বিশ্বকাপ ক্রিকেটে ম্যাচ বয়কট করার প্রস্তাবের পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও। বুধবার থেকে দুবাইয়ে শুরু হচ্ছে আইসিসি-র সভা। সেখানে আগামী ১৬ জুন ম্যাঞ্চেস্টারে ভারত-পাক ম্যাচ নিয়ে নিশ্চিতভাবে কথা উঠবে। ইতিমধ্যে আইসিসি-র কাছে চিঠি দিয়েছে ভারতীয় বোর্ড। যেখানে পাকিস্তানের নাম না করেই লেখা হয়েছে, যে সমস্ত দেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে, তাদের সমর্থন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আগামী শুক্রবার এবং শনিবার আইসিসি-র গুরুত্বপূর্ণ এক্সিকিউটিভ বোর্ডের বৈঠক হবে। ভারতের প্রতিনিধি হিসেবে যেমন উপস্থিত থাকছেন বোর্ডের সিইও রাহুল জোহরি, ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরি, তেমনই পাকিস্তানের তরফে উপস্থিত থাকবেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি, এমডি ওয়াসিম খান এবং সুবান আহমেদ। মঙ্গলবার সংবাদসংস্থা পিটিআইকে পাক বোর্ডের জনৈক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় বোর্ডের প্রস্তাবের পাল্টা জবাব দেওয়ার জন্য তৈরি থাকবে পিসিবিও। তিনি বলেছেন, ‘‘পাকিস্তানের অবস্থান খুব স্পষ্ট। ভারত যদি ওয়াকওভার দিতে চায়, তা হলে আমাদের কিছু করার নেই। কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে এটাই যে, নক আউট পর্বে ফের দু’দল যদি মুখোমুখি হয়, তখন কী হবে।’’
এ দিকে, যথেচ্ছ টি-টোয়েন্টি লিগে খেলা নিয়ে নিষেধাজ্ঞা জারি করার ইঙ্গিত মিলেছে। সে রকম হলে ওয়েস্ট ইন্ডিজের বহু ক্রিকেটার সমস্যায় পড়তে পারে। সারা বিশ্ব জুড়ে যাঁরা বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলেন। শোনা যাচ্ছে, একই মরসুমে ২-৩টির বেশি লিগে খেলার উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে আইসিসি।
ক্রিকেটারদের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলার সম্ভাব্য বিধিনিষেধ তাৎপর্যপূর্ণ হতে পারে। আইসিসি সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ক্রিকেটারদের ৯৫ শতাংশ সারা বছরে একটির বেশি লিগ খেলেন না। তাই আইসিসি-র এই বিধিনিষেধ আরোপে কোনও সমস্যা হবে না বলেই ওয়াকিবহাল মহলের ধারণা।