Advertisement
২৬ এপ্রিল ২০২৪
মেসি-বন্দনায় নেইমার

ওর সঙ্গে খেলতে সুবিধে, রোজই শিখি

লা লিগায় নিজে হ্যাটট্রিক না করে সতীর্থকে পেনাল্টি মারতে দেওয়া। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে সেই তাঁকেই দলের তৃতীয় গোলটা সাজিয়ে দেওয়া। অথচ কিছু দিন পরেই কোপা আমেরিকায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের জার্সিতে তাঁরা পরস্পরের মহাপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন। কিন্তু এই মুহূর্তে বার্সেলোনার জার্সি এক করে দিয়েছে তাঁদের।

দু’জনের এই বিশেষ বন্ধুত্বটাই মাঠে জুটি-জমার আসল রহস্য!

দু’জনের এই বিশেষ বন্ধুত্বটাই মাঠে জুটি-জমার আসল রহস্য!

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ মে ২০১৫ ০৪:২৩
Share: Save:

লা লিগায় নিজে হ্যাটট্রিক না করে সতীর্থকে পেনাল্টি মারতে দেওয়া। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে সেই তাঁকেই দলের তৃতীয় গোলটা সাজিয়ে দেওয়া।

অথচ কিছু দিন পরেই কোপা আমেরিকায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের জার্সিতে তাঁরা পরস্পরের মহাপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন।

কিন্তু এই মুহূর্তে বার্সেলোনার জার্সি এক করে দিয়েছে তাঁদের।

তাঁরা—লিওনেল মেসি আর নেইমার দ্য সিলভা জুনিয়র। আর্জেন্তিনা আর ব্রাজিলের দুই পোস্টার বয় এখন ইউরোপিয়ান ক্লাব ফুটবলে হিট জুটি। মিডিয়ার ভাষায়— ‘টেন প্লাস ইলেভেন’! মেসি আর নেইমারের জার্সি নম্বরের যোগফল।

বার্সা শেষ লা লিগা ম্যাচে কর্ডোবাকে ৮-০ হারায়। যে খেলায় হ্যাটট্রিকের সহজতম সুযোগ পেয়েও মেসি পেনাল্টি মারার অনুমতি দেন তাঁ নেইমারকে। আবার বুধ-রাতে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের মহাসেমিফাইনালে নেইমারের করা গোল মেসির দুর্দান্ত ফাইনাল পাস থেকেই। বার্য়ান-বধের রেশ এখনও কাটেনি। বার্সার দশ নম্বরের প্রশংসায় পঞ্চমুখ টিমের এগারো নম্বর বলে দিলেন, ‘‘মেসি চাইলে লা লিগা ম্যাচের দিন নিজেই পেনাল্টি নিতে পারত। ওর হ্যাটট্রিক করার সুযোগ ছিল। কিন্তু আমাকে পেনাল্টি মারতে দিল। কোনও দিন ভুলব না ওই মুহূর্তটা। এ জন্যই তো মেসির সঙ্গে খেলতে এত সুবিধে হয়।’’ এখানেই থেমে যাননি নেইমার। বলেছেন, ‘‘কোনও সন্দেহ নেই মেসি বিশ্বের সেরা ফুটবলার। প্রতিদিনই ওর থেকে কিছু না কিছু শিখি।’’

মেসি-নেইমার-সুয়ারেজ ত্রিফলায় বিপক্ষের প্রতিটা ডিফেন্ডারের রাতের ঘুম উড়িয়ে যাচ্ছে। ম্যাচের পর ম্যাচে গোলের পর গোল! তবে বায়ার্নের বিরুদ্ধে প্রথম পর্বে ৩-০ জিতেও স্বস্তিতে নেই নেইমারয় ব্রাজিল ‘ওয়ান্ডারকিড’-এর মতে, পেপ গুয়ার্দিওলার মতো বুদ্ধিমান কোচের মগজাস্ত্রে ঘরের মাঠে ফিরতি ম্যাচে অনেক চাল থাকবে। ‘‘ন্যু কাম্পে আমরা দারুণ খেলেছি। সমর্থকদের খুশি করেছি। এর থেকে ভাল আর কী হতে পারে? তবে মিউনিখের আলিয়াঞ্জ এরিনায় যে কোনও কিছুই ঘটতে পারে। ফিরতি ম্যাচটা একটুও হাল্কা ভাবে নেওয়া চলবে না।’’

নেইমার যখন চ্যাম্পিয়ন্স লিগের পরের সেমিফাইনাল নিয়ে চিন্তিত, তখন তাঁর কোচ লুই এনরিকের চিন্তা লা লিগা। শেষ তিন ম্যাচ বাকি থাকতে রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ মাত্র দু’পয়েন্ট পিছনে বার্সার থেকে। অর্থাত্ লা লিগা খেতাব জিততে হলে বাকি তিনটে ম্যাচই জিততে হবে বার্সাকে। তাই আপাতত বায়ার্ন ম্যাচ ভুলে এনরিকের পাখির চোখ রিয়াল সোসিয়েদাদ ম্যাচ। ‘‘সোসিয়েদাদের বিরুদ্ধে জিততেই হবে। তার পর দেখতে হবে কী দাঁড়াল পরিস্থিতিটা। কোনও কঠিন চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলে উযার পরে খুব কঠিন পরের ম্যাচে মনঃসংযোগ করা,’’ বলেছেন বার্সা কোচ।

যদিও এত সুসময়ের মধ্যেও বার্সায় এনরিকের ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। শোনা যাচ্ছে, বার্সা মরসুমে ত্রিমুকুট পেলেও পরের বার চাকরি খোয়াতে পারেন এই স্প্যানিশ কোচ। যাঁকে আবার সই করাতে আগাম কথাবার্তা শুরু করে দিয়েছে প্রিমিয়ার লিগের অন্যতম হেভিওয়েট দল ম্যাঞ্চেস্টার সিটি।

অন্য দিকে মেসির মহাপ্রতিদ্বন্দ্বী জুভেন্তাস-হার ভুলতে মাদ্রিদ ওপেনে টেনিস দেখেই কাটালেন। রিয়াল-সতীর্থ টনি ক্রুজ, পেপেকে নিয়ে রাফায়েল নাদালের খেলা দেখেন মাদ্রিদ-ভক্ত ক্রিশিয়ানো রোনাল্ডো। সমর্থকদের সঙ্গে সেলফি তোলা-সহ খোশমেজাজে দেখা গিয়েছে সিআর সেভেনকে। মহাতারকাকে।

রোনাল্ডো-মেসির ক্লাব চিরপ্রতিদ্বন্দ্বী হলেও তারা কিন্তু এক মঞ্চে আসছে লা লিগা বাঁচাতে। টিভি সূচির জন্য লা লিগা বন্ধ হতে চলেছে। টিভি কোম্পানির সঙ্গে মতানৈক্য ঘটায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন ১৬ মে-র পর অনির্দিষ্টকালের জন্য লা লিগা-ই বন্ধ করে দিচ্ছে। অর্থাত্ শেষ দুটো লা লিগা ম্যাচের ভবিষ্যৎ অন্ধকারে। যা নিয়ে বার্সা আর রিয়াল একমত।

ছবি-সহ টুইট বার্সার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE