সেই ২০১১ বিশ্বকাপের পরে এই প্রথম কোনও আইসিসি প্রতিযোগিতার গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে না ভারত-পাকিস্তান। পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের যে সূচি মঙ্গলবার সিডনিতে আইসিসি প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে আলাদা আলাদা গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান।
২০১১ সালের পরে পাঁচটি আইসিসি প্রতিযোগিতার গ্রুপ পর্বে এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। জুন মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের গ্রুপ পর্বেও দেখা যাবে এই দুই দেশের দ্বৈরথ। কিন্তু ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে তা হচ্ছে না। যার অর্থ, সেমিফাইনালে ওঠার আগে যদি এই দুই দেশের কোনও একটির বিদায় ঘটে, তা হলে আর ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা।
কিন্তু কেন এই সিদ্ধান্ত আইসিসির? জানা যাচ্ছে, টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের উপরে ভিত্তি করে ২০২০ বিশ্বকাপের গ্রুপ তৈরি করা হয়েছে। র্যাঙ্কিংয়ে পাকিস্তান এক নম্বরে, ভারত দুই নম্বরে। ফলে এই দুই দেশকে এক গ্রুপে রাখা সম্ভব হয়নি। র্যাঙ্কিং অনুযায়ী, প্রথম আটটা দেশ সরাসরি বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে। বাকি চারটে দেশ ঠিক হবে যোগ্যতা অর্জন পর্বের পরে। মূলপর্বে দু’টি গ্রুপে থাকবে ছ’টি করে দল। যার মধ্যে থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে।