Advertisement
০৬ ডিসেম্বর ২০২৫
2026 Career Horoscope

আশাতীত উন্নতি হবে, সাফল্যের শিখরে পৌঁছোবেন পাঁচ রাশির ব্যক্তিরা! ২০২৬-এ পেশাক্ষেত্রে ছক্কা মারার সুযোগ পাবেন যাঁরা

বহু মানুষই আছেন যাঁরা পেশাক্ষেত্রে খুশি নন। মনের মতো বেতনও পাচ্ছেন না, মানসিক শান্তিরও বিঘ্ন ঘটছে। এই দলে যাঁরা পড়েন, তাঁদের বেশির ভাগেরই বছর শুরুতে লক্ষ্য থাকে অবস্থার পরিবর্তন করার, একটা ভাল চাকরি পাওয়ার।

বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১১:১৪
Share: Save:
০১ ১৫
Five Zodiac Signs Likely to Achieve Exceptional Career Growth in 2026

নববর্ষ আসন্ন দুয়ারে। প্রায় সকল মানুষের মনেই বেজে গিয়েছে বর্ষশেষের আনন্দের বাদ্যি। বছরের শেষ ও শুরুটা সকলেই আনন্দ করে কাটাতে চান। খাওয়াদাওয়া, আড্ডা, গানবাজনা প্রভৃতি বিনোদনের মধ্য দিয়ে আমরা পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে কাছে টেনে নিই।

০২ ১৫
Five Zodiac Signs Likely to Achieve Exceptional Career Growth in 2026

নতুন বছরে ভাল কিছু ঘটুক এই চাওয়া সকলেরই থাকে। আট থেকে আশি, সকলেরই আকাঙ্ক্ষা ভিন্ন হলেও, মোদ্দা কথা একটাই হয়, বছরটা যেন ভাল কাটে। শিক্ষার সঙ্গে যুক্ত যাঁরা, তাঁরা সেই ক্ষেত্রে সফলতা পেতে চান। তেমনই, যাঁরা চাকরি বা ব্যবসা করেন, তাঁরা চান পদোন্নতি ও মুনাফা।

০৩ ১৫
Five Zodiac Signs Likely to Achieve Exceptional Career Growth in 2026

বহু মানুষই আছেন যাঁরা পেশাক্ষেত্রে খুশি নন। পেটের দায়ে কাজ করছেন কিন্তু তা-ও লাভ বিশেষ হচ্ছে না। মনের মতো বেতনও পাচ্ছেন না, মানসিক শান্তিরও বিঘ্ন ঘটছে। এই দলে যাঁরা পড়েন, তাঁদের বেশির ভাগেরই বছর শুরুতে লক্ষ্য থাকে অবস্থার পরিবর্তন করার, একটা ভাল চাকরি পাওয়ার।

০৪ ১৫
Five Zodiac Signs Likely to Achieve Exceptional Career Growth in 2026

কিন্তু ইচ্ছা থাকলেই যে সেটা পূরণ হবে এমনটা না। সব সময় আমাদের ইচ্ছামাফিক সব কিছু হয় না। পেশাজীবনে মনের মতো উন্নতি না হওয়ার নেপথ্যে থাকতে পারে কোষ্ঠীর কোনও ঘরে অশুভ গ্রহের অবস্থানও। শুভ গ্রহের উপর অশুভ গ্রহের ছায়া পড়লেও এমনটা হয়। তবে ভাগ্য সঙ্গ দিলে সফলতা আটকানোর সাধ্যি কারও থাকে না।

০৫ ১৫
Five Zodiac Signs Likely to Achieve Exceptional Career Growth in 2026

শাস্ত্র জানাচ্ছে, ২০২৬ পেশার দিক দিয়ে পাঁচ রাশির খুব ভাল কাটতে চলেছে। এই পাঁচ রাশির জাতক-জাতিকারা নতুন বছরে কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি লাভ করতে পারবেন। তবে কিছু জিনিস মাথায় রেখে চলতে হবে। না হলে সফলতার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তালিকায় কোন পাঁচ রাশি রয়েছে দেখে নিন।

০৬ ১৫
Five Zodiac Signs Likely to Achieve Exceptional Career Growth in 2026

মেষ: সৌভাগ্যবানদের তালিকায় প্রথমেই জায়গা করে নিয়েছে মেষ রাশি। মেষের জাতক-জাতিকারা ২০২৬-এ কর্মক্ষেত্রে দারুণ উন্নতি লাভ করবেন। এত দিন ধরে করে চলা কঠোর পরিশ্রমের ফল এঁরা আগামী বছর পেতে চলেছেন। বছরের প্রথম থেকেই উন্নতি লক্ষ্য করতে পারবেন।

০৭ ১৫
Five Zodiac Signs Likely to Achieve Exceptional Career Growth in 2026

মেষ রাশির ব্যক্তিদের দূরদৃষ্টি বজায় রেখে চলতে হবে। অল্পতেই খুশি হওয়ার সঙ্গে সঙ্গে আরও কিছু পাওয়ার জন্য লড়ে চলতে হবে, থামলে হবে না। তা হলে ২০২৬-এর শেষে গিয়ে আপনাদের আর কেউ ছুঁতে পারবে না। উন্নতির শিখরে পৌঁছোতে পারবেন। সর্বদা ইতিবাচক মনোভাব সঙ্গে নিয়ে চলবেন।

০৮ ১৫
Five Zodiac Signs Likely to Achieve Exceptional Career Growth in 2026

বৃষ: পেশার দিক দিয়ে ২০২৬ সাল বৃষ রাশির জাতক-জাতিকাদেরও ভালই কাটবে। ভাগ্যে অত্যন্ত শুভ যোগ দেখা যাচ্ছে। পরিশ্রমের যোগ্য সম্মান পাবেন। তবে কেবল পরিশ্রম করলেই হবে না। নিজের স্বাচ্ছন্দ্যের ঘেরাটোপের বাইরে বেরিয়ে কাজ করতে হবে। তা হলেই সফলতাকে ছুঁতে পারবেন।

০৯ ১৫
Five Zodiac Signs Likely to Achieve Exceptional Career Growth in 2026

ব্যবসা হোক বা চাকরি, উভয় ক্ষেত্রেই বৃষ রাশির জাতক-জাতিকাদের চেনা বৃত্তের বাইরে বেরিয়ে নিজেকে মেলে ধরতে হবে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। কাজের নতুন কৌশল আয়ত্ত করলে সফলতা লাভের সম্ভাবনা দ্বিগুণ হবে। কুয়োর ব্যাঙ হয়ে থাকলে অগ্রগতির সুযোগ হাতছাড়া হতে পারে।

১০ ১৫
Five Zodiac Signs Likely to Achieve Exceptional Career Growth in 2026

মিথুন: নতুন বছরে পেশার ক্ষেত্রে মিথুন রাশির জাতক-জাতিকারাও খুব ভাল ফল পাবেন। তবে বছরের প্রথম থেকেই যে খুব ভাল ফল পাবেন তা নয়। বছরের মাঝামাঝি সময় থেকে ভাগ্যের পরিবর্তন দেখতে পাবেন। ধৈর্য হারালে চলবে না। নিজের উপর বিশ্বাস রেখে পরিশ্রম করে যেতে হবে। ফল নিশ্চয়ই পাবেন।

১১ ১৫
Five Zodiac Signs Likely to Achieve Exceptional Career Growth in 2026

কিন্তু মিথুন রাশির ব্যক্তিদের উন্নতির ক্ষেত্রে বাধা হতে পারে তাঁদের আবেগ। তাই সেটিকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। না হলে ভালবাসার ফাঁদে পড়ে টাকাপয়সা খোয়া যাওয়ার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। সেই বিষয়ে একটু সতর্ক থাকুন।

১২ ১৫
Five Zodiac Signs Likely to Achieve Exceptional Career Growth in 2026

সিংহ: প্রযুক্তিগত ভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারলে ২০২৬-এ সিংহ রাশির জাতক-জাতিকারাও খুব ভাল ফল পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসবে। সেই সুযোগ আপনাকে কর্মক্ষেত্রে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। ফেব্রুয়ারির পর থেকে আপনাদের ভাগ্য ঘুরবে। আশাতীত ফল পাবেন।

১৩ ১৫
Five Zodiac Signs Likely to Achieve Exceptional Career Growth in 2026

তবে প্রযুক্তিগত দিক থেকে নিজেকে না এগিয়ে নিয়ে গেলে ভাল ফল পাবেন না। তা হলে অগ্রগতি আটকে যেতে পারে। কাজের নতুন কৌশল আয়ত্ত করতে পারলে নেতৃত্বদানের সুযোগ পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে।

১৪ ১৫
Five Zodiac Signs Likely to Achieve Exceptional Career Growth in 2026

কন্যা: মানসিক দৃঢ়তা বজায় রেখে চললে কন্যা রাশির ব্যক্তিরা ২০২৬-এ কর্মক্ষেত্রে খুব ভাল ফল পেতে পারেন। আত্মবিশ্বাস ভাঙতে দিলে চলবে না। নিজের উপর বিশ্বাস বজায় রেখে চলতে হবে। চেনা ছকের বাইরে বেরিয়ে নতুন নতুন জিনিসের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে হবে। তা হলে আরও ভাল ফল পাবেন।

১৫ ১৫
Five Zodiac Signs Likely to Achieve Exceptional Career Growth in 2026

২০২৬-এ কন্যা রাশির জাতক-জাতিকারা নিজেদের স্বাচ্ছন্দ্যের বৃত্তের বাইরে বেরিয়ে কাজ করুন। নানা ধরনের জিনিস করে দেখার চেষ্টা করুন। সবেতেই যে সেরা হতে হবে এমন কোনও ব্যাপার নেই। তবে নানা রকম জিনিসে আগ্রহ দেখালেই সফলতা পাবেন বলে মনে করা হচ্ছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy