগে ২-১ করেন পোল্যান্ড অধিনায়ক রবার্ট লেওয়ানডস্কি। ৮২ মিনিটে নিজের দ্বিতীয় এবং টিমের তৃতীয় গোলটা করেন গটজে।

এই ম্যাচে জাতীয় অভিষেক ঘটল এমরে ক্যানের। রাইট ফুলব্যাকে খেলা তরুণকে নিয়ে উচ্ছ্বসিত জার্মান কোচ লো। ‘‘প্রথম ম্যাচেই এত চাপ সামলানো ওর জন্য সহজ ছিল না। রাইট ফুলব্যাকে খেলতেও ও অভ্যস্ত নয়। সেটা মাথায় রেখে বলতেই হবে, ও যথেষ্ট ভাল খেলেছে,’’ বলেছেন লো। গটজের গোলেও খুশি হওয়ার কথা জার্মান সমর্থকদের। গত দুটো মরসুম বায়ার্নে প্রথম এগারোয় খুব বেশি সুযোগ পাননি ব্রাজিল বিশ্বকাপ ফাইনালের একমাত্র গোলদাতা। তবে ইউরোর আগে দেশের জার্সিতে তাঁর সাফল্য স্বস্তিতে রাখছে কোচকে।

গ্রুপ ‘আই’ শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। ডেনমার্ক এবং আলবেনিয়া ০-০ ড্র করায় দুই টিমের চেয়েই এক পয়েন্ট এগিয়ে ১২ পয়েন্ট নিয়ে এক নম্বরে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Germany Poland Scotland
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE