রঞ্জি ট্রফি জেতার স্বপ্নকে সত্যি করে তোলার প্রয়াস শুরু হয়ে গেল শনিবার থেকে। ১৯৮৯-৯০ মরসুমের পরে ২৮ বছর কেটে গিয়েছে। তবুও জাতীয় ক্রিকেটের সেরা সম্মান জোটেনি বাংলার ক্রিকেটারদের। তাই আসন্ন মরসুমের তিন মাস আগে থেকেই প্রাক-মরসুম অনুশীলনে নেমে পড়লেন বাংলার ক্রিকেটারেরা। আর প্রথম দিন থেকেই বাংলার কোচ সাইরাজ বাহুতুলের বার্তা, ‘‘ফিট থাকো ও জেতার মানসিকতা তৈরি করো।’’
গত মরসুমে দল ভাল খেললেও ট্রফি জেতা হয়নি মনোজ তিওয়ারিদের। এ বার সেই ঘটনার পুনরাবৃত্তি চান না সাইরাজ। তাই শারীরিক সক্ষমতার পাশাপাশি ক্রিকেটারদের মানসিক দৃঢ়তার উপরেও জোর দিতে মরিয়া বাংলার কোচ। পরিষ্কার করে না বললেও তিনি বুঝিয়ে দিলেন যে, মনোজদের ট্রফি খরা কাটিয়ে তুলতে প্রয়োজন হতে পারে একজন মনোবিদের।
সাইরাজ বলেন, ‘‘প্রত্যেকের সঙ্গে আলাদা সময় কাটানোর চেষ্টা করছি। কার কোন জায়গায় অসুবিধা হচ্ছে সেগুলোও শুধরে দেওয়ার চেষ্টা চলছে। এ ছাড়াও মানসিক দৃঢ়তা বাড়ানোর জন্য বিশেষ ব্যবস্থার কথা ভাবা হয়েছে। দেখা যাক প্রাক্তন ক্রিকেটার অথবা খেলোয়াড়দের থেকে কোনও সাহায্য পাওয়া যায় কি না। এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।’’