Advertisement
০৩ মে ২০২৪
Sports News

শেষ দিন ইংল্যান্ডের পক্ষে সহজ হবে না: পূজারা

শেষ দিন ইংল্যান্ডকে জিততে হলে করতে হবে ৩১৮ রান। যেটা একদমই সহজ নয় কোনও দলের পক্ষেই। এই পিচে এই মুহূর্তে বড় রান তোলাও যে সম্ভব নয় সেটা ভারতের দ্বিতীয় ইনিংস থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে। না হলে প্রথম ইনিংসে ৪৫৫ করার পর দ্বিতীয় ইনিংসে ২০৪ রানেই অল-আউট হয়ে যায়?

চেতেশ্বর পূজারা। -ফাইল চিত্র।

চেতেশ্বর পূজারা। -ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ২০:০৭
Share: Save:

শেষ দিন ইংল্যান্ডকে জিততে হলে করতে হবে ৩১৮ রান। যেটা একদমই সহজ নয় কোনও দলের পক্ষেই। এই পিচে এই মুহূর্তে বড় রান তোলাও যে সম্ভব নয় সেটা ভারতের দ্বিতীয় ইনিংস থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে। না হলে প্রথম ইনিংসে ৪৫৫ করার পর দ্বিতীয় ইনিংসে ২০৪ রানেই অল-আউট হয়ে যায়? ইংল্যান্ডের প্রথম ইনিংসের রান ২৫৫। দ্বিতীয় ইনিংসের শুরুতেই দু’উইকেট হারিয়ে ৮৭।

পঞ্চম দিন এই পিচে ব্যাট করে টিকে থেকে বড় রান তোলাটা যে সহজ হবে না সেটাই স্বাভাবিক। চতুর্থ দিনের শেষে চেতেশ্বর পূজারা বলেন, ‘‘যে ভাবে ম্যাচ চলছে তাতে আমরা খুশি। শুরুতেই দু’উইকেট তুলে নিতে পেরেছি। তবে আমরা এটাও জানি ওদের অল-আউট করাটাও সহজ হবে না। তবে, আমাদের একটা পরিকল্পনা রয়েছে সেই মতই আমরা এগোচ্ছি। কিন্তু পঞ্চম দিন ব্যাট করাটাও সহজ হবে না। পিচ ইতিমধ্যেই অনেকটা ভেঙেছে।’’

তবে যাই অবস্থা হোক না কেন ডিফেন্সিভ প্লের পরিকল্পনা নেই টিম ইন্ডিয়ার। পূজারা বলেন, ‘‘ডিফেন্সিভ খেললে উইকেট তুলে নেওয়া কঠিন হবে। কিন্তু উইকেটে বাউন্স রয়েছে। যেটা কাজ করছে। কিন্তু আমরা আমাদের পরিকল্পনার বিষয়ে নিশ্চিত। পরিস্থিতি আমাদের জন্য সহজ নয়। আমরা এও জানি ওরা ভাল ব্যাট করে বাজিমাত করতে পারে। তাই সহজভাবে নিচ্ছি না। ওদেরকে চাপে রাখতে হবে।’’

এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র চারটি দল ৪০০র ওপর রান তাড়া করে জিতেছিল। পূজারা বলেন, ‘‘৪০০র ওপর রান তাড়া করাটা সহজ নয়। বিশেষ করে শেষ দিনে। সব সময়ই কঠিন। বেশি টিম এটা করতে পারেনি।’’

এর মধ্যেই দুটো ডিআরএসই নষ্ট হয়েছে ভারতের। তবুও এই সুযোগের পক্ষে পূজারা। বলেন, ‘‘সঠিক কল ছিল। কারণ আমরা উইকেট নিতে চাইছিলাম। আমরা সবাই আলোচনা করে নিয়েছিলাম কী ভাবে ডিআরএস ব্যবহার করব।’’ এই মুহূর্তে অবশ্য পূজারাদের পাখির চোখ পঞ্চমদিনে ইংল্যান্ডকে পরাস্ত করে জয় ছিনিয়ে নেওয়া।

আরও খবর

অ্যাডভান্টেজ ভারত, ইংল্যান্ডের চাই ৩১৮, হাতে ৮ উইকেট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cheteswar Pujara India England
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE