Advertisement
০৮ মে ২০২৪
কবাডি বিশ্বকাপ নিয়ে সহবাগের টুইট-যুদ্ধ

আরও এক বার কবাডি বিশ্বকাপ ভারতের হাতে

চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন। গর্জনটা শুরু হয়েছিল আমদাবাদের দ্য এরিনায়। তার পর যেন ছড়িয়ে পড়ল দূরে...আরও দূরে। লড়াইটা শুরু হয়েছিল কোর্টে। আস্তে আস্তে যে লড়াইয়ে মিলে মিশে গেল গোটা দেশ।

ছবি :সংগৃহীত।

ছবি :সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ০৩:৪০
Share: Save:

চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন। গর্জনটা শুরু হয়েছিল আমদাবাদের দ্য এরিনায়। তার পর যেন ছড়িয়ে পড়ল দূরে...আরও দূরে।

লড়াইটা শুরু হয়েছিল কোর্টে। আস্তে আস্তে যে লড়াইয়ে মিলে মিশে গেল গোটা দেশ। যে লড়াইয়ে একাত্ম হয়ে গেলেন সুপারস্টার ক্রিকেটার থেকে মেগা ফিল্মস্টার, দেশের প্রধানমন্ত্রী থেকে অলিম্পিক্স পদকজয়ী ক্রীড়াবিদ। সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে লড়াই শুরু হয়ে গেল দু’দেশের সেলিব্রিটিদের মধ্যেও।

আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন। আরও এক বার কবাডি বিশ্বকাপ ভারতের হাতে। অপ্রত্যাশিত একেবারেই নয়। আসলে এর আগে দু’ধরনের ফর্ম্যাট মিলিয়ে সাত বার কবাডির বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়েছে। সাত বারই জিতেছিল ভারত। তাই ধরে নেওয়া হয়েছিল, এ বারও তাই হবে। এবং তাই-ই হল।

অপ্রত্যাশিত হল যে ভাবে গোটা দেশ এক সঙ্গে হুঙ্কার দিল কবাডি প্লেয়ারদের সঙ্গে গলা মিলিয়ে। শনিবার ফাইনালে প্রথমে এগিয়ে গিয়েছিল ইরান। বিরতিতে ১৩-১৮। কিন্তু স্টেডিয়াম থেকে সোশ্যাল মিডিয়া— ভারতীয় সমর্থকদের আওয়াজ কমেনি কখনও। ম্যাচের দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে অসাধারণ ভাবে ঘুরে দাঁড়ান অনুপ কুমাররা। রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসে ভারতই। খেলার ফল ভারতের পক্ষে ৩৮-২৯।

এর পরই শুরু হয়ে যায় অভিনন্দনের ঝড়। অমিতাভ বচ্চন তো রীতিমতো আপ্লুত। লিখেছেন, ‘‘অনেক অনেক বছর আগে আমাদের যে ময়ূর সিংহাসন নিয়ে গিয়েছিল, মনে হচ্ছে আজ সেটা ফেরত পেল ভারত।’’ সচিন তেন্ডুলকর আবার লিখেছেন, ‘‘অনেক অনেক শুভেচ্ছা ভারতীয় কবাডি টিমকে। যে ভাবে তোমরা নিজেদের স্কিল দেখিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছ, তাতে ভারত গর্বিত। তোমরা সত্যিই অসাধারণ।’’

অভিষেক বচ্চন ম্যাচ চলাকালীন প্রায় প্রতি মুহূর্তেই টুইট করে যাচ্ছিলেন। তিনি লিখেছেন, ‘‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স বেবি। কবাডি ওয়ার্ল্ড কাপ ২০১৬ ইন্ডিয়া, ইন্ডিয়া!! ইরান টিমের জন্য আমার সহানুভূতি রইল। গ্রেট ফাইনাল এবং সুপার টুর্নামেন্ট। ভারত হল কবাডির অন্যতম সেরা শক্তি।’’ অভিনন্দন জানান পিভি সিন্ধু থেকে শুরু করে আরও অনেকে।

তবে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া মাত্র অন্য যুদ্ধে নেমে পড়েন বীরেন্দ্র সহবাগ। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানকে আক্রমণ করে টুইট করেন, ‘‘ভারত কবাডি আবিষ্কার করেছিল আর এক বারও বিশ্বকাপ হারেনি। ও দিকে যে দেশ ক্রিকেট আবিষ্কার করেছিল, তারা এখন শুধু বানান শোধরানোয় ওস্তাদ।’’ যার পরে মর্গ্যানের পাল্টা, ‘‘কবাডি আবার স্পোর্টস কোথায়। এখানে তো কিছু প্রাপ্তবয়স্ক লোক দৌড়োয় আর একে অন্যকে থাপ্পড় মারে।’’ বোঝাই যাচ্ছে, দু’জনের মধ্যে অলিম্পিক্স থেকে চলে আসা ঠান্ডা লড়াই ক্রমে গরম হচ্ছে।

মোট আট বার কবাডি বিশ্বকাপ হয়েছে। তাতে আট বারই চ্যাম্পিয়ন ভারত। কবাডি বিশ্বকাপ দু’টো ফর্ম্যাটে হয়— স্ট্যান্ডার্ড স্টাইল এবং সার্কল স্টাইল। এ দিন স্ট্যান্ডার্ড স্টাইলেই চ্যাম্পিয়ন হল ভারত। মোট তিন বার এই ফর্ম্যাটে খেলা হয়েছে। তাতে তিন বারই ফাইনালে ভারত-ইরান মুখোমুখি হয়েছে। পাঁচ বার সার্কল স্টাইলের বিশ্বকাপেও প্রতিটিতে চ্যাম্পিয়ন অনুপ কুমাররা। অনুপ কুমার-অজয় ঠাকুরদের এই সাফল্যে এখন ভাসছে গোটা দেশই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kabaddi kabaddi world championship india
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE