Advertisement
১৮ এপ্রিল ২০২৪
IPL

আইপিএলে অবিক্রিত ক্রিকেটারদের এই সেরা একাদশ চ্যালেঞ্জে ফেলবে যে কোনও দলকে

এঁদের কেউ এক সময়ের বিশ্ব কাঁপানো ওপেনার তো কেউ ভয় ধরানো পেসার। কিন্তু তারুণ্যের চাপে আইপিএল নিলামে ঠাঁই হয়নি। সেই বাতিলদের নিয়ে একাদশ তৈরি করলে তারা কড়া চ্যালেঞ্জে ফেলে দেবে যে কোনও দলকেই। দেখে নেওয়া যাক কেমন হবে সেই বাতিলদের একাদশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ১০:০৩
Share: Save:
০১ ১২
এঁদের কেউ এক সময়ের বিশ্ব কাঁপানো ওপেনার তো কেউ ভয় ধরানো পেসার। কিন্তু তারুণ্যের চাপে আইপিএল নিলামে ঠাঁই হয়নি। সেই বাতিলদের নিয়ে একাদশ তৈরি করলে তারা কড়া চ্যালেঞ্জে ফেলে দেবে যে কোনও দলকেই। দেখে নেওয়া যাক কেমন হবে সেই বাতিলদের একাদশ।

এঁদের কেউ এক সময়ের বিশ্ব কাঁপানো ওপেনার তো কেউ ভয় ধরানো পেসার। কিন্তু তারুণ্যের চাপে আইপিএল নিলামে ঠাঁই হয়নি। সেই বাতিলদের নিয়ে একাদশ তৈরি করলে তারা কড়া চ্যালেঞ্জে ফেলে দেবে যে কোনও দলকেই। দেখে নেওয়া যাক কেমন হবে সেই বাতিলদের একাদশ।

০২ ১২
অ্যালেক্স হেলস: ওপেনার হিসেবে ইংল্যান্ডের ক্রিকেটারটিকে রাখা চলে। টি২০তে ১৩৬ এর উপর স্ট্রাইক রেটের এই ব্যাটসম্যানের একটি অপরাজিত সেঞ্চুরিও রয়েছে।

অ্যালেক্স হেলস: ওপেনার হিসেবে ইংল্যান্ডের ক্রিকেটারটিকে রাখা চলে। টি২০তে ১৩৬ এর উপর স্ট্রাইক রেটের এই ব্যাটসম্যানের একটি অপরাজিত সেঞ্চুরিও রয়েছে।

০৩ ১২
ব্রেন্ডন ম্যাকালাম: এ বারের নিলামে দল না পাওয়ার তালিকায় এই নামটা বোধ হয় সব থেকে চমকপ্রদ। প্রথম আইপিএলে কলকাতার হয়ে তাঁর সেই শতরান এখনও টুর্নামেন্টের অন্যতম সেরা। কুড়ি ওভারের ক্রিকেটে ৩৭ বছরের ম্যাকালাম এখনও সত্যিই বড় নাম।

ব্রেন্ডন ম্যাকালাম: এ বারের নিলামে দল না পাওয়ার তালিকায় এই নামটা বোধ হয় সব থেকে চমকপ্রদ। প্রথম আইপিএলে কলকাতার হয়ে তাঁর সেই শতরান এখনও টুর্নামেন্টের অন্যতম সেরা। কুড়ি ওভারের ক্রিকেটে ৩৭ বছরের ম্যাকালাম এখনও সত্যিই বড় নাম।

০৪ ১২
মনোজ তিওয়ারি: দল পাননি বাংলার অধিনায়কও। আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম ভাগ্যহীন ক্রিকেটার বলা হয় তাঁকে। সেঞ্চুরি করেও বাদ পড়েছিলেন দল থেকে। মিডল অর্ডারের জন্য মনোজ অন্যতম পছন্দ।

মনোজ তিওয়ারি: দল পাননি বাংলার অধিনায়কও। আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম ভাগ্যহীন ক্রিকেটার বলা হয় তাঁকে। সেঞ্চুরি করেও বাদ পড়েছিলেন দল থেকে। মিডল অর্ডারের জন্য মনোজ অন্যতম পছন্দ।

০৫ ১২
সৌরভ তিওয়ারি: ২০১০-এর আইপিএলে মুম্বইয়ের হয়ে নজর কেড়েছিলেন। সে বার বেশ কয়েকটি চমকপ্রদ ইনিংসও ছিল সৌরভের। দ্রুত রান তোলার ক্ষমতা আছে।

সৌরভ তিওয়ারি: ২০১০-এর আইপিএলে মুম্বইয়ের হয়ে নজর কেড়েছিলেন। সে বার বেশ কয়েকটি চমকপ্রদ ইনিংসও ছিল সৌরভের। দ্রুত রান তোলার ক্ষমতা আছে।

০৬ ১২
রিজ়া হেন্ডরিক্স: দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারটিকে টি২০ স্কোয়াডের অন্যতম সেরা বলে অনেকে মনে করেন। দেশের হয়ে আন্তর্জাতিক-সহ বিভিন্ন টি২০ লিগ মিলিয়ে ইতিমধ্যেই খেলে ফেলেছেন শ’খানেকের বেশি ম্যাচ। মূলত ওপেনার হলেও মিডল অর্ডারেও ভালই খেলেন। স্ট্রাইক রেটও বেশ ভাল।

রিজ়া হেন্ডরিক্স: দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারটিকে টি২০ স্কোয়াডের অন্যতম সেরা বলে অনেকে মনে করেন। দেশের হয়ে আন্তর্জাতিক-সহ বিভিন্ন টি২০ লিগ মিলিয়ে ইতিমধ্যেই খেলে ফেলেছেন শ’খানেকের বেশি ম্যাচ। মূলত ওপেনার হলেও মিডল অর্ডারেও ভালই খেলেন। স্ট্রাইক রেটও বেশ ভাল।

০৭ ১২
নমন ওঝা: ২০০৯ থেকে আইপিএল খেললেও এ বার দল পাননি। এখনও পর্যন্ত ১১৩টি আইপিএল খেলা ওঝাকেই আমাদের এই দলে উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া হল।

নমন ওঝা: ২০০৯ থেকে আইপিএল খেললেও এ বার দল পাননি। এখনও পর্যন্ত ১১৩টি আইপিএল খেলা ওঝাকেই আমাদের এই দলে উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া হল।

০৮ ১২
ঋষি ধওয়ন: এই দলে দু’জন অলরাউন্ডার ডাক পেতে পারেন। এর মধ্যে এক জন ঋষি। ২০১৬ সালে শেষ বার আইপিএলের জার্সি পরেছিলেন।

ঋষি ধওয়ন: এই দলে দু’জন অলরাউন্ডার ডাক পেতে পারেন। এর মধ্যে এক জন ঋষি। ২০১৬ সালে শেষ বার আইপিএলের জার্সি পরেছিলেন।

০৯ ১২
পারভেজ রাসুল: জম্মু-কাশ্মীর থেকে উঠে আসা ক্রিকেটারটিকে ঘিরে এক সময় আশা তৈরি হয়েছিল। কিন্তু, ক্রমেই তিনি হতাশ করতে থাকেন নির্বাচকদের। এ বার আইপিএলেও দল পাননি। তিনি দলে থাকছেন স্পিনার অলরাউন্ডার হিসাবে।

পারভেজ রাসুল: জম্মু-কাশ্মীর থেকে উঠে আসা ক্রিকেটারটিকে ঘিরে এক সময় আশা তৈরি হয়েছিল। কিন্তু, ক্রমেই তিনি হতাশ করতে থাকেন নির্বাচকদের। এ বার আইপিএলেও দল পাননি। তিনি দলে থাকছেন স্পিনার অলরাউন্ডার হিসাবে।

১০ ১২
রাহুল শর্মা: স্পিনার হিসাবে দল থাকতে পারেন। ৪৪টি আইপিএল খেলা রাহুলের শেষ ম্যাচ ২০১৪ সালে।

রাহুল শর্মা: স্পিনার হিসাবে দল থাকতে পারেন। ৪৪টি আইপিএল খেলা রাহুলের শেষ ম্যাচ ২০১৪ সালে।

১১ ১২
ডেইল স্টেন: দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা পেসরটির দল না পাওয়া বেশ বিস্ময়ের। ফর্মে থাকলে একাই শেষ করে ফেলতে পারেন বিপক্ষকে।

ডেইল স্টেন: দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা পেসরটির দল না পাওয়া বেশ বিস্ময়ের। ফর্মে থাকলে একাই শেষ করে ফেলতে পারেন বিপক্ষকে।

১২ ১২
বিনয় কুমার: ভারতীয় দলের হয়ে বেশ কয়েকটা একদিনের ম্যাচ এবং টি২০ খেলা বিনয় কুমারও এ বার দল পাননি। তবে নিজের দিনে এখনও পেস ভেরিয়েশনে চমকে দিতে পারেন প্রতিপক্ষ ব্যাটসম্যানকে।

বিনয় কুমার: ভারতীয় দলের হয়ে বেশ কয়েকটা একদিনের ম্যাচ এবং টি২০ খেলা বিনয় কুমারও এ বার দল পাননি। তবে নিজের দিনে এখনও পেস ভেরিয়েশনে চমকে দিতে পারেন প্রতিপক্ষ ব্যাটসম্যানকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE