Advertisement
২৪ এপ্রিল ২০২৪
IPL 2019

টাকার খেলা আইপিএল, পুরস্কার মূল্য জানলে চোখ কপালে উঠবে

ঝাঁ চকচকে জার্সি, দেশবিদেশের ক্রিকেটারদের রমরমা। এ যেন সত্যিই চাঁদের হাট। গ্ল্যামারাস এই ট্রফির পুরস্কার মূল্যও কম ‘গ্ল্যামারাস’ নয় কিন্তু। আইপিএল ট্রফির সঙ্গে বিশাল অঙ্কের টাকাও পেল চ্যাম্পিয়ন দল-সহ অন্যান্যরা ।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০১৯ ১০:৩৯
Share: Save:
০১ ১৪
ঝাঁ চকচকে জার্সি, দেশবিদেশের ক্রিকেটারদের রমরমা। এ যেন সত্যিই চাঁদের হাট। গ্ল্যামারাস এই ট্রফির পুরস্কার মূল্যও কম ‘গ্ল্যামারাস’ নয় কিন্তু। আইপিএল ট্রফির সঙ্গে বিশাল অঙ্কের টাকাও পেল চ্যাম্পিয়ন দল-সহ অন্যান্যরা। গ্রাফিক: তিয়াসা দাস।

ঝাঁ চকচকে জার্সি, দেশবিদেশের ক্রিকেটারদের রমরমা। এ যেন সত্যিই চাঁদের হাট। গ্ল্যামারাস এই ট্রফির পুরস্কার মূল্যও কম ‘গ্ল্যামারাস’ নয় কিন্তু। আইপিএল ট্রফির সঙ্গে বিশাল অঙ্কের টাকাও পেল চ্যাম্পিয়ন দল-সহ অন্যান্যরা। গ্রাফিক: তিয়াসা দাস।

০২ ১৪
জয়ী দল মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হয়েছে ২০ কোটি টাকার চেক। এই অর্থের পঞ্চাশ শতাংশ পাবে জয়ী ফ্র্যাঞ্চাইজি আর বাকি পঞ্চাশ শতাংশ ক্রিকেটারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

জয়ী দল মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হয়েছে ২০ কোটি টাকার চেক। এই অর্থের পঞ্চাশ শতাংশ পাবে জয়ী ফ্র্যাঞ্চাইজি আর বাকি পঞ্চাশ শতাংশ ক্রিকেটারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

০৩ ১৪
রানার্স  দল চেন্নাই সুপার কিংস পেল ১২.৫ কোটি টাকার চেক। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির হাতে চেক তুলে দেওয়া হয়।

রানার্স  দল চেন্নাই সুপার কিংস পেল ১২.৫ কোটি টাকার চেক। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির হাতে চেক তুলে দেওয়া হয়।

০৪ ১৪
ম্যান অব দ্য ফাইনাল যশপ্রীত বুমরা পেলেন পাঁচ লক্ষ টাকা। চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে দু’উইকেট তুলে নিয়েছেন যশপ্রীত বুমরা।

ম্যান অব দ্য ফাইনাল যশপ্রীত বুমরা পেলেন পাঁচ লক্ষ টাকা। চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে দু’উইকেট তুলে নিয়েছেন যশপ্রীত বুমরা।

০৫ ১৪
হ্যারিয়ার সুপার স্ট্রাইকার অব দ্য সিজনের সম্মান আন্দ্রে রাসেলের। পুরস্কারের অর্থমূল্য ১ লক্ষ টাকা। এ ছাড়াও ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ সম্মানের জন্য আরও ১ লক্ষ টাকা পাচ্ছেন রাসেল। পেয়েছেন গাড়িও।

হ্যারিয়ার সুপার স্ট্রাইকার অব দ্য সিজনের সম্মান আন্দ্রে রাসেলের। পুরস্কারের অর্থমূল্য ১ লক্ষ টাকা। এ ছাড়াও ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ সম্মানের জন্য আরও ১ লক্ষ টাকা পাচ্ছেন রাসেল। পেয়েছেন গাড়িও।

০৬ ১৪
অরেঞ্জ ক্যাপের দাবিদার সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনিও পাচ্ছেন ১০ লক্ষ টাকা। ১২ ম্যাচে ৬৯২ রান করে অজি ওপেনার সবার আগে।

অরেঞ্জ ক্যাপের দাবিদার সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনিও পাচ্ছেন ১০ লক্ষ টাকা। ১২ ম্যাচে ৬৯২ রান করে অজি ওপেনার সবার আগে।

০৭ ১৪
চেন্নাইয়ের স্পিনার ইমরান তাহির পার্পল ক্যাপের অধিকারী। ১৭ ম্যাচে ২৬ উইকেট নেওয়া তাহির পাচ্ছেন ১০ লক্ষ টাকা।

চেন্নাইয়ের স্পিনার ইমরান তাহির পার্পল ক্যাপের অধিকারী। ১৭ ম্যাচে ২৬ উইকেট নেওয়া তাহির পাচ্ছেন ১০ লক্ষ টাকা।

০৮ ১৪
‘ক্যাচ অব দ্য সিজন’ অবশ্যই মুম্বই ইন্ডিয়ান্সের কিয়েরন পোলার্ডের দখলে। ঠিক বাউন্ডারি লাইনের পাশে সুরেশ রায়নার ক্যাচটি দখল করেন তিনি। তিনিও পাচ্ছেন ১ লক্ষ টাকা। সঙ্গে একটি গাড়িও।

‘ক্যাচ অব দ্য সিজন’ অবশ্যই মুম্বই ইন্ডিয়ান্সের কিয়েরন পোলার্ডের দখলে। ঠিক বাউন্ডারি লাইনের পাশে সুরেশ রায়নার ক্যাচটি দখল করেন তিনি। তিনিও পাচ্ছেন ১ লক্ষ টাকা। সঙ্গে একটি গাড়িও।

০৯ ১৪
ইমার্জিং প্লেয়ার অর্থাৎ আইপিএল যে তারকা ক্রিকেটারের উত্থান দেখল, সেই শুভমন গিল পাচ্ছেন ১০ লক্ষ টাকা। কেকেআরের অন্যতম ক্রিকেটার তিনি। তাঁর হাত ধরে বেশ কয়েকটি ম্যাচে জয় পেয়েছে নাইটরা।

ইমার্জিং প্লেয়ার অর্থাৎ আইপিএল যে তারকা ক্রিকেটারের উত্থান দেখল, সেই শুভমন গিল পাচ্ছেন ১০ লক্ষ টাকা। কেকেআরের অন্যতম ক্রিকেটার তিনি। তাঁর হাত ধরে বেশ কয়েকটি ম্যাচে জয় পেয়েছে নাইটরা।

১০ ১৪
কে এল রাহুলের দখলে রইল ‘স্টাইলিশ প্লেয়ার অব দ্য সিজন’। সারা গায়ে ট্যাটু রয়েছে এই তারকার, ঘড়ি, সানগ্লাসেস, হাঁটাচলা সবেতেই রাহুল হিরো। উপস্থিত না থাকায় বন্ধু হার্দিক তাঁর হয়ে সম্মান গ্রহণ করেন। এই পুরস্কারের অর্থমূল্য ১০ লক্ষ টাকা।

কে এল রাহুলের দখলে রইল ‘স্টাইলিশ প্লেয়ার অব দ্য সিজন’। সারা গায়ে ট্যাটু রয়েছে এই তারকার, ঘড়ি, সানগ্লাসেস, হাঁটাচলা সবেতেই রাহুল হিরো। উপস্থিত না থাকায় বন্ধু হার্দিক তাঁর হয়ে সম্মান গ্রহণ করেন। এই পুরস্কারের অর্থমূল্য ১০ লক্ষ টাকা।

১১ ১৪
‘ড্রিম ১১ গেম চেঞ্জার অব দ্য ম্যাচ’ অ্যাওয়ার্ড পান রাহুল চহার। রাহুলের অন্যতম অস্ত্র হল নিখুঁত লাইন-লেংথ এব‌ং বৈচিত্র, লেগব্রেকে দক্ষতা। ফাইনালেও চার ওভারে ১৪ রান দিয়ে রাহুলের এক উইকেটের স্পেলটাও মুম্বইয়ের জয়ের অন্যতম একটা কারণ। এই পুরস্কারের অর্থমূল্য ১ লক্ষ টাকা।

‘ড্রিম ১১ গেম চেঞ্জার অব দ্য ম্যাচ’ অ্যাওয়ার্ড পান রাহুল চহার। রাহুলের অন্যতম অস্ত্র হল নিখুঁত লাইন-লেংথ এব‌ং বৈচিত্র, লেগব্রেকে দক্ষতা। ফাইনালেও চার ওভারে ১৪ রান দিয়ে রাহুলের এক উইকেটের স্পেলটাও মুম্বইয়ের জয়ের অন্যতম একটা কারণ। এই পুরস্কারের অর্থমূল্য ১ লক্ষ টাকা।

১২ ১৪
দ্রুততম অর্ধশতরানের জন্য মনোনীত হলেন হার্দিক পাণ্ড্য। পুরস্কারের অর্থমূল্য ১০ লক্ষ টাকা।

দ্রুততম অর্ধশতরানের জন্য মনোনীত হলেন হার্দিক পাণ্ড্য। পুরস্কারের অর্থমূল্য ১০ লক্ষ টাকা।

১৩ ১৪
সেরা পিচ এবং সেরা মাঠের সম্মান পেল পঞ্জাব ও হায়দরাবাদ। এই পুরস্কারের অর্থমূল্য মোট ৫০ (২৫+২৫) লক্ষ টাকা।

সেরা পিচ এবং সেরা মাঠের সম্মান পেল পঞ্জাব ও হায়দরাবাদ। এই পুরস্কারের অর্থমূল্য মোট ৫০ (২৫+২৫) লক্ষ টাকা।

১৪ ১৪
ফেয়ার প্লে সম্মানের কোনও অর্থমূল্য নেই। তবে একটা অসাধারণ ট্রফি পেল সানরাইজার্স হায়দরাবাদ।

ফেয়ার প্লে সম্মানের কোনও অর্থমূল্য নেই। তবে একটা অসাধারণ ট্রফি পেল সানরাইজার্স হায়দরাবাদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE