Advertisement
E-Paper

ইপিএলের মতো টি-টোয়েন্টিতেও ফেভারিট হয় না, মত রোহিতের

সোমবার কলম্বোয় তিন দলের অধিনায়কদের সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, ‘‘নিজেদের ফেভারিট বলব না। কারণ, টি টোয়েন্টি ক্রিকেট এত অনিশ্চয়তায় ভরা যে, কোনও সময়ই আগে থেকে কিছু বলা যায় না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৮ ০৪:১৬
প্রস্তুতি: অনুশীলনে বল দখলের লড়াই ঋষভ পন্থ ও দীনেশ কার্তিকের। আজ প্রথম দলে উইকেটকিপারের দায়িত্ব পাওয়া নিয়েও দ্বৈরথ দু’জনের। ছবি: এপি

প্রস্তুতি: অনুশীলনে বল দখলের লড়াই ঋষভ পন্থ ও দীনেশ কার্তিকের। আজ প্রথম দলে উইকেটকিপারের দায়িত্ব পাওয়া নিয়েও দ্বৈরথ দু’জনের। ছবি: এপি

বাংলাদেশ, শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতবেন, টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামার চব্বিশ ঘণ্টা আগেও এমন কোনও আত্মবিশ্বাসের সুর শোনা গেল না ভারতের অধিনায়ক রোহিত শর্মার গলায়। তাই বলে অবশ্য ভাবার কোনও কারণ নেই যে, দলের ছেলেদের ওপর ভরসা রাখতে পারছেন না তিনি। সে যথেষ্ট রয়েছে। ভরসা নেই ক্রিকেটের এই ফর্ম্যাটের ওপর। টি-টোয়েন্টি এমনই যে, এখানে হার-জিতের কোনও দাবিদার বলে কিছু হয় না। যে কোনও ম্যাচে যে কোনও দল জিততে পারে। সেই জন্যই এই টুর্নামেন্টে জিতছেনই, এমন কথা জোর দিয়ে বলতে পারছেন না রোহিত।

সোমবার কলম্বোয় তিন দলের অধিনায়কদের সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, ‘‘নিজেদের ফেভারিট বলব না। কারণ, টি টোয়েন্টি ক্রিকেট এত অনিশ্চয়তায় ভরা যে, কোনও সময়ই আগে থেকে কিছু বলা যায় না। জেতার অবস্থায় থেকেও মাত্র দু-এক ওভারে ম্যাচ হাতছাড়া হয়ে যেতে পারে।’’ টি-টোয়েন্টি ক্রিকেটকে ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে তুলনা করে ভারত অধিনায়ক বলেন, ‘‘ইপিএলে যেমন যে কোনও দিন যে কোনও দলের কাছে হারতে বা জিততে পারে, টি-টোয়েন্টিও সে রকমই। এখানে কখন কী হবে কিছু বলা যায় না। মাঠে নেমে যে পরিস্থিতি অনুযায়ী ভাল খেলবে, সেই জয় পাবে।’’

টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ ও আয়োজক শ্রীলঙ্কাও। এই দুই দলকেই সমীহ করে রোহিত বলেন, ‘‘দু’দলই যথেষ্ট শক্তিশালী। তাই মনে হয় সব ম্যাচেই ভাল লড়াই হবে।’’ মঙ্গলবারই প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে। বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হবে তারা। বিরাট কোহালি, মহেন্দ্র সিংহ ধোনি, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরাকে ছাড়াই শ্রীলঙ্কায় দল নিয়ে গিয়েছেন। চোটের জন্য কুলদীপ যাদবকেও শ্রীলঙ্কায় আনতে পারেনি ভারতীয় দল। তবে এই নিয়ে খুব একটা দুশ্চিন্তায় নেই বলে জানালেন রোহিত। বলেন, ‘‘টানা ক্রিকেট খেলতে হয় আমাদের। তাই সবাইকেই ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম দেওয়া দরকার। দলের প্রয়োজনেই এটা করা হয়। পুরো শক্তির দল নিয়ে আসতে পারিনি বলে আমার কোনও আক্ষেপ নেই। দলকে নেতৃত্ব দেওয়াটা আমার কাছে সম্মানের। যে দলই হাতে থাকুক, আমি খুশি।’’

দলে এক ঝাঁক তরুণ ক্রিকেটার, যাঁদের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা তেমন নেই। রয়েছেন ঋষভ পন্থ, বিজয় শঙ্কর, মহম্মদ সিরাজ, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুরের মতো ভবিষ্যতের তারকারা। এই নিয়ে দলনেতা বলছেন, ‘‘২০১৫-র বিশ্বকাপের পর থেকে আমরা ধারাবাহিক ভাবে ভাল খেলছি। এখন আমাদের রিজার্ভ বেঞ্চও তৈরি হয়ে গিয়েছে। বেশ কিছু ভাল ক্রিকেটার সুযোগের অপেক্ষায় বসে রয়েছে। তাদের পরখ করা দরকার। আন্তর্জাতিক পর্যায়ে ওরা কতটা চাপ নিতে পারে, কতটা ভাল খেলতে পারে, এটা দেখা দরকার। ওদের সুযোগ না দিলে তো তা সম্ভব না। তাই এই পদক্ষেপ ইতিবাচক।’’ নজর রয়েছে আর একটা দিকেও। ধোনির অনুপস্থিতিতে প্রথম দলে উইকেটকিপারের দায়িত্ব কে পান তা নিয়ে। লড়াই ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিকের। সদ্য যিনি আইপিএলে কেকেআরের অধিনায়ক হয়েছেন।

২০১৮ নিদাহাস ট্রফি

• ৬ মার্চ, সন্ধে ৭টা- শ্রীলঙ্কা বনাম ভারত

• ৮ মার্চ, সন্ধে ৭টা- বাংলাদেশ বনাম ভারত

• ১০ মার্চ, সন্ধে ৭টা- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

• ১২ মার্চ সন্ধে ৭টা- শ্রীলঙ্কা বনাম ভারত

• ১৪ মার্চ, সন্ধে ৭টা- ভারত বনাম বাংলাদেশ

• ১৬ মার্চ সন্ধে ৭টা- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

• ১৮ মার্চ, সন্ধে ৭টা- ফাইনাল

সিরিজের দুই বিপক্ষ যে খুব শক্তিশালী, তা বলা যায় না। যদিও টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স উড়িয়ে দেওয়ার মতো। শ্রীলঙ্কা তাদের নতুনদের নিয়েই এই টুর্নামেন্টে নামছে। দুই বিপক্ষকেই সমীহ করছেন রোহিত। বলছেন, ‘‘প্রতিটা দলই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সামনে কে, সেটা বড় কথা নয়, আমাদের কাছে ধারাবাহিক ভাবে নিজেদের ভাল খেলাই বড় কথা।’’

মঙ্গলবারের শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত ও শিখর ধবন ওপেন করলে লোকেশ রাহুলের প্রথম এগারোয় জায়গা হওয়া কঠিন। সুরেশ রায়না ও মণীশ পাণ্ডে ফর্মে আছেন বলে তাঁদের তিন ও চার নম্বর জায়গা প্রায় পাকা। স্পিন বিভাগে যুজবেন্দ্র চহালের সঙ্গী হতে পারেন ওয়াশিংটন সুন্দর। একজন অলরাউন্ডার নেওয়া হলে বিজয় শঙ্করের খেলার সম্ভাবনা রয়েছে। একজন অতিরিক্ত পেসার খেলালে মহম্মদ সিরাজের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। তবে নতুন বল শার্দূল ও উনাদকাটের পাওয়ার সম্ভাবনা প্রবল।

Indian Cricket Team Rohit Sharma Cricket Nidahas Trophy T20
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy