Advertisement
০৮ মে ২০২৪

খেলার জগতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন

রাফায়েল নাদালকে হারিয়ে মেলবোর্নে ১৮ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ৩৫-এর ফেডেরার। ঠিক সেই সময়, যখন সবাই ভাবতে শুরু করেছিল, ১৭-তেই শেষ হচ্ছে টেনিস সম্রাটের ইনিংস। তবে শুধু ফেড এক্সপ্রেসই নয়। খেলার দুনিয়ায় বেশ কয়েক বার এরকম আশ্চর্য কামব্যাক দেখেছে ক্রীড়া জগত। এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কয়েক জনকে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ০৪:০২
Share: Save:
০১ ০৬
৩ ঘণ্টা ৩৭ মিনিটের ফেডেরার: এস ২০, ডাবল ফল্ট ৩, প্রথম সার্ভিস ৬২ শতাংশ, নেট পয়েন্ট জয় ৭৩ শতাংশ, উইনার ৭৩, আনফোর্সড এরর ৫৭, কোর্টে দৌড়েছেন ৩.২ কিমি।

৩ ঘণ্টা ৩৭ মিনিটের ফেডেরার: এস ২০, ডাবল ফল্ট ৩, প্রথম সার্ভিস ৬২ শতাংশ, নেট পয়েন্ট জয় ৭৩ শতাংশ, উইনার ৭৩, আনফোর্সড এরর ৫৭, কোর্টে দৌড়েছেন ৩.২ কিমি।

০২ ০৬
যুবরাজ সিংহ: ২০১১ বিশ্বকাপের পরে ক্যানসার ধরা পড়ে। ছ’বছর পরে ওয়ান ডে-তে জীবনের সেরা স্কোর।

যুবরাজ সিংহ: ২০১১ বিশ্বকাপের পরে ক্যানসার ধরা পড়ে। ছ’বছর পরে ওয়ান ডে-তে জীবনের সেরা স্কোর।

০৩ ০৬
নিকি ল্যডা: ১৯৭৬-এ ফর্মুলা ওয়ান গাড়ি দুর্ঘটনায় প্রায় পুড়ে মারা যাচ্ছিলেন। তার ঠিক পরের বছরই বিশ্বচ্যাম্পিয়ন।

নিকি ল্যডা: ১৯৭৬-এ ফর্মুলা ওয়ান গাড়ি দুর্ঘটনায় প্রায় পুড়ে মারা যাচ্ছিলেন। তার ঠিক পরের বছরই বিশ্বচ্যাম্পিয়ন।

০৪ ০৬
এরিক আবিদাল: ক্যানসার থেকে ফেরার ৭১ দিন পর ২০১১ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বার্সাকে চ্যাম্পিয়ন করেন।

এরিক আবিদাল: ক্যানসার থেকে ফেরার ৭১ দিন পর ২০১১ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বার্সাকে চ্যাম্পিয়ন করেন।

০৫ ০৬
মহম্মদ আলি: প্রায় চার বছর বক্সিং থেকে দূরে ছিলেন। রিংয়ে ফিরে চার বছর পরে ১৯৭৪-এ বিশ্বচ্যাম্পিয়ন।

মহম্মদ আলি: প্রায় চার বছর বক্সিং থেকে দূরে ছিলেন। রিংয়ে ফিরে চার বছর পরে ১৯৭৪-এ বিশ্বচ্যাম্পিয়ন।

০৬ ০৬
মাইকেল জর্ডন: বাস্কেটবল ছেড়ে বেসবলে যাওয়ার দু’বছর পরে বাস্কেটবলে ফিরে তিনবার চ্যাম্পিয়ন।

মাইকেল জর্ডন: বাস্কেটবল ছেড়ে বেসবলে যাওয়ার দু’বছর পরে বাস্কেটবলে ফিরে তিনবার চ্যাম্পিয়ন।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE