টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪৯ দিন আগে অধিনায়ককেই বরখাস্ত করে দিল ভারতের এক পড়শি দেশের ক্রিকেট বোর্ড। পরিবর্তে দায়িত্বে ফিরিয়ে আনা হল প্রাক্তন এক অধিনায়ককে।
শুক্রবার বিশ্বকাপের জন্য ২৫ জনের প্রাথমিক দল বেঝে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। বেশ কিছু দিন ধরে প্রত্যাশিত ফর্মে না থাকার জন্য টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে চরিথ আশালঙ্কাকে। পরিবর্তে অধিনায়ক করা হয়েছে দাসুন শনাকাকে। শ্রীলঙ্কার নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রমোদয় বিক্রমাসিংহে জানিয়েছেন, ‘‘আশালঙ্কার খারাপ ফর্ম এবং তিনটি বিশ্বকাপে শনাকার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। শনাকা দলের গুরুত্বপূর্ণ সদস্য। অভিজ্ঞ অলরাউন্ডার। আগের দফায় যখন নির্বাচক ছিলাম, তখন শনাকা অধিনায়ক ছিল। তখন আশালঙ্কাকে নিয়ে আমাদের দীর্ঘ পরিকল্পনা ছিল।’’
বিশ্বকাপের আগে আশালঙ্কাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে, তার আভাস মাস খানেক আগেই পাওয়া গিয়েছিল। নভেম্বরে শ্রীলঙ্কার প্রাক্তন প্রধান নির্বাচক উপুল থরঙ্গার কথায় আশালঙ্কাকে নিয়ে আশা ভঙ্গের ইঙ্গিত ছিল। পাকিস্তান সফরের মাঝ পথে অসুস্থতার কারণ দেখিয়ে আশালঙ্কাকে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
২০২৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫.৬০ গড়ে ১৫৬ রান করেছেন আশালঙ্কা। তাঁর স্ট্রাইক রেট ১২১.৮৮। অধিনায়ক হিসাবেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ২৫টি ম্যাচের মধ্যে জয় পেয়েছেন ১১টিতে। যদিও বিশ্বকাপের জন্য ২৫ জনের প্রাথমিক দলে আশালঙ্কাকে রেখেছেন শ্রীলঙ্কার নির্বাচকেরা। উল্লেখ্য, শ্রীলঙ্কা বিশ্বকাপের অন্যতম আয়োজক।