Advertisement
E-Paper

ভারত-পাক টেস্ট হয়তো অন্যত্র

একটা মহারণের আবহের মধ্যে অবশ্য ভবিষ্যতের মহারণ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ভারত-পাকিস্তান দ্বৈরথের ভবিষ্যৎ কী? এমনিতেই দু’দেশের সম্পর্ক খুবই খারাপ জায়গায় পৌঁছেছে। এই অবস্থায় দু’দেশের মধ্যে ক্রিকেট কেন, কোনও খেলাই হচ্ছে না।

সুমিত ঘোষ

শেষ আপডেট: ০৩ জুন ২০১৭ ০৩:৩৬

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনার মিটার চড়তে শুরু করে দিয়েছে। ইংল্যান্ডের নানা জায়গা থেকে তো বটেই, এমনকী কিনিয়া থেকে ছেলেকে নিয়ে ম্যাচ দেখার জন্য চলে আসা যুবকেরও দেখা পাওয়া গেল। বললেন, ইন্টারনেটে গোল্ড টিকিট কেটেছেন ৫০ পাউন্ড দিয়ে। ছেলের প্রিয় ক্রিকেটারের নাম? মহেন্দ্র সিংহ ধোনি।

তেমনই আর একটি পরিবারের দেখা পাওয়া গেল, যাঁরা তিন, সাড়ে তিন ঘণ্টা ড্রাইভ করে আসছেন বার্মিংহামের টিম হোটেলে। অবাক করার মতো তথ্য হচ্ছে, প্রত্যেক দিনই তাঁরা গাড়ি চালিয়ে আসছেন। বিরাট কোহালি, ধোনিদের সাক্ষাৎ যদি পাওয়া যায়। আর যে হেতু কোহালির নেতৃত্বে ঘরের গুমোট পরিবেশে বসে না থেকে খোলা হাওয়ায় ঘুরে বেড়ানোর দর্শনকে গুরুত্ব দেওয়া হচ্ছে, ভক্তরাও তাতে উপকৃত হচ্ছেন। হোটেলের লবিতে বসে থাকলে ক্রিকেটারদের দেখা মিলবেই। কোহালি, ধোনিরা অটোগ্রাফ, সেলফি বিলিয়েও যাচ্ছেন দেদার।

একটা মহারণের আবহের মধ্যে অবশ্য ভবিষ্যতের মহারণ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ভারত-পাকিস্তান দ্বৈরথের ভবিষ্যৎ কী? এমনিতেই দু’দেশের সম্পর্ক খুবই খারাপ জায়গায় পৌঁছেছে। এই অবস্থায় দু’দেশের মধ্যে ক্রিকেট কেন, কোনও খেলাই হচ্ছে না।

দু’দেশের ক্রিকেট কর্তারা যদিও একেবারে হাল ছেড়ে দিচ্ছেন না। সরকার অনুমতি দিলে বোর্ড কর্তাদের খেলতে আপত্তি নেই। এখন চেষ্টা হচ্ছে, নিরপেক্ষ কেন্দ্রে যদি ভারত-পাক টেস্ট ম্যাচ করা যায়। সেই নিরপেক্ষ কেন্দ্র হিসেবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার নাম রয়েছে।

আরও পড়ুন: শুরুতেই শেষ ক্রিস ওকসের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান

শুক্রবার টিম হোটেলে দেখা গেল শাহরিয়র খান বসে আছেন। ভারত-পাক ম্যাচের জন্যই এসেছেন। শাহরিয়র বললেন, ‘‘আমি এখনই কিছু আশা করছি না। মনে হয় না এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তান ক্রিকেট হবে বলে।’’ তবে তিনি বলে দিচ্ছেন, পাকিস্তান শেষ কয়েক বার খেলে গিয়েছে ভারতে এসে। এ বার ভারতকে খেলতে যেতে হবে। সেই ম্যাচ হতে পারে নিরপেক্ষ কেন্দ্রেও। ‘‘আমরা যে কোনও জায়গায় খেলতে রাজি আছি। ভারতকে সিদ্ধান্ত নিক।’’

দুবাইয়ের বৈঠকে ফলপ্রসু কিছু ঘটেনি। তবে এই মর্মে দু’দেশের কর্তাদের মধ্যে কথা হয়েছে। সেখানেই নিরপেক্ষ কেন্দ্র হিসেবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার নাম উঠে এসেছে যে হেতু ভারত দুবাইয়ে খেলার ব্যাপারে খুব একটা আগ্রহী নয়।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও দুবাই বা সংযুক্ত আরব আমিরশাহি নিয়ে আপত্তি থাকতে পারে। অতীতে শারজা এবং মরুশহরে ক্রিকেট ম্যাচে গড়াপেটার মারাত্মক অভিযোগ উঠেছে। দুবাইয়ে আইপিএলের ম্যাচ হয়ে থাকলেও ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ করার ব্যাপারে খুব সায় নেই ভারতের। যদিও শাহরিয়র ওঠার আগে বলে গেলেন, ‘‘চেষ্টা হবে। কিন্ত ম্যাচ হওয়ার ব্যাপারে খুব আশাবাদী এখনই হতে পারছি না।’’ তবে পাক ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যানের কথাবার্তা শুনে বোঝা গেল, দু’দেশের কর্তাদের মধ্যে টেনশন কিছু কমেছে। মামলা-মোকদ্দমার সেই পরিস্থিতি দুবাই আলোচনার পরে আর নেই।

সকালের প্র্যাকটিসে অবশ্য ভারতীয় ব্যাটসম্যানদের দেখে মনে হল, পাক পেসারদের তাঁরা মোটেও বন্ধু বলে ভাবতে পারবেন না। ইংল্যান্ডে খেলতে আসা ভারতীয় দলে কোনও বাঁ হাতি পেসার নেই। ওদিকে পাকিস্তানে তিন জনই বাঁ হাতি পেসার। অনেক লড়াই করে তবু এ দিন ভাল প্র্যাকটিসের জায়গাটার বন্দোবস্ত করা গিয়েছিল। বৃষ্টি এসে যাওয়ায় ইন্ডোরে চলে যেতে হল। সেখানে রবীন্দ্র জাডেজাকে দেখা গেল বাঁ হাতে পেস বোলিং করছেন। কোহালিরা যাতে মহম্মদ আমিরদের খেলার মহড়াটা সারতে পারেন।

যদিও রবিবারের ভারত-পাক ম্যাচের সেরা চমক হতে পারেন সচিন তেন্ডুলকর। শোনা যাচ্ছে, কমেন্ট্রি বক্সে অভিষেক ঘটছে সচিনের। তিনি নাকি হিন্দিতে ধারাভাষ্য দিতে রাজি হয়েছেন। বিস্ময় বালক হিসেবে তাঁর উদয় ঘটেছিল যে দলের বিরুদ্ধে এ বার তাদের সঙ্গেই কমেন্ট্রি বক্সের নতুন ইনিংস শুরু করার অপেক্ষা।

Cricket India-Pakistan Test Cricket ভারত পাকিস্তান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy