Advertisement
১৯ মে ২০২৪

তৃতীয় টি২০ ম্যাচে ভারতীয় দলে কারা জেনে নিন

সিরিজ নির্ণায়ক ম্যাচে আজ দলে বেশ কিছু পরিবর্তন করল ভারতীয় শিবির। এক নজরে দেখে নেওয়া যাক আজকের ভারতীয় একাদশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৭ ২১:১০
Share: Save:
০১ ১১
রোহিত শর্মা: ধবনের মতো তিনিও দ্বিতীয় ম্যাচে একেবারেই রান পাননি। তবে ধবন-রোহিত ওপেনিং জুটি ভাঙার রাস্তায় এখনই হাঁটতে চাইল না ম্যানেজমেন্ট।

রোহিত শর্মা: ধবনের মতো তিনিও দ্বিতীয় ম্যাচে একেবারেই রান পাননি। তবে ধবন-রোহিত ওপেনিং জুটি ভাঙার রাস্তায় এখনই হাঁটতে চাইল না ম্যানেজমেন্ট।

০২ ১১
শিখর ধবন: দ্বিতীয় ম্যাচে রান না পেলেও শিখরের ফর্মে ভরসা রাখল ভারতীয় শিবির।

শিখর ধবন: দ্বিতীয় ম্যাচে রান না পেলেও শিখরের ফর্মে ভরসা রাখল ভারতীয় শিবির।

০৩ ১১
মনীশ পাণ্ডে: ঘরোয়া মরসুমে দুর্দান্ত ফর্মে থাকা মনীশ অবশেষে শেষ ম্যাচে সুযোগ পেলেন।

মনীশ পাণ্ডে: ঘরোয়া মরসুমে দুর্দান্ত ফর্মে থাকা মনীশ অবশেষে শেষ ম্যাচে সুযোগ পেলেন।

০৪ ১১
শ্রেয়াস আইয়ার: গত ম্যাচে চার নম্বরে বিরাটের সঙ্গে ভাল পার্টনারশিপ করেছিলেন। তাই আর একটা সুযোগ দেওয়া হল তাঁকে।

শ্রেয়াস আইয়ার: গত ম্যাচে চার নম্বরে বিরাটের সঙ্গে ভাল পার্টনারশিপ করেছিলেন। তাই আর একটা সুযোগ দেওয়া হল তাঁকে।

০৫ ১১
বিরাট কোহালি: তিন নম্বরে অবশ্যই থাকছেন ক্যাপ্টেন কোহালি।

বিরাট কোহালি: তিন নম্বরে অবশ্যই থাকছেন ক্যাপ্টেন কোহালি।

০৬ ১১
হার্দিক পাণ্ড্য: এই মুহূর্তে হার্দিক দলের সেরা অল রাউন্ডার। তাঁকে রেখেই দল সাজিয়েছে ম্যানেজমেন্ট।

হার্দিক পাণ্ড্য: এই মুহূর্তে হার্দিক দলের সেরা অল রাউন্ডার। তাঁকে রেখেই দল সাজিয়েছে ম্যানেজমেন্ট।

০৭ ১১
মহেন্দ্র সিংহ ধোনি: শেষ ম্যাচের পর যথেষ্ট কাটাছেঁড়া হচ্ছে ধোনির ব্যাটিং নিয়ে। তাঁর পারফরম্যান্সে নজর থকবে মঙ্গলবারও।

মহেন্দ্র সিংহ ধোনি: শেষ ম্যাচের পর যথেষ্ট কাটাছেঁড়া হচ্ছে ধোনির ব্যাটিং নিয়ে। তাঁর পারফরম্যান্সে নজর থকবে মঙ্গলবারও।

০৮ ১১
ভুবনেশ্বর কুমার: এই বছর এক অসাধারণ কামব্যাক করেছেন ভুবি। দ্বিতীয় ম্যাচেও যখন প্রায় সব বোলার মার খেয়েছেন, তখন তাঁর বোলিং গড় ছিল ৭.২৫।

ভুবনেশ্বর কুমার: এই বছর এক অসাধারণ কামব্যাক করেছেন ভুবি। দ্বিতীয় ম্যাচেও যখন প্রায় সব বোলার মার খেয়েছেন, তখন তাঁর বোলিং গড় ছিল ৭.২৫।

০৯ ১১
কুলদীপ যাদব: গত ম্যাচে বল হাতে একেবারেই দাগ কাটতে পারেননি অক্ষর। ব্যাটেও রান পাননি। তাই তাঁর বদলে দলে এলেন ওয়ান ডে-তে সফল হওয়া কুলদীপ।

কুলদীপ যাদব: গত ম্যাচে বল হাতে একেবারেই দাগ কাটতে পারেননি অক্ষর। ব্যাটেও রান পাননি। তাই তাঁর বদলে দলে এলেন ওয়ান ডে-তে সফল হওয়া কুলদীপ।

১০ ১১
যশপ্রিত বুমরা: এই মুহূর্তে ভারতীয় বোলিংয়ের অন্যতম ফলা বুমরা। দ্বিতীয় ম্যাচে যখন প্রায় সব বোলার মার খেয়েছেন, তখন বুমরা ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ২৩।

যশপ্রিত বুমরা: এই মুহূর্তে ভারতীয় বোলিংয়ের অন্যতম ফলা বুমরা। দ্বিতীয় ম্যাচে যখন প্রায় সব বোলার মার খেয়েছেন, তখন বুমরা ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ২৩।

১১ ১১
যুজবেন্দ্র চাহাল: প্রথম ম্যাচে বল হাতে কামাল দেখালেও দ্বিতীয় ম্যাচে মুনরো মেশিনে পিষ্ট হয়েছেন তিনিও। তবে শেষ ম্যাচে তাঁর উপরে ভরসা রাখল ম্যানেজমেন্ট।

যুজবেন্দ্র চাহাল: প্রথম ম্যাচে বল হাতে কামাল দেখালেও দ্বিতীয় ম্যাচে মুনরো মেশিনে পিষ্ট হয়েছেন তিনিও। তবে শেষ ম্যাচে তাঁর উপরে ভরসা রাখল ম্যানেজমেন্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE