Advertisement
০৪ মে ২০২৪
রান তাড়া করতে নেমে অর্ধশতরান করেছেন ঈশান কিশন।

রান তাড়া করতে নেমে অর্ধশতরান করেছেন ঈশান কিশন। ছবি: আইপিএল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২৩:১৫
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২৩:১৪ key status

মুম্বইয়ের জয়

৭ উইকেটে বেঙ্গালুরুকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২৩:০২ key status

আউট সূর্য

১৯ বলে ৫২ রান করে আউট হলেন সূর্য। তবে দলকে জয়ের কাছে নিয়ে গিয়েছেন তিনি। 

Advertisement
timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২৩:০১ key status

অর্ধশতরান সূর্যকুমারের

মাত্র ১৭ বলে অর্ধশতরান করলেন সূর্য। পুরনো ফর্মে দেখা গেল তাঁকে।

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২২:৪৯ key status

আউট রোহিত

৩৮ রান করে আউট হয়ে গেলেন রোহিত শর্মা। উইল জ্যাকসের বলে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন রিচি টপলি। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২২:৩৪ key status

আউট ঈশান

৩৪ বলে ৬৯ রান করে আউট হয়ে গেলেন ঈশান কিশন। কিন্তু দলকে ভাল শুরু দিয়ে গেলেন তিনি। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২২:১৯ key status

পাওয়ার প্লে-তে মুম্বই বিনা উইকেটে ৭২

খুব ভাল ব্যাট করছেন মুম্বইয়ের দুই ওপেনার। ঈশান ৫৫ ও রোহিত শর্মা ১৫ রানে ব্যাট করছেন। 

Advertisement
timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২২:১৮ key status

অর্ধশতরান ঈশানের

পাওয়ার প্লে কাজে লাগিয়ে অর্ধশতরান করলেন ঈশান। ২৩ বলে ৫০ করলেন তিনি। পাওয়ার প্লে-র মধ্যেই অর্ধশতরান করলেন তিনি। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২১:৩১ key status

মুম্বইয়ের সামনে লক্ষ্য ১৯৭ রান

২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রানে শেষ বেঙ্গালুরুর ইনিংস। কার্তিক ৫৩ রানে অপরাজিত থাকলেন। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২১:৩০ key status

অর্ধশতরান কার্তিকের

২২ বলে অর্ধশতরান করলেন দীনেশ কার্তিক। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২১:২১ key status

পাঁচ নম্বর উইকেট নিলেন বুমরা

পরের বলেই বিজয়কুমার বৈশাখকে আউট করলেন বুমরা। নিজের পঞ্চম উইকেট নিলেন তিনি। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২১:২০ key status

বুমরার চার উইকেট

বল হাতে দুর্দান্ত বুমরা। তাঁর বাউন্সার বুঝতে না পেরে আউট হলেন সৌরভ চৌহান। সাত নম্বর উইকেট হারাল বেঙ্গালুরু। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২১:০৮ key status

বুমরার তৃতীয় উইকেট

মহীপাল লোমরোরকে শূন্য রানে আউট করলেন বুমরা। নিজের তৃতীয় উইকেট নিলেন তিনি। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২১:০৫ key status

আউট ডুপ্লেসি

কোহলির পরে ডুপ্লেসিকেও আউট করলেন বুমরা। ৪০ বলে ৬১ রান করে ফিরলেন তিনি। ১৫৩ রানে পঞ্চম উইকেট হারাল বেঙ্গালুরুর অধিনায়ক। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২১:০০ key status

১৬ ওভারে বেঙ্গালুরুর রান ৪ উইকেটে ১৪৯

ডুপ্লেসি ৫৯ ও দীনেশ কার্তিক ২২ রানে খেলছেন। শেষ চার ওভারে যত বেশি সম্ভব রান করার চেষ্টা করছেন দুই ব্যাটার। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২০:৪৭ key status

অর্ধশতরান ডুপ্লেসির

দলকে টানছেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি। মরসুমে প্রথম অর্ধশতরান করলেন তিনি। ৩৩ বলে ৫০ করেছেন ডুপ্লেসি। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২০:৩৭ key status

আউট গ্লেন ম্যাক্সওয়েল

আরও একটি ম্যাচে হতাশ করলেন ম্যাক্সওয়েল। শ্রেয়স গোপালের বলে শূন্য রানে আউট হয়ে ফিরলেন তিনি। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২০:৩১ key status

আউট পাটীদার

অর্ধশতরান করে আউট পাটীদার। কোয়েৎজ়ির বলে আউট হলেন তিনি। ১০৫ বলে তৃতীয় উইকেট হারাল বেঙ্গালুরু। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২০:২৯ key status

অর্ধশতরান পাটীদারের

ভাল খেলছেন রজত পাটীদার। জেরাল্ড কোয়েৎজ়িকে পর পর দু’টি ছক্কা মেরে ৫০ রান করেছেন তিনি। অর্ধশতরান করতে ২৫ বল নিয়েছেন তিনি। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২০:১৪ key status

৯ ওভারে বেঙ্গালুরুর রান ২ উইকেটে ৭৬

দলের রানতে টেনে নিয়ে যাচ্ছে ডুপ্লেসি ও পাটীদার। ডুপ্লেসি ৩৮ ও পাটীদার ২৬ রানে ব্যাট করছেন। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ১৯:৫৯ key status

পাওয়ার প্লে শেষে বেঙ্গালুরুর রান ২ উইকেটে ৪৪

ফাফ ডুপ্লেসি ২২ ও রজত পাটীদার ১১ রান করে ব্যাট করছেন। জুটি গড়ার চেষ্টা করছেন দুই ব্যাটার। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE