Advertisement
০৬ মে ২০২৪

‘যদি কেউ পারে তো আমরাই’

ব্রাজিলকে অধরা অলিম্পিক্স সোনা এনে দিয়েছেন। বার্সেলোনার হয়ে স্প্যানিশ ত্রিমুকুট জিতেছেন।

নায়ক: অসাধারণ বার্সেলোনা। দু’গোল করলেন নেমার। ছবি: পিটিআই।

নায়ক: অসাধারণ বার্সেলোনা। দু’গোল করলেন নেমার। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০৩:৫৩
Share: Save:

ব্রাজিলকে অধরা অলিম্পিক্স সোনা এনে দিয়েছেন।

বার্সেলোনার হয়ে স্প্যানিশ ত্রিমুকুট জিতেছেন।

কিন্তু নেমারের মতে, বুধবারের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের কাছে সব কিছুই যেন ফিকে। ম্যাচ শেষে নেমার বলছেন, ‘‘এটাই আমার খেলা সেরা ম্যাচ। আমি বিশ্বাস ছাড়িনি। আমরা বার্সেলোনা। আমি জানতাম কোনও দল যদি পারে, তা হলে সেটা আমরা।’’

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের রেশ শুধু মাঠেই সীমিত থাকেনি। সের্জি রবের্তোর গোলের পর জেরার পিকের বান্ধবী শাকিরা ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি চিৎকার করছেন, ‘‘জিতে গেলাম।’’ প্রাক্তন বার্সা স্ট্রাইকার গ্যারি লিনেকারও নিজের ফুটবল পণ্ডিতের ভূমিকা ছেড়ে বিটি স্পোর্টের স্টুডিওয় লাফাচ্ছিলেন। টুইট করেন, ‘‘আমার চার ছেলেই বার্সা সমর্থক। তাদেরকেই মেসেজ করছি।’’

যাঁর গোলে এই রূপকথার জয় এল সেই সের্জি রবের্তো একটা কথাই বললেন, ‘‘এই জয় সমর্থকদের উৎসর্গ করলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Neymar FC Barcelona
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE