Advertisement
০৩ মে ২০২৪

সৌরভের সোনা

ফাইনালে প্রথম গেমে সৌরভ এগিয়ে যান বিপক্ষের শেষ মুহূর্তে ভুলের সুযোগে। মাত্র ২০ পয়েন্ট পেলেই ফ্রেম জিতবেন এমন একটা অবস্থায় ছিলেন সৌরভের প্রতিপক্ষ।

সেরা: তুর্কমেনিস্তানে চ্যাম্পিয়ন হয়ে সৌরভ কোঠারি। নিজস্ব চিত্র

সেরা: তুর্কমেনিস্তানে চ্যাম্পিয়ন হয়ে সৌরভ কোঠারি। নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৩৫
Share: Save:

তুর্কমেনিস্তানে এশিয়ান ইন্ডোর গেমসে দুরন্ত পারফর্ম করে বিলিয়ার্ডসে সোনা জিতলেন ভারতের সৌরভ কোঠারি। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন তাইল্যান্ডের প্রাপ্রুত চৈতানাসাকুনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-১ হারান সৌরভ। এ বছর এই টুর্নামেন্টে ‘কিউস্পোর্টস’-এ প্রথম পদক ভারতের।

ফাইনালে প্রথম গেমে সৌরভ এগিয়ে যান বিপক্ষের শেষ মুহূর্তে ভুলের সুযোগে। মাত্র ২০ পয়েন্ট পেলেই ফ্রেম জিতবেন এমন একটা অবস্থায় ছিলেন সৌরভের প্রতিপক্ষ। ঠিক এই সময় একটা ভুল করে বসেন তিনি। সৌরভ তখন পিছিয়ে ছিলেন। শেষ পর্যন্ত বাংলার বিলিয়ার্ডস তারকা ১০০-৮০ পয়েন্টে প্রথম ফ্রেম জেতেন। সৌরভ দ্বিতীয় গেম জেতেন ১০১-০। ফলে ২-০ এগিয়ে যান তিনি। তবে তৃতীয় গেমে প্রাপ্রুত ঘুরে দাঁড়ান। শেষ পর্যন্ত তৃতীয় গেম ২৯-১০১-এ হারেন সৌরভ। প্রাপ্রুত ব্যবধান কমিয়ে ফেলেন ১-২। চতুর্থ গেমেও প্রবল চাপে ফেলে দেওয়ার চেষ্টা কেরছিলেন প্রাপ্রুত। চতুর্থ গেম ১০১-৮৮ জিতে সোনার পদক নিশ্চিত করে ফেলেন সৌরভ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE