Advertisement
E-Paper

অভিনব প্রশিক্ষণ সুনীলদের

২০১৮ বিশ্বকাপে নামার যোগ্যতা পেতে আক্ষরিক সামরিক প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় টিম! ওমানের বিরুদ্ধে যোগ্যতা অর্জনের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য তৈরি হতে কাঁটাতারে ঘোরা ট্রেঞ্চ হামাগুড়িতে পেরোনো থেকে শুরু করে শূন্যে দড়ি বেয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার কসরত— কী করলেন না সুনীল ছেত্রীরা! পুরোদস্তুর সেনা ট্রেনিং। যা এর আগে মহেন্দ্র সিংহ ধোনির ভারত করেছে। পোশাকি নামটা ‘টিম বিল্ডিং এক্সারসাইজ’। তবে ক্রিকেটে হলেও ভারতীয় ফুটবলে চিন্তাটা একেবারে অভিনব এবং এ দিন যা আমদানি হল জাতীয় কোচ স্টিভন কনস্ট্যানটাইনের উদ্যোগে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৫ ০২:৫২
বেঙ্গালুরুর সেনা প্রশিক্ষণ কেন্দ্রে পুরোদস্তুর সেনা ট্রেনিং নিলেন ভারতীয় ফুটবলাররা। দড়ি বেয়ে কসরত সুনীল ছেত্রীর।

বেঙ্গালুরুর সেনা প্রশিক্ষণ কেন্দ্রে পুরোদস্তুর সেনা ট্রেনিং নিলেন ভারতীয় ফুটবলাররা। দড়ি বেয়ে কসরত সুনীল ছেত্রীর।

২০১৮ বিশ্বকাপে নামার যোগ্যতা পেতে আক্ষরিক সামরিক প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় টিম!

ওমানের বিরুদ্ধে যোগ্যতা অর্জনের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য তৈরি হতে কাঁটাতারে ঘোরা ট্রেঞ্চ হামাগুড়িতে পেরোনো থেকে শুরু করে শূন্যে দড়ি বেয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার কসরত— কী করলেন না সুনীল ছেত্রীরা! পুরোদস্তুর সেনা ট্রেনিং। যা এর আগে মহেন্দ্র সিংহ ধোনির ভারত করেছে। পোশাকি নামটা ‘টিম বিল্ডিং এক্সারসাইজ’। তবে ক্রিকেটে হলেও ভারতীয় ফুটবলে চিন্তাটা একেবারে অভিনব এবং এ দিন যা আমদানি হল জাতীয় কোচ স্টিভন কনস্ট্যানটাইনের উদ্যোগে। দিনের শেষে উচ্ছ্বসিত কনস্ট্যানটাইন বলেছেন, ‘‘জীবনের যে কোনও ক্ষেত্রেই একটা সফল টিম গড়তে এমন লোকেদের লাগে, যারা প্রবল চাপেও মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারে। বাণিজ্য হোক, কর্পোরেট জগৎ বা খেলার দুনিয়া, সর্বত্র ব্যাপারটা এক। সেই জন্যই এই টিম বিল্ডিং এক্সারসাইজ।’’

কাঁটাতারে ঘেরা ট্রেঞ্চে হামাগুড়ি সুব্রত পালের।

ফুটবল টিমকে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে ট্রেনিংয়ের মতোই সেনা প্রশিক্ষণ দেওয়ার রেওয়াজ বিদেশে আছে। কিন্তু ভারতীয় ফুটবলে এটা একেবারে নতুন চিন্তা। এ দিন বেঙ্গালুরুর সেনা প্রশিক্ষণ কেন্দ্রে সেনা কমান্ডারদের তত্ত্বাবধানে একুশ ধরনের আলাদা আলাদা বাধার ‘বিপদ সঙ্কুল’ অবস্ট্যাকল কোর্স পার করলেন জাতীয় শিবিরে থাকা ফুটবলাররা। টিমস্পিরিট তৈরি হয়, এমন বেশ কিছু মজার খেলাতেও যোগ দিলেন সবাই মিলে।

বিশ্বকাপের জাতীয় শিবিরের ফাঁকে ফুটবলারদের নিয়ে একটা গোটা দিন এমন অন্য স্বাদের ট্রেনিংয়ে কাটানোর উদ্দেশ্যটা আরও স্পষ্ট করে দিয়ে কনস্ট্যান্টাইন বলেছেন, ‘‘ছেলেদের এমন চাপের পরিস্থিতিতে ফেলতে চেয়েছিলাম যা শারীরিক ও মানসিক ভাবে ওদের একেবারে ভেঙে দিতে পারে। সেই জায়গা থেকে যারা বেরিয়ে আসবে তারাই চ্যাম্পিয়ন। এমন চাপ তৈরির জন্য সামরিক ট্রেনিংয়ের চেয়ে ভাল আর কী আছে?’’

কনস্ট্যানটাইন বলেছেন, ‘‘ওমান ভাল টিম। ওদের বিরুদ্ধে ঘরের মাঠেও ছেলেরা প্রবল চাপে থাকবে। এই প্রশিক্ষণ ফুটবলারদের মানসিক আর শারীরিক, দুই দিক থেকেই আরও মজবুত করবে। পারস্পরিক আস্থার জায়গাটাও দৃঢ় হবে।’’

ছবি: পিটিআই।

উত্তর কলকাতা উদয়ের পথে আয়োজিত সংবর্ধনা সভায় রবিবার মোহনবাগান কোচ সঞ্জয় সেন, কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়, শিল্টন পাল ও সনি নর্ডি। —নিজস্ব চিত্র।

indian soccer team army training india vs oman india pre world cup sunil chhetri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy