Advertisement
০৬ মে ২০২৪

পুরস্কার বাকি রেখেই শুরু কলকাতা লিগ

গত বছরের পুরস্কার এখনও দেওয়া হয়নি। অথচ এ বারের কলকাতা লিগ শুরু করে দিয়েছে আইএফএ। পঞ্চম ডিভিশনের খেলা দিয়ে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০১৫ ০৪:১২
Share: Save:

গত বছরের পুরস্কার এখনও দেওয়া হয়নি। অথচ এ বারের কলকাতা লিগ শুরু করে দিয়েছে আইএফএ। পঞ্চম ডিভিশনের খেলা দিয়ে।

রাজ্য সংস্থার আর্থিক হাল এতটাই খারাপ যে, গত তিন বছর ধরেই চলছে এই প্রথা। বিভিন্ন ডিভিশনের লিগ চ্যাম্পিয়নদের নিয়ে কোনও অনুষ্ঠান হয় না। বিশ্বকাপ থেকে আই লিগ, এমনকী পাড়ার টুর্নামেন্টেও চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেওয়া রীতি। শুধু আইএফএ-ই ব্যতিক্রম।

অনেক দিন বন্ধ থাকার পর নার্সারি লিগ চালু হয়েছে বটে। তবে সেখানে বয়স নিয়ে তীব্র বিতর্ক। মেয়েদের ফুটবল লিগ এক মরসুম যে পিছিয়ে চলছে। ইলিয়ট শিল্ডও অনিয়মিত। ঐতিহ্যশালী আইএফএ শিল্ডও অনূর্ধ্ব-১৯-দের হয়ে গিয়েছে। আইএফএ অ্যাকাডেমি এ বারের লিগে খেলছে না। অ্যাকাডেমির ভবিষ্যৎ অন্ধকার। প্রিমিয়ার লিগ ভেঙে দু’ভাগ করা হয়েছে। তা নিয়ে ছোট ক্লাবগুলোর মধ্যে তীব্র ক্ষোভ।

কেন এমন হাল? জানা গিয়েছে, সবই আইএফএর খারাপ আর্থিক অবস্থার জন্য। তা বলে যারা চ্যাম্পিয়ন হচ্ছে তাদের কেন সরকারি স্বীকৃতি জুটছে না। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, ‘‘নানা কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে এ বছর হবে।’’ কিন্তু কবে? উত্তর নেই সচিবের কাছে। নতুন লিগ কিন্তু শুরু হয়ে গিয়ছে।

আইএফএ সূত্রের খবর, প্রায় পাঁচ কোটি টাকার উপর নাকি বাজারে দেনা রয়েছে তাদের। সোমবার বার্ষিক সাধারণ সভায় এই তথ্য নাকি পেশ হবে। এ কথা স্বীকার করে নিয়েছেন আইএফএ অবশ্য পাল্টা যুক্তিও দিয়েছেন, ‘‘গত বছর আমাদের এর থেকেও বেশি দেনা ছিল। এ বছর ধার অনেক মিটিয়ে দেওয়া হয়েছে। ধীরে ধীরে পুরোটাই মিটিয়ে দেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Kolkata league] football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE