Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার হারের পাঁচ কারণ

আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার রেকর্ড এমনিতেই খারাপ। সেই রেকর্ড আরও কিছুটা খারাপ হল রবিবার বিকেলে। নাইটদের ১৩ রানে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকল মুম্বই ইন্ডিয়ান্স। ঠিক কোন জায়গায় কার্তিকদের মাত দিলেন রোহিত শর্মারা? দেখে নেওয়া যাক এক নজরে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ মে ২০১৮ ১৩:১১
Share: Save:
০১ ০৬
আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার রেকর্ড এমনিতেই খারাপ। সেই রেকর্ড আরও কিছুটা খারাপ হল রবিবার বিকেলে। নাইটদের ১৩ রানে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকল মুম্বই ইন্ডিয়ান্স। ঠিক কোন জায়গায় কার্তিকদের মাত দিলেন রোহিত শর্মারা? দেখে নেওয়া যাক এক নজরে। ছবি: এএফপি।

আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার রেকর্ড এমনিতেই খারাপ। সেই রেকর্ড আরও কিছুটা খারাপ হল রবিবার বিকেলে। নাইটদের ১৩ রানে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকল মুম্বই ইন্ডিয়ান্স। ঠিক কোন জায়গায় কার্তিকদের মাত দিলেন রোহিত শর্মারা? দেখে নেওয়া যাক এক নজরে। ছবি: এএফপি।

০২ ০৬
মুম্বইয়ের দুই ওপেনারকে আটকাতে না পারা কেকেআরের বড় ব্যর্থতা। এ দিন নাইটদের বাতিল সূর্যকুমার যাদব ৩৯ বলে ৫৯ এবং এভিন লিউইস ২৮ বলে ৪৩ রানের ইনিংস খেলে যান। ওপেনিং জুটিতে ৯১ রান ওঠে। ছবি: এএফপি।

মুম্বইয়ের দুই ওপেনারকে আটকাতে না পারা কেকেআরের বড় ব্যর্থতা। এ দিন নাইটদের বাতিল সূর্যকুমার যাদব ৩৯ বলে ৫৯ এবং এভিন লিউইস ২৮ বলে ৪৩ রানের ইনিংস খেলে যান। ওপেনিং জুটিতে ৯১ রান ওঠে। ছবি: এএফপি।

০৩ ০৬
এ দিন কেকেআরের বোলিং আক্রমণ সম্পূর্ণ ব্যর্থ হয়। তাদের প্রধান শক্তি স্পিনকে ভোঁতা করে দেন মুম্বইয়ের ব্যাটসম্যানরা। এক রাসেল কিছুটা ভাল বল করেন। তিন স্পিনারের মধ্যে উইকেট পান একমাত্র নারাইন। ছবি: এএফপি।

এ দিন কেকেআরের বোলিং আক্রমণ সম্পূর্ণ ব্যর্থ হয়। তাদের প্রধান শক্তি স্পিনকে ভোঁতা করে দেন মুম্বইয়ের ব্যাটসম্যানরা। এক রাসেল কিছুটা ভাল বল করেন। তিন স্পিনারের মধ্যে উইকেট পান একমাত্র নারাইন। ছবি: এএফপি।

০৪ ০৬
ওপেনিং জুটিতে রান না ওঠা কেকেআরের হারের অন্যতম কারণ। কার্তিকরা হঠাত্ কেন শুভমান গিলকে দিয়ে ওপেন করাতে গেল বোঝা গেল না। তিনি তো রান পেলেনই না, অনেক নীচে নেমে ব্যর্থ হলেন নারাইনও। ব্যর্থ হন ক্রিস লিনও। ছবি: এএফপি।

ওপেনিং জুটিতে রান না ওঠা কেকেআরের হারের অন্যতম কারণ। কার্তিকরা হঠাত্ কেন শুভমান গিলকে দিয়ে ওপেন করাতে গেল বোঝা গেল না। তিনি তো রান পেলেনই না, অনেক নীচে নেমে ব্যর্থ হলেন নারাইনও। ব্যর্থ হন ক্রিস লিনও। ছবি: এএফপি।

০৫ ০৬
মুম্বইয়ের আঁটোসাঁটো বোলিং কেকেআর ব্যাটসম্যানদের সে ভাবে মাথা তুলতেই দেয়নি। মাঝের ওভারগুলিতে রানের গতি অনেক কমে যায়। দুর্দান্ত বোলিং করেন হার্দিক পাণ্ড্য। ছবি: এএফপি।

মুম্বইয়ের আঁটোসাঁটো বোলিং কেকেআর ব্যাটসম্যানদের সে ভাবে মাথা তুলতেই দেয়নি। মাঝের ওভারগুলিতে রানের গতি অনেক কমে যায়। দুর্দান্ত বোলিং করেন হার্দিক পাণ্ড্য। ছবি: এএফপি।

০৬ ০৬
এ দিন হারলেই গত বারের চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত ছিল। তাই মুম্বই ইন্ডিয়ান্স জিততে মরিয়া ছিল। সেই নাছোড় মনোভাবের কাছেই হারতে হল নাইটদের। ছবি: এএফপি।

এ দিন হারলেই গত বারের চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত ছিল। তাই মুম্বই ইন্ডিয়ান্স জিততে মরিয়া ছিল। সেই নাছোড় মনোভাবের কাছেই হারতে হল নাইটদের। ছবি: এএফপি।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE