Advertisement
০৬ ডিসেম্বর ২০২৫
Sport Gallery

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের এই রেকর্ডগুলোর কথা জানতেন?

স্লেজিং-রেকর্ড-বিতর্ক। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ মানেই যাবতীয় রসালো উপাদানই মজুত। হপ্তাখানেকও বাকি নেই, অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে দু’দেশের ক্রিকেট-লড়াই। এরই ফাঁকে দেখে নিন, ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে কয়েকটি রেকর্ড ভাঙা-গড়ার কথা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ১৪:১৩
Share: Save:
০১ ১১
স্লেজিং-রেকর্ড-বিতর্ক। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ মানেই যাবতীয় রসালো উপাদানই মজুত। হপ্তাখানেকও  বাকি নেই, অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে দু’দেশের ক্রিকেট-লড়াই। এরই ফাঁকে দেখে নিন, ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে কয়েকটি রেকর্ড ভাঙা-গড়ার কথা।

স্লেজিং-রেকর্ড-বিতর্ক। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ মানেই যাবতীয় রসালো উপাদানই মজুত। হপ্তাখানেকও বাকি নেই, অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে দু’দেশের ক্রিকেট-লড়াই। এরই ফাঁকে দেখে নিন, ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে কয়েকটি রেকর্ড ভাঙা-গড়ার কথা।

০২ ১১
অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে ভারতের হয়ে সবচেয়ে বেশি ব্যক্তিগত রানের পাহাড় কে গড়েছেন জানেন কি? এই কীর্তি রয়েছে সচিন তেন্ডুলকরের ঝুলিতে। ৭৪টি ইনিংস খেলে সচিনের রান ৩৬৩০।

অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে ভারতের হয়ে সবচেয়ে বেশি ব্যক্তিগত রানের পাহাড় কে গড়েছেন জানেন কি? এই কীর্তি রয়েছে সচিন তেন্ডুলকরের ঝুলিতে। ৭৪টি ইনিংস খেলে সচিনের রান ৩৬৩০।

০৩ ১১
ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে অজি পেসারদের আগুনে বোলিং‌য়ের চর্চা তো অনেক হয়। এরই ফাঁকে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের কয়েকটি রেকর্ডও মনে রেখেছেন অনেকে। ভারতের বিপক্ষে টেস্টে অজিদের হয়ে সবচেয়ে বড় রান করেছেন তাঁদের প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২০১২-র সিরিজে সিডনিতে ৩২৯ রানের বিশাল স্কোর ছিল তাঁর।

ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে অজি পেসারদের আগুনে বোলিং‌য়ের চর্চা তো অনেক হয়। এরই ফাঁকে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের কয়েকটি রেকর্ডও মনে রেখেছেন অনেকে। ভারতের বিপক্ষে টেস্টে অজিদের হয়ে সবচেয়ে বড় রান করেছেন তাঁদের প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২০১২-র সিরিজে সিডনিতে ৩২৯ রানের বিশাল স্কোর ছিল তাঁর।

০৪ ১১
অস্ট্রেলীয় পেসারদের সামনে বহু বার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভারতীয় ডিফেন্স। তবে ক্রিকেট ফ্যানদের কাছে অজিত আগরকরের নামটা এক সময় চর্চায় ছিল। তাঁর বোলিংয়ের জন্য নয়। বরং টানা সাতটি ইনিংসে শূন্য রান করে ঘরে প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি। ১৮টি ইনিংসে সব মিলিয়ে তাঁর ‘ডাক’-এর সংখ্যা ৮।

অস্ট্রেলীয় পেসারদের সামনে বহু বার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভারতীয় ডিফেন্স। তবে ক্রিকেট ফ্যানদের কাছে অজিত আগরকরের নামটা এক সময় চর্চায় ছিল। তাঁর বোলিংয়ের জন্য নয়। বরং টানা সাতটি ইনিংসে শূন্য রান করে ঘরে প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি। ১৮টি ইনিংসে সব মিলিয়ে তাঁর ‘ডাক’-এর সংখ্যা ৮।

০৫ ১১
শূন্য রান করা নিয়ে অজিত আগরকরের সঙ্গে পাল্লা দিয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। ২২টি ইনিংসে মোট ৬ বার কোনও রান না করেই ড্রেসিং রুমে ফেরেন এই কিংবদন্তি লেগস্পিনার।

শূন্য রান করা নিয়ে অজিত আগরকরের সঙ্গে পাল্লা দিয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। ২২টি ইনিংসে মোট ৬ বার কোনও রান না করেই ড্রেসিং রুমে ফেরেন এই কিংবদন্তি লেগস্পিনার।

০৬ ১১
টিম ইন্ডিয়ার প্রসঙ্গ উঠবে আর বিরাট কোহালির কথা হবে না, তা কখনও হয় নাকি? অজিদের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে কোহালির। ২০১৪-’১৫তে  ৮ ইনিংসে বিরাটের ব্যাট থেকে মোট ৬৯২ রান বেরিয়েছিল।

টিম ইন্ডিয়ার প্রসঙ্গ উঠবে আর বিরাট কোহালির কথা হবে না, তা কখনও হয় নাকি? অজিদের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে কোহালির। ২০১৪-’১৫তে ৮ ইনিংসে বিরাটের ব্যাট থেকে মোট ৬৯২ রান বেরিয়েছিল।

০৭ ১১
বল বিকৃতি কেলেঙ্কারির জেরে আসন্ন সিরিজে স্টিভ স্মিথ না থাকলেও তাঁর রেকর্ড রয়েছে। ভারতের বিপক্ষে এক সিরিজে অজিদের হয়ে সবচেয়ে বেশি রান তাঁর। ২০১৪-’১৫তে কোহালির রানের রেকর্ডের পাশাপাশি স্মিথ করেছিলেন ৮ ইনিংসে ৭৬৯ রান।

বল বিকৃতি কেলেঙ্কারির জেরে আসন্ন সিরিজে স্টিভ স্মিথ না থাকলেও তাঁর রেকর্ড রয়েছে। ভারতের বিপক্ষে এক সিরিজে অজিদের হয়ে সবচেয়ে বেশি রান তাঁর। ২০১৪-’১৫তে কোহালির রানের রেকর্ডের পাশাপাশি স্মিথ করেছিলেন ৮ ইনিংসে ৭৬৯ রান।

০৮ ১১
দেশের মাটিতে তো বটেই, বিদেশি পিচেও ভারতীয় বোলিং অ্যাটাকের বড় ভরসা ছিলেন অনিল কুম্বলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি উইকেটও শিকার করেছেন তিনি। ৩৮টি ইনিংসে মোট ১১১টি উইকেট তুলে নিয়েছেন কুম্বলে।

দেশের মাটিতে তো বটেই, বিদেশি পিচেও ভারতীয় বোলিং অ্যাটাকের বড় ভরসা ছিলেন অনিল কুম্বলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি উইকেটও শিকার করেছেন তিনি। ৩৮টি ইনিংসে মোট ১১১টি উইকেট তুলে নিয়েছেন কুম্বলে।

০৯ ১১
ভারতীয় স্পিন আর অজি পেসারদের লড়াইটা বরাবর এই দু’দেশের টেস্ট সিরিজটাই জমিয়ে দেয়। অনিল কুম্বলের স্পিনের ফাঁদে যেমন বহু অজি ব্যাটসম্যানই ধোঁকা খেয়েছেন। ঠিক তেমনই অস্ট্রেলিয়ার ব্রেট লি-র পেসের আগুনেও ঝলসে গিয়েছেন টিম ইন্ডিয়ার বহু বাঘা ব্যাটসম্যান। ভারতীয়দের বিপক্ষে ২৪টি টেস্ট ইনিংসে ৫৩ উইকেট নিয়েছেন লি।

ভারতীয় স্পিন আর অজি পেসারদের লড়াইটা বরাবর এই দু’দেশের টেস্ট সিরিজটাই জমিয়ে দেয়। অনিল কুম্বলের স্পিনের ফাঁদে যেমন বহু অজি ব্যাটসম্যানই ধোঁকা খেয়েছেন। ঠিক তেমনই অস্ট্রেলিয়ার ব্রেট লি-র পেসের আগুনেও ঝলসে গিয়েছেন টিম ইন্ডিয়ার বহু বাঘা ব্যাটসম্যান। ভারতীয়দের বিপক্ষে ২৪টি টেস্ট ইনিংসে ৫৩ উইকেট নিয়েছেন লি।

১০ ১১
এক সময় বলা হত, ভারতীয় ক্রিকেটারেরা নাকি কাগুজে বাঘ। দেশের মাটিতে বিপক্ষকে স্পিনের ফাঁদে  নাস্তানাবুদ করলেও বিদেশে গিয়ে তাঁদের জারিজুরি ফেল হয়ে যায়। ১৯৪৭ সালেও এমনটা দেখা গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে মাত্র ৫৮ রানেই অলআউট হয়েছিল ভারত। অজিদের বিপক্ষে টেস্টে সেটাই  সবচেয়ে কম রানের রেকর্ড ভারতের।

এক সময় বলা হত, ভারতীয় ক্রিকেটারেরা নাকি কাগুজে বাঘ। দেশের মাটিতে বিপক্ষকে স্পিনের ফাঁদে নাস্তানাবুদ করলেও বিদেশে গিয়ে তাঁদের জারিজুরি ফেল হয়ে যায়। ১৯৪৭ সালেও এমনটা দেখা গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে মাত্র ৫৮ রানেই অলআউট হয়েছিল ভারত। অজিদের বিপক্ষে টেস্টে সেটাই সবচেয়ে কম রানের রেকর্ড ভারতের।

১১ ১১
বিদেশের মাটিতে ভারতীয় ব্যাটসম্যানদের টেকনিক নিয়ে প্রশ্ন উঠলেও টেস্টে কম রানের রেকর্ড নিয়ে পিছিয়ে নেই অস্ট্রেলিয়াও। ১৯৮১-এ নিজেদের দেশে মেলবোর্নের পিচে মাত্র ৮১ রানে অলআউট হয়েছিলেন তারা। ভারতীয়দের বিপক্ষে টেস্টে এটিই হল অস্ট্রেলিয়ার সবচেয়ে কম রানের রেকর্ড।

বিদেশের মাটিতে ভারতীয় ব্যাটসম্যানদের টেকনিক নিয়ে প্রশ্ন উঠলেও টেস্টে কম রানের রেকর্ড নিয়ে পিছিয়ে নেই অস্ট্রেলিয়াও। ১৯৮১-এ নিজেদের দেশে মেলবোর্নের পিচে মাত্র ৮১ রানে অলআউট হয়েছিলেন তারা। ভারতীয়দের বিপক্ষে টেস্টে এটিই হল অস্ট্রেলিয়ার সবচেয়ে কম রানের রেকর্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy