Advertisement
১১ মে ২০২৪

কঠিন ম্যাচের আগে চেন্নাই বোলিং নিয়ে অখুশি ধোনি

বোলারদের পারফরম্যান্সে যে একেবারেই খুশি নন ধোনি, গোপন করেননি। শুক্রবার ম্যাচের পরেই নিজের দলের বোলারদের বিরুদ্ধে প্রায় ফেটে পড়েন।

পরামর্শ: বোলারদের বুঝিয়েও ফল পাচ্ছেন না ধোনি। ফাইল চিত্র

পরামর্শ: বোলারদের বুঝিয়েও ফল পাচ্ছেন না ধোনি। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ মে ২০১৮ ০৩:৩৩
Share: Save:

তীরে এসে তরী ডোবার উপক্রম চেন্নাই সুপার কিংসের! এবং সেটাও নিজেদের ভুলেই।

চব্বিশ ঘণ্টা আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৭৬ রান তোলার পরেও যে ভাবে হেরে গেল চেন্নাই, যে ভাবে মহেন্দ্র সিংহ ধোনির বোলারদের রীতিমতো শাসন করে ইংল্যান্ডের ব্যাটসম্যান জস বাটলার প্রায় একাই রাজস্থানকে জেতালেন, তাতে অন্দরমহলে দুশ্চিন্তার কালো মেঘ ঢুকে পড়াই স্বাভাবিক।

বোলারদের পারফরম্যান্সে যে একেবারেই খুশি নন ধোনি, গোপন করেননি। শুক্রবার ম্যাচের পরেই নিজের দলের বোলারদের বিরুদ্ধে প্রায় ফেটে পড়েন। বলেন, ‘‘বলের লেংথ নিয়ে বোলারদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। একটু পিছন দিকে বল রাখলে ব্যাটসম্যানদের পক্ষে বড় শট নিতে অসুবিধা হবে, তাও বলে দেওয়া হয়েছিল। বলে দেওয়া সত্ত্বেও যদি বল করতে না পারে বোলাররা, তা হলে কিছু করার নেই। আমাদের স্কোর খুব একটা কম ছিল না। কিন্তু বোলারদের জন্য এই ম্যাচ হারতে হল আমাদের দলকে।’’

শেষ তিন ম্যাচের মধ্যে দু’টিতেই হেরে সিএসকে বেশ চাপে। শুক্রবার রাজস্থানের বিরুদ্ধে জিতলেই যেখানে তারা প্লে-অফে জায়গা পাকা করে ফেলতে পারত, সেখানে ম্যাচটা হেরে যাওয়ায় রাস্তা বেশ কঠিন হয়ে গিয়েছে চেন্নাইয়ের। এই পরিস্থিতিতে আজ, রবিবার ধোনিরা খেলতে নামছেন লিগ তালিকার শীর্ষে থাকা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। বাটলারদের হারিয়ে অনেকটা চাপমুক্ত হয়ে রবিবার পুণেয় এই ম্যাচ খেলতে নামবেন ভেবেছিলেন তাঁরা। কিন্তু উল্টে চাপ আরও বেড়ে গিয়েছে।

সানরাইজার্স শেষ ছ’টি ম্যাচের সব ক’টি জিতে প্লে-অফে জায়গা পাকা করে নিয়েছে। কিন্তু হায়দরাবাদে ঘরের মাঠে কেন উইলিয়ামসনের দল যে ম্যাচে শেষ হারে, সেই ম্যাচে প্রতিপক্ষ চেন্নাই। সে দিন সুরেশ রায়না, অম্বাতি রায়ডু ও ধোনির ব্যাটে ঝড় ওঠায় চেন্নাই ১৮২ রান তুলে চার রানে ম্যাচ জিতে নেয়। রবিবার পুণেয় সেই রাতই আবার ফিরিয়ে আনতে চান ধোনিরা। সে জন্য শুধু ব্যাটসম্যান নয়, বোলারদেরও দায়িত্ব নিতে হবে বলে মনে করেন সিএসকে অধিনায়ক। ধোনি বলছেন, ‘‘আমি জানি আমরা অনেক ভাল খেলতে পারি। কাকে, কোন জায়গায় বল করতে হবে, সেটা ঠিকমতো বুঝতে না পারলে তো মুশকিল। ম্যাচ জিততে গেলে বোলারদের এটা ঠিকমতো করতেই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CSK SRH MS Dhoni IPL 11 IPL 2018 Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE