Advertisement
E-Paper

গড়াপেটার অভিযোগ তোলায় আসিফকে পাগল বললেন মুশফিকুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ একের পর এক ম্যাচে হেরে যাচ্ছে বরিশাল বুলস। আর তাতেই খেপে গিয়েছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। এতটাই রেগে গিয়েছেন যে, দলের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং-এর অভিযোগও তুলেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৬ ১২:৩৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ একের পর এক ম্যাচে হেরে যাচ্ছে বরিশাল বুলস। আর তাতেই খেপে গিয়েছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। এতটাই রেগে গিয়েছেন যে, দলের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং-এর অভিযোগও তুলেছেন। আসিফের এই মন্তব্যে বেজায় চটেছেন বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহিম। ফেসবুকে লেখা আসিফের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুশফিকুরও সোশ্যাল মিডিয়ায় তার জবাব দিয়েছেন।

গত সোমবার নিজের ফেসবুক পোস্টে বরিশাল বুলসের ভাবমূর্তিকে প্রশ্নের সামনে দাঁড় করিয়েছেন আসিফ। তিনি লেখেন, ‘‘১৭, ১৮, ১৯ এবং ২০তম ওভারগুলোতে ব্যাটসম্যানরা হয়ে যায় প্রতিবন্ধী আর বোলাররা হয়ে যায় বাঘ। টি-টোয়েন্টি ক্রিকেট জুয়ার অপর নাম। দর্শক হিসেবে মাঠে যাই খেলা দেখতে, আর আমাদের নিয়ে খেলা হয় টেবিলে। অন্য কোনও দলের কথা আমি বলব না। যদিও প্রমাণ নেই, তবুও আমার দল বরিশাল বুলসের বিদেশি এবং দেশি খেলোয়াড়দের একটা অংশ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত, এটা নিশ্চিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আইসিসি-র অ্যান্টি কোরাপশন ইউনিট যদি তীক্ষ দৃষ্টি দেয় তা হলে অবশ্যই তাঁরা এর প্রমাণ খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস। গরিব দল বুলস, ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য খারাপ লাগছে। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। আত্মঘাতী গোলে হেরে যাওয়ার জন্য বরিশাল বুলসের জন্য রইল সমবেদনা। ছিলাম, আছি, থাকব ক্রিকেটের সঙ্গে।’’

আরও পডুন: পাসপোর্ট ভুলে প্রাণে বাঁচলেন চাপেকোয়েনসে কোচের ছেলে

আসিফ আকবর বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী। বাংলাদেশ ক্রিকেট দলের থিম সং ‘বেশ বেশ বেশ, সাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ’— তাঁর গাওয়া। কুমিল্লা জেলা দলের প্রাক্তন এই ক্রিকেটার বাংলাদেশের টেস্ট, ওয়ানডে, টি-২০ দেখতে দেশের বাইরেও ছুটে গিয়েছেন অসংখ্য বার। বিপিএল-এ বরিশাল বুলসের থিম সং তিনিই গেয়েছেন। অথচ সেই তিনি ম্যাচ ফিক্সিং-এর অভিযোগ তোলায় বরিশাল বুলসের ক্রিকেটারদের আত্মসম্মানে আঘাত করে।

দলের অধিনায়ক মুশফিকুর রহিম এর জবাব দেন ফেসবুকে। সেখানে তিনি লেখেন, ‘‘কী আর বলব। ফেসবুকে লেখাটি দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। উনি আমাদের দেশের এক জন বড় সেলিব্রেটি এবং শিক্ষিত মানুষ। তাঁর মুখ থেকে এ রকম কথা আসবে বা এ রকম কিছু লিখবেন, এটা লজ্জাজনক। আমরা পেশাদারি ক্রিকেটার, ক্রিকেটই আমাদের রুটি-রুজি। এই খেলার সঙ্গে যদি কেউ বেইমানি করে, এর চেয়ে খারাপ কিছু আর হতে পারে না। আমাদের দলের দেশি এবং বিদেশি খেলোয়াড় ফিক্সিংয়ে জড়িত, কোন পরিস্থিতি দেখে এমনটা মনে হল তাঁর, এ প্রশ্ন ওঁকে করতে ইচ্ছে করছে। ফেসবুকে তিনি লিখেছেন, ফিক্সিংয়ের ব্যাপারে উনি নিশ্চিত, কিন্তু তার কাছে প্রমাণ নেই। তা হলে কেন এ ধরনের কথা বলবেন?!’’ দলের গায়ে এমন কালি লেপে দেওয়ায় আসিফকে পাগল বলেও উল্লেখ করেছেন মুশফিকুর। তিনি লিখেছেন, ‘‘তাঁরও খেলার প্রতি নেশা আছে, অনেক ভাবে জড়িত ছিলেন। আমাদের খেলায় উনি হতাশ, এটা বলতে পারতেন। কিন্তু উনি যে ভাবে লিখেছেন, পাগল ছাড়া এক জন মানুষের পক্ষে এ ধরনের লেখা সম্ভব নয়।’’

Asif akbar mushfiqur rahim Bangladesh false allegation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy