মহম্মদ সিরাজ: এই দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার এখন তিনিই। অথচ তাঁর নিজেরই কেরিয়ারের বয়স মাত্র ২ ম্যাচ। সিডনির মাঠে বার বার বর্ণবিদ্বেষী মন্তব্য শুনতে হয়েছে তাঁকে। কিন্তু তিনি যে কতটা কঠিন মানসিকতার, তার প্রমাণ বাবাকে হারিয়েও অস্ট্রেলিয়াতে থেকে গিয়েছিলেন বাবারই স্বপ্নপূরণ করতে। ব্রিসবেনে সেই মানসিকতাই দেখাতে হবে সিরাজকে।