Advertisement
২০ এপ্রিল ২০২৪

শনিবারের খেল, ইডেনের কিছু রংবেরঙের মুহূর্ত

ঝুম বরাবর ঝুম! নাইট-সুন্দরীরা দলের হয়ে দর্শকদের উত্সাহ যোগাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ১৯:২২
Share: Save:
০১ ০৯
ঝুম বরাবর ঝুম! নাইট-সুন্দরীরা দলের হয়ে দর্শকদের উত্সাহ যোগাচ্ছেন। ছবি: সুদীপ্ত ভৌমিক।

ঝুম বরাবর ঝুম! নাইট-সুন্দরীরা দলের হয়ে দর্শকদের উত্সাহ যোগাচ্ছেন। ছবি: সুদীপ্ত ভৌমিক।

০২ ০৯
খেলার ফাঁকে। একটু জিরিয়ে নেওয়া। ছবি: সুদীপ্ত ভৌমিক।

খেলার ফাঁকে। একটু জিরিয়ে নেওয়া। ছবি: সুদীপ্ত ভৌমিক।

০৩ ০৯
দলকে চিয়ার আপ করতে তিনি সব সময়ই হাজির থাকেন। ইডেনেও হাজির কিংস-এর মালিক প্রীতি জিন্টা। ছবি: সুদীপ্ত ভৌমিক।

দলকে চিয়ার আপ করতে তিনি সব সময়ই হাজির থাকেন। ইডেনেও হাজির কিংস-এর মালিক প্রীতি জিন্টা। ছবি: সুদীপ্ত ভৌমিক।

০৪ ০৯
উইকেট নেওয়ার পর সতীর্থদের সতীর্থদের সঙ্গে কিংস ইলেভেনের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। ছবি: সুদীপ্ত ভৌমিক।

উইকেট নেওয়ার পর সতীর্থদের সতীর্থদের সঙ্গে কিংস ইলেভেনের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। ছবি: সুদীপ্ত ভৌমিক।

০৫ ০৯
ইডেনে ক্রিস লিনের ধুন্ধুমার ব্যাটিং। ব্যাটিংয়ের ফাঁকেই লিনের সঙ্গে বোঝাপড়া সেরে নিচ্ছেন অধিনায়ক কার্তিক। ছবি: সুদীপ্ত ভৌমিক।

ইডেনে ক্রিস লিনের ধুন্ধুমার ব্যাটিং। ব্যাটিংয়ের ফাঁকেই লিনের সঙ্গে বোঝাপড়া সেরে নিচ্ছেন অধিনায়ক কার্তিক। ছবি: সুদীপ্ত ভৌমিক।

০৬ ০৯
কিংস ইলেভেনের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স ক্রিস লিনের। চারটে ওভার বাউন্ডারি ও ৬টা বাউন্ডারি সহযোগে ৭৪ রান রান করেন। ছবি: সুদীপ্ত ভৌমিক।

কিংস ইলেভেনের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স ক্রিস লিনের। চারটে ওভার বাউন্ডারি ও ৬টা বাউন্ডারি সহযোগে ৭৪ রান রান করেন। ছবি: সুদীপ্ত ভৌমিক।

০৭ ০৯
কম যায়নি রবীন উথাপ্পার ব্যাটিংও।  ২৩ বলে ৩৪ রান করে অশ্বিনের বলে আউট হন। ছবি: সুদীপ্ত ভৌমিক।

কম যায়নি রবীন উথাপ্পার ব্যাটিংও। ২৩ বলে ৩৪ রান করে অশ্বিনের বলে আউট হন। ছবি: সুদীপ্ত ভৌমিক।

০৮ ০৯
উথাপ্পাকে আউট করার পর উচ্ছ্বাস অশ্বিনদের। ছবি: সুদীপ্ত ভৌমিক।

উথাপ্পাকে আউট করার পর উচ্ছ্বাস অশ্বিনদের। ছবি: সুদীপ্ত ভৌমিক।

০৯ ০৯
নাহ! আজ হল না! ইডেন দেখতে পেল না রাসেল ঝড়। ১০ রানেই আউট হয়ে হতাশ হয়ে প্যাভিলিয়নের পথে অ্যান্ড্রু রাসেল। ছবি: সুদীপ্ত ভৌমিক।

নাহ! আজ হল না! ইডেন দেখতে পেল না রাসেল ঝড়। ১০ রানেই আউট হয়ে হতাশ হয়ে প্যাভিলিয়নের পথে অ্যান্ড্রু রাসেল। ছবি: সুদীপ্ত ভৌমিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE