মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম এই তরুণীর ছোটবেলা খুবই যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে। মাত্র ৬ বছর বয়সে বাবা-মার সম্পর্ক ক্রমশ তিক্ত, ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল তাঁর কাছে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন জেসিকা। বাবা-মা আলাদা হয়ে যান। জেসিকা বাবার সঙ্গে ওহিও-র রুটসটাউনে থাকতে শুরু করেন। সেই যন্ত্রণার উপর আরেক যন্ত্রণা হাজির হয় তাঁর জীবনে। ১৬ বছর বয়সে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হন তিনি।