Advertisement
০৫ মে ২০২৪

ভিন্ রাজ্য ক্রিকেটার নিয়ে কড়া সুর লক্ষ্মীর

লক্ষ্মী বলেন, ‘‘বাংলা ক্রিকেটকে ব্যবহার করে ফেলে দেওয়া হচ্ছে। দ্বিতীয় ডিভিশনেও আমাদের ছেলেরা খেলার সুযোগ পাচ্ছে না।

লক্ষ্মীরতন শুক্ল।

লক্ষ্মীরতন শুক্ল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৮ ০৪:২৯
Share: Save:

দ্বিতীয় ডিভিশনে নিয়ম ভেঙে ভিন্ রাজ্যের ক্রিকেটার খেলানোর বিরুদ্ধে মঙ্গলবারই প্রতিবাদ করেছেন তিনি। বুধবারও সে বিষয়েই মুখ খুললেন বাংলার প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল। তাঁর মতে, প্রত্যেক ক্রিকেটারের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যাচাই করেই তবে খেলার অনুমতি দেওয়া উচিত সিএবি-র।

লক্ষ্মী বলেন, ‘‘বাংলা ক্রিকেটকে ব্যবহার করে ফেলে দেওয়া হচ্ছে। দ্বিতীয় ডিভিশনেও আমাদের ছেলেরা খেলার সুযোগ পাচ্ছে না। দ্বিতীয় ডিভিশনে ভিন্ রাজ্যের ক্রিকেটার না খেলানোর অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে সিএবি। কিন্তু তা সত্ত্বেও নিজেদের স্বার্থে ভিন্ রাজ্যের ক্রিকেটার খেলিয়ে যাচ্ছে প্রত্যেক ক্লাব। এর বিরুদ্ধেই আমার প্রতিবাদ। আমার প্রশ্ন, ক্লাবের উন্নতির জন্য স্থানীয় ক্রিকেট লিগ? না কি নতুন ক্রিকেটার গড়ে তোলার জন্য এই পদক্ষেপ?’’

লক্ষ্মী আরও বলেন, ‘‘প্রত্যেক ক্রিকেটারকে ১২ মাস পর্যবেক্ষণে রাখা উচিত। কোথায় পড়াশোনা করছে, কোথায় থাকছে, মা-বাবার ঠিকানা, পুরোটাই পরীক্ষা করে নেওয়া উচিত।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমি চাই বাংলার প্রাক্তন ক্রিকেটারেরা এর বিরুদ্ধে কথা বলুন। এর বিরুদ্ধে আমদের সবাইকে এক সঙ্গে লড়তে হবে। বাংলার ক্রিকেটকে বাঁচানোর জন্যই এই পদক্ষেপ।’’ রঞ্জি ট্রফিতে বাংলাকে নেতৃত্ব দেওয়া লক্ষ্মী শুধুমাত্র ক্রিকেটের প্রতি ভালবাসায় এখন দ্বিতীয় ডিভিশনে খেলেন। বাংলা থেকে তরুণ ক্রিকেটার তুলে আনার লক্ষ্যেই বিনা পারিশ্রমিকে খুদে ক্রিকেটারদের প্রশিক্ষণ দেন। বাংলার ক্রিকেটের উন্নতির প্রসঙ্গে লক্ষ্মী বলেন, ‘‘আমার বিশ্বাস, সিএবি এ বিষয়টি খতিয়ে দেখবে। বাংলার ক্রিকেটের ক্ষতি আমি কখনওই দেখতে পারব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Laxmi Ratan Shukla Cricket CAB States players
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE