Advertisement
০৯ অক্টোবর ২০২৪

যুব দল থেকে আগামীর তারকা হতে পারেন যাঁরা

অনেকের মতে, এত ব্যালান্সড ভারতীয় যুব দল আগে দেখা যায়নি। এক নজরে দেখে নেওয়া যাক এই দল থেকে আগামী দিনে ভারতীয় সিনিয়র দলে কাদের দেখা যেতে পারে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:০৬
Share: Save:
০১ ০৭
এদের কারও বয়স ১৬, কারও বা ১৭। অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে উড়িয়ে ভারতকে চতুর্থ বার যুব বিশ্বকাপ এনে দিয়েছে এরাই। এদের মধ্যে অনেককেই আগামী দিনের ভারতীয় দলের তারকা বলতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অনেকের মতে, এত ব্যালান্সড ভারতীয় যুব দল আগে দেখা যায়নি। এক নজরে দেখে নেওয়া যাক এই দল থেকে আগামী দিনে ভারতীয় সিনিয়র দলে কাদের দেখা যেতে পারে।

এদের কারও বয়স ১৬, কারও বা ১৭। অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে উড়িয়ে ভারতকে চতুর্থ বার যুব বিশ্বকাপ এনে দিয়েছে এরাই। এদের মধ্যে অনেককেই আগামী দিনের ভারতীয় দলের তারকা বলতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অনেকের মতে, এত ব্যালান্সড ভারতীয় যুব দল আগে দেখা যায়নি। এক নজরে দেখে নেওয়া যাক এই দল থেকে আগামী দিনে ভারতীয় সিনিয়র দলে কাদের দেখা যেতে পারে।

০২ ০৭
পৃথ্বী শ: মহারাষ্ট্রের এই ডানহাতিকে ভবিষ্যতের তারকা বলা শুরু হয়েছে বছরখানেক ধরেই। চলতি টুর্নামেন্টেও যথেষ্ট ফর্মে দেখা গিয়েছে যুব দলের অধিনায়ককে। ওপেনিংয়ে প্রথম থেকেই ভরসা দিয়েছে পৃথ্বীর ব্যাট।

পৃথ্বী শ: মহারাষ্ট্রের এই ডানহাতিকে ভবিষ্যতের তারকা বলা শুরু হয়েছে বছরখানেক ধরেই। চলতি টুর্নামেন্টেও যথেষ্ট ফর্মে দেখা গিয়েছে যুব দলের অধিনায়ককে। ওপেনিংয়ে প্রথম থেকেই ভরসা দিয়েছে পৃথ্বীর ব্যাট।

০৩ ০৭
শুভমান গিল: তাঁকে এখন থেকেই ভবিষ্যতের বিরাট কোহালি বলছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে ফর্মে ছিলেন শুভমানই।

শুভমান গিল: তাঁকে এখন থেকেই ভবিষ্যতের বিরাট কোহালি বলছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে ফর্মে ছিলেন শুভমানই।

০৪ ০৭
মনজোত্ কালরা: বিশ্বকাপের ম্যান অফ দ্য ম্যাচ ভারতের ভবিষ্যতের ওপেনিংয়ের ভরসা হতেই পারেন।

মনজোত্ কালরা: বিশ্বকাপের ম্যান অফ দ্য ম্যাচ ভারতের ভবিষ্যতের ওপেনিংয়ের ভরসা হতেই পারেন।

০৫ ০৭
শিভম মাভি: মাভির গতিতে নাস্তানাবুদ হয়েছে চলতি টুর্নামেন্টের প্রায় সব ব্যাটসম্যানই। বিশ্বকাপে মোট ৯ উইকেট নিয়েছেন তিনি। আগামী দিনের ভারতের সিনিয়র দলের পেস আক্রমণের অন্যতম মুখ হতে পারেন মাভি।

শিভম মাভি: মাভির গতিতে নাস্তানাবুদ হয়েছে চলতি টুর্নামেন্টের প্রায় সব ব্যাটসম্যানই। বিশ্বকাপে মোট ৯ উইকেট নিয়েছেন তিনি। আগামী দিনের ভারতের সিনিয়র দলের পেস আক্রমণের অন্যতম মুখ হতে পারেন মাভি।

০৬ ০৭
কমলেশ নাগরকোটি: মাত্র ১৮ বছর বয়সে নাগাড়ে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করার ক্ষমতা রাখেন এই পেসার। টুর্নামেন্টে ন’উইকেট নিয়েছেন তিনিও।

কমলেশ নাগরকোটি: মাত্র ১৮ বছর বয়সে নাগাড়ে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করার ক্ষমতা রাখেন এই পেসার। টুর্নামেন্টে ন’উইকেট নিয়েছেন তিনিও।

০৭ ০৭
অনুকূল রয়: বাঁহাতি অলরাউন্ডার অনুকূল ১৪ উইকেট নিয়েছেন গোটা টুর্নামেন্টে। মাঝের ওভারগুলিতে তাঁর আঁটোসাটো বোলিং চাপে ফেলেছে সব টিমকেই।

অনুকূল রয়: বাঁহাতি অলরাউন্ডার অনুকূল ১৪ উইকেট নিয়েছেন গোটা টুর্নামেন্টে। মাঝের ওভারগুলিতে তাঁর আঁটোসাটো বোলিং চাপে ফেলেছে সব টিমকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE