চারে চার করে বিশ্বকাপের শেষ চারের দিকে পা বাড়িয়ে রাখলেন ভারতের মেয়েরা। বৃহস্পতিবার ডার্বিতে দীপ্তি শর্মা ও মিতালি রাজ জুটির ব্যাটিং দাপটের পরে ঝুলন, পুনমদের বোলিংয়ের সামনে সে ভাবে লড়াই করতে পারল না শ্রীলঙ্কা। ভারতের ২৩২-৮-এর জবাবে শ্রীলঙ্কা ৫০ ওভারে ২১৬-৭-এ শেষ। হারল ১৬ রানে।
এই নিয়ে টানা চার ম্যাচে জিতল ভারত। আট দেশের এই বিশ্বকাপে ভারত ছাড়া শুধু অস্ট্রেলিয়াই টানা চার ম্যাচ জিতেছে। তবে নেট রান রেটে অস্ট্রেলিয়ার চেয়ে পিছনে রয়েছেন মিতালি রাজরা। বুধবারের পরে ভারত দু’নম্বরে থাকলেও সেমিফাইনালের অনেক কাছেই পৌঁছে গিয়েছে। এ দিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিতালি। ৩৮ রানের মধ্যে তাঁদের দুই ওপেনার পুনম রাউত ও স্মৃতি মানধানা ফিরে যাওয়ার পরে ব্যাটিংয়ের হাল ধরেন মিতালি এবং দীপ্তি। ১১৮ রানের পার্টনারশিপ গড়েন এই দুই ব্যাটসম্যান। দীপ্তি দশটা চার মারেন ও মিতালি চারটে। দু’জনের স্ট্রাইক রেট যদিও কম। কিন্তু বিপক্ষের বোলারদের হতাশ করে তোলার পক্ষে যথেষ্ট।
আরও পড়ুন: কোচের দৌঁড়ে সব দিকেই এগিয়ে রবি