Advertisement
১৮ মে ২০২৪
শুরু বিশ্বকাপ অভিযান

ঝুলনদের সামনে আজ বাংলাদেশ

মাঠে নামার আগেই ধরা হচ্ছে তাঁরা অন্ততপক্ষে শেষ চারে যাচ্ছেনই। ভারতের মেয়েদের সাম্প্রতিক ফর্মের উপর বাজি রেখে এমনটাই ভবিষ্যদ্বাণী বিশেষজ্ঞদের। মঙ্গলবার মহেন্দ্র সিংহ ধোনিদের অভিযান শুরুর পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে নামছেন ঝুলন গোস্বামীরাও। বাংলাদেশের বিরুদ্ধে বেঙ্গালুরুতে।

সেলফির মুডে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা। ছবি: পিটিআই।

সেলফির মুডে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা। ছবি: পিটিআই।

বেঙ্গালুরু শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ০৩:৫১
Share: Save:

মাঠে নামার আগেই ধরা হচ্ছে তাঁরা অন্ততপক্ষে শেষ চারে যাচ্ছেনই। ভারতের মেয়েদের সাম্প্রতিক ফর্মের উপর বাজি রেখে এমনটাই ভবিষ্যদ্বাণী বিশেষজ্ঞদের। মঙ্গলবার মহেন্দ্র সিংহ ধোনিদের অভিযান শুরুর পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে নামছেন ঝুলন গোস্বামীরাও। বাংলাদেশের বিরুদ্ধে বেঙ্গালুরুতে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ আর শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ সিরিজ জয় তো আছেই। সঙ্গে ক্যাপ্টেন মিতালি রাজের এ বার ভরসা কিছুটা তাঁর দলের অভি়জ্ঞতাও। ভারতের মেয়েদের সাত জন ২০১৪ বিশ্বকাপের দলেও ছিলেন। বিশেষ করে ঝুলন ও হরমনপ্রীত কাউর তো শেষ চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপই খেলেছেন। মিতালি নিজেও ভারতের সর্বোচ্চ রান শিকারি, যাঁর টি-টোয়েন্টিতে হাজারের উপর রান রয়েছে। মিতালি আর হরমনপ্রীতও দারুণ ফর্মে আছেন।

এ ছাড়া ভারতের বড় অস্ত্র চোট সারিয়ে ফেরা ঝুলন। এই ফর্ম্যাটে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারির (৪৪) পাশাপাশি লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে ঝুলনের স্ট্রাইক রেট ৯৯.৬৭। বোলিং বিভাগে ঝুলন ছাড়া একতা বিস্ত ও অনুজা পাটিলের উপর বেশির ভাগ দায়িত্ব থাকছে। শ্রীলঙ্কা সিরিজে একতা সাতটি উইকেট নিয়েছিলেন। শেষ সাতটি ম্যাচে তিনি নিয়েছেন ১১ উইকেট। তবে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে হারানো জাহানারা আলমের নেতৃত্বে বাংলাদেশও প্রথম ম্যাচে নামার আগে কিন্তু ফুটছে। ঝুলনদের সামনে জাহানারারা কতটা চ্যলেঞ্জ তুলে ধরতে পারেন সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ICC Women’s World T20 Bangladesh india cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE