Advertisement
০৮ মে ২০২৪

মাঠের বাইরের খেলায় হার, হার্দিককে আটকে দিল পুলিশ

শেষ পর্যন্ত হার্দিক পটেলকে আটক করল রাজকোট পুলিসের স্পেশ্যাল অপারেশন গ্রুপ। খান্ডেহরি ক্রিকেট স্টেডিয়াম থেকে দেড় কিলোমিটার দূরে পদধরি অঞ্চলে দলবল নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন হার্দিক। ওখানেই তাঁকে আটক করা হয় বলে পুলিশ সূত্রের খবর। ফলে রবিবার ধোনিরা তৃতীয় ওয়ান ডে খেলতে নামার আগেই মাঠের বাইরে গুজরাত সরকারের সঙ্গে লড়াইয়ে হার মানতে হল পতিদার গোষ্ঠীর নেতা হার্দিককে, যিনি বলেছিলেন, ম্যাচের সময় দলবল নিয়ে স্টেডিয়ামে ঢুকে বিক্ষোভ দেখাবেন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

রাজীব ঘোষ
রাজকোট শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৫ ১৭:১৬
Share: Save:

শেষ পর্যন্ত হার্দিক পটেলকে আটক করল রাজকোট পুলিসের স্পেশ্যাল অপারেশন গ্রুপ। খান্ডেহরি ক্রিকেট স্টেডিয়াম থেকে দেড় কিলোমিটার দূরে পদধরি অঞ্চলে দলবল নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন হার্দিক। ওখানেই তাঁকে আটক করা হয় বলে পুলিশ সূত্রের খবর। ফলে রবিবার ধোনিরা তৃতীয় ওয়ান ডে খেলতে নামার আগেই মাঠের বাইরে গুজরাত সরকারের সঙ্গে লড়াইয়ে হার মানতে হল পতিদার গোষ্ঠীর নেতা হার্দিককে, যিনি বলেছিলেন, ম্যাচের সময় দলবল নিয়ে স্টেডিয়ামে ঢুকে বিক্ষোভ দেখাবেন।

স্টেডিয়ামে আসার পথে টিম বাস আটকে নাকি বিক্ষোভ জানানোর পরিকল্পনা ছিল পতিদার গোষ্ঠীর নেতা হার্দিক পটেল ও তাঁর অনুগতদের। এ দিন কিন্তু সে রকম কিছুই হয়নি। তৃতীয় ওয়ান ডে ম্যাচের দু’দল স্টেডিয়ামে ঢুকে পড়ল নির্বিঘ্নেই। ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে কড়া নিরাপত্তার ঘেরাটোপে থেকে দু’দল পৌঁছে গেল রাজকোটের খান্ডেহরি স্টেডিয়ামে।

এ দিন সকাল থেকেই যাজ্ঞিক রোডে টিম হোটেল চত্ত্বর থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। সকাল ন’টা নাগাদ সেখানে গিয়ে দেখা গেল, হোটেলের মূল প্রবেশপথের এক কিলোমিটার দূর থেকেই পুলিশ এবং দৈত্যকায় বাউন্সারদের পিকেট। সেখান থেকেই আটকে দেওয়া হচ্ছিল সাধারণ মানুষ ও মিডিয়ার প্রতিনিধিদের। বেলা ১১টা নাগাদ টিম বাস বেরোনোর কথা ছিল হোটেল থেকে। নির্ধারিত সময়েই দু’দলের বাস রওনা হয়ে যায় জেড প্লাস ক্যাটগরির নিরাপত্তা-সহ। গোটা কনভয় অজস্র পুলিশ, র‌্যাফ এবং বাউন্সারে ঠাসা। যা দেখে ক্রিকেট ম্যাচ নয়, যেন কোনও যুদ্ধক্ষেত্র।

স্টেডিয়ামের ১০ কিলোমিটারের মধ্যে যাতে হার্দিক পটেল ও তাঁর অনুগতরা ঢুকতে না পারে, সে জন্য আগে থেকেই জামনগর হাইওয়েতে কড়া সিকিউরিটি চেকপোস্ট বসানো হয়েছে। যাঁদের হাতে টিকিট রয়েছে, তাঁরা ছাড়া ওই চেকপোস্ট পেরিয়ে আর কারও ঢোকার উপায় নেই। হাইওয়ের ধারে স্টেডিয়াম চত্ত্বরে অবশ্য কোনও জনবসতি নেই।

আজকের ওয়ান ডে ম্যাচ মাঠে যেমন ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে, মাঠের বাইরে তেমন পতিদার গোষ্ঠী এবং গুজরাত সরকারের। পতিদাররা গ্যালারিতে ঢুকে নিজেদের অধিকার আদায়ের দাবি তুলে স্লোগান দেবেন ও প্ল্যাকার্ড দেখাবেন বলে জানিয়েছিলেন। কিন্তু, তাঁরা যাতে তা না করতে পারেন, তার সব ব্যবস্থা করে রেখেছে গুজরাত সরকার।

দুপুর ১টায় যখন দু’দলের ক্যাপ্টেন টস করতে নামেন, তখন গ্যালারি অর্ধেকের বেশি ফাঁকা। হার্দিক পটেল আগের রাতে নিজেই আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেছিলেন, সরকার বেশিরভাগ টিকিট তুলে নিয়ে তাদের মাঠে ঢোকা বন্ধ করতে চাইছে। রবিবার দুপুরে গ্যালারির চেহারা দেখে মনে হচ্ছে, তাঁর আশঙ্কা খুব একটা ভুল নয়।

টিম মাঠে ঢোকার পরেই অপারেশন হার্দিক শুরু করে পুলিশবাহিনী। তাঁকে ও তাঁর অনুগতদের আটক করে তুলে নিয়ে চলে যায় তারা।

মাঠে তখন টস জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডে’ভিলিয়ার্স জানিয়ে দিলেন, ব্যাটিং উইকেটে তাঁরা প্রচুর রান তুলে ভারতকে চাপে ফেলে দিতে চান। সে জন্যই এই সিদ্ধান্ত।

মাঠের বাইরের লড়াইয়ে হার্দিক পটেল ও তাঁর দল হেরে যাওয়ার পর এ বার মাঠের লড়াইয়ে কী হয়, সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

hardik patel hardik rajkot one day cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE