একরাশ হতাশা। এ ভাবে দেশকে ক্রিকেট মাঠে ধরাশায়ী হতে দেখাটা মানতে পারছেন না কিছুতেই। সেই কষ্ট আরও কয়েকশো গুণ বেড়ে যায় যখন প্রতিপক্ষ হয় ভারত। রবিবার এজবাস্টনের দিনটা পাকিস্তানের জন্য ছিল এমনই হতাশার। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খানের প্রতিটি টুইটেই উঠে আসছিল সেই যন্ত্রণার কথা। ম্যাচ শেষেই ইমরান টুইট করেন, ‘‘এক জন ক্রীড়াবিদ হিসেবে আমিও জানি হার-জিত খেলার অংশ। কিন্তু এটা দেখাটা খুব কষ্টের যে ভারতের বিরুদ্ধে লড়াই না করে এ ভাবে আত্মসমর্পণ করবে পাকিস্তান।’’
আরও খবর: ভারতই চ্যাম্পিয়ন হবে, আজ্জুর তাস হার্দিক
অনেক দিন পরে আবার ভারত-পাকিস্তান ক্রিকেট মাঠে। অনেক দিন পর মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী দেশ। যখন সীমান্তে যুদ্ধের আবহ। যখন প্রতি দিনই সরগরম হচ্ছে দুই দেশের রাজনৈতিক মহল, তখন ইংল্যান্ডের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বিশ্বমানের ক্রিকেটের আসরে লড়াইয়ে নামছে দুই দেশ। উত্তেজনা তো ছিলই। সঙ্গে ছিল একরাশ প্রত্যাশা। সে সুনীল গাওস্কর হোন বা ইমরান খান। তবে এটাও ঠিক কেউ উচ্ছ্বসিত হবেন, কেউ হতাশ। ইমরান আঙুল তুলেছেন দেশের ক্রিকেট প্রশাসকদের দিকে। পাকিস্তান ক্রিকেটের আমূল পরিবর্তন চাইছেন তিনি। যে কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে এতটা পার্থক্য বলে মনে করছেন এই তারকা ক্রিকেটার। বলেন, ‘‘এ রকম চলতে থাকলে আজকের মতো হতাশা আসতেই থাকবে। পাকিস্তান ক্রিকেটকে সঠিক পথে চালিত করতে হলে পিসিবি-র চেয়ারম্যানকে পেশাদার পথেই নির্বাচিত করতে হবে।’’