Advertisement
০৪ মে ২০২৪
কেকেআরের ক্রিকেটারদের উচ্ছ্বাস।

কেকেআরের ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৯:৫১
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৯:৪৯ key status

শেষ বলে নাটকীয় জয় কলকাতার

শেষ ওভারে জয়ের জন্য বেঙ্গালুরুর প্রয়োজন ছিল ২১ রান। সেই ওভারে স্টার্ককে তিনটি ছক্কা মারেন করণ শর্মা। এর পরেই তাঁকে আউট করেন স্টার্ক। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। সেই বলে দৌড়ে এক রান নিলেও দ্বিতীয় রানটি নিতে পারেনি। রান আউট হয়ে যান ফার্গুসন। তাতেই জিতে যায় কলকাতা।

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৯:৩০ key status

আউট কার্তিক

রাসেলের বলে আউট কার্তিক।

Advertisement
timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৯:১৮ key status

আরসিবি চাপে

দুটি ভাল ওভার করল কেকেআর। আরসিবি-কে জিততে গেলে ১৮ বলে ৩৭ তুলতে হবে।

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৮:৫৫ key status

নারাইনের দ্বিতীয় উইকেট

রাসেল এবং নারাইন মিলে পর পর ২ ওভারে ৪ উইকেট তুলে নিলেন। তাঁদের বোলিংয়ের দাপটে ম্যাচে ফিরে এল কেকেআর। নারাইন একই ওভারে আউট করলেন গ্রিন এবং মহীপাল লোমরোরকে। নারাইন ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৮:৫২ key status

উইকেট নিলেন নারাইন

ক্যামেরন গ্রিন আউট। নারাইনের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন তিনি। আগের বলেই ছক্কা মেরেছিলেন গ্রিন। পরের বার নারাইন একই জায়গায় বল করলেও গতি কমিয়ে দেন। তাতেই আউট গ্রিন।

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৮:৪৬ key status

রাসেলের দ্বিতীয় উইকেট

একই ওভারে ২ উইকেট রাসেলের। জ্যাক্সের পর আউট পাটীদারও। আরসিবি-র দুই ওপেনার আউট হয়ে যাওয়ার পর জ্যাক্স এবং পাটীদার দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ১০২ রানের জুটি গড়েন তাঁরা। কিন্তু রাসেল বল করতে এসেই দু'জনকে আউট করে দিলেন। কেকেআর-কে আবার ম্যাচে ফিরিয়ে আনলেন তিনি।

Advertisement
timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৮:৪৫ key status

আউট উইল জ্যাক্স

বল হাতে নিয়েই জুটি ভাঙলেন রাসেল। প্রথম বলেই জ্যাক্সের উইকেট নেন তিনি। রাসেলের বলের গতি কম ছিল। বড় শট খেলতে গিয়ে জ্যাক্স ক্যাচ দিলেন রঘুবংশীর হাতে।

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৮:৩৭ key status

‘ইমপ্যাক্ট’ ফেলতে ব্যর্থ সূযশ

তাঁর এক ওভার থেকে ২২ রান এল। দু’টি ছয় ও দুটি চার মারলেন পাটীদার।

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৮:২৯ key status

সূযশ এলেন বোলিংয়ে

ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে স্পিনারের উপরেই ভরসা রাখল কেকেআর। 

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৮:১৯ key status

২৫ কোটির বোলার কি মাথাব্যথা কেকেআরের?

এই প্রশ্ন উঠতেই পারে। নিয়ন্ত্রণে থাকা ম্যাচ তাঁর ওভারের সৌজন্যে ঘুরে যাওয়ার উপক্রম হয়েছে। সমর্থকদের প্রশ্ন, আর কত দিন স্টার্ককে বয়ে বেড়ানো হবে?

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৮:১৮ key status

লুকনো যাচ্ছে না স্টার্ককে

২৫ কোটির বোলারকে তুলে তুলে ছয় মারলেন অনামী উইল জ্যাকস। গতির হেরফেরে যেখানে উইকেট আসছে, সেখানে স্টার্ক জোরে বল করে ব্যাটারদের আরও সুবিধা করে দিচ্ছেন। এক ওভারে ২২ দিয়ে খেলা আরসিবি-র দিকে ফিরিয়ে দিলেন। ২ ওভারে স্টার্ক খেলেন ৩৪ রান।

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৮:০৭ key status

ডুপ্লেসি আউট

প্রথম বলেই উইকেট নিলেন বরুণ। তাঁকে হালকা শট খেলতে গিয়েছিলেন ডুপ্লেসি। মিড অনে বাঁ দিকে ঝাঁপিয়ে ভাল ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন বেঙ্কটেশ আয়ার।

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৭:৫৯ key status

কোহলি আউট

হর্ষিতের বলে তাঁর হাতেই ক্যাচ দিলেন কোহলি। ভেবেছিলেন নো বল হবে। রিভিউ নিয়েছিলেন। কিন্তু তৃতীয় আম্পায়ার জানালেন বলটি বৈধ। ফলে কোহলিকে ১৮ রানেই সাজঘরে ফিরতে হল।

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৭:২৭ key status

কেকেআরের স্কোর ২০ ওভারে ২২২-৬

শেষ দিকে রমনদীপ সিংহ এবং আন্দ্রে রাসেলের আগ্রাসী খেলায় ভাল স্কোর তুলল কলকাতা। কোহলিদের এই রান তুলতে বেগ পেতে হতে পারে।

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৭:১১ key status

শ্রেয়স আউট

গ্রিনের বলে সোজা শট খেলেছিলেন। কিন্তু লং অফে শ্রেয়সের ক্যাচ ধরে নিলেন ডুপ্লেসি।

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৭:০৯ key status

শ্রেয়সের অর্ধশতরান

ক্রিজ়‌ কামড়ে পড়ে থেকে খেলছেন শ্রেয়স। অর্ধশতরান করলেন অধিনায়ক।

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৬:৫০ key status

কেকেআার ১৪ ওভারে ১৪২-৫

রিঙ্কুর আউট হওয়ার পরের বলেই রাসেল ক্যাচ দিয়েছিলেন উইকেটকিপারের হাতে। কিন্তু কোমরের বেশি উচ্চতায় হওয়ায় সেটি নো বল দিলেন আম্পায়ার।

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৬:৪৩ key status

আউট রিঙ্কু

লকি ফার্গুসনের স্লোয়ার বলে খারাপ শট খেললেন রিঙ্কু। ফাইন লেগের উপর দিয়ে শট মারতে গিয়ে সহজ ক্যাচ দিলেন দয়ালের হাতে।

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৬:৩৭ key status

কেকেআর ১২ ওভারে ১২৬-৪

রান তোলার গতি অনেক কমেছে। স্পিনারদের খেলা কঠিন হচ্ছে এই পিচে। গ্রিনের ১১তম ওভারে ৭ রান এবং কর্ণের ওভার থেকে ১২ রান এল।

timer শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৬:২৩ key status

বেঙ্কটেশ আউট

সুযোগ থাকা সত্ত্বেও বড় রান করতে পারলেন না বেঙ্কটেশ। ৮ বলে ১৬ রান করে আউট হলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE